![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং ফেসবুকে হুজুর (সঃ) এর পসন্দনিয় খাওয়ার তালিকা প্রকাশ করছে আবার আজকে দৈনিক ইনকিলাবে এই ব্যপারে একটি আরটিক্যল প্রকাশ করেছে............
একবার ইমাম আবু হানিফা (রঃ) এর কাছে তার এক সাগরেদ তরমুজ পেশ করলেন, ইমাম আবু হানিফা (রঃ) তমুজ পেয়ে খুব কান্নাকাটি করতে লাগলেন অতপর ওই সাগরেদ আবু হানিফা (রঃ) কে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কাদছেন কেন ?
ইমাম আবু হানিফা (রঃ) বললেন আমিত জানিনা হুজুর (সঃ) তরমুজ কি ভাবে কেটেছেন এবং কিভাবে খেয়েছেন এবং পরে উনি আরোভালকরে দেখে জানলেন হুজুর (সঃ) তরমুজ দেখেনই নাই খাওয়াত দুরের কথা
রেফারেন্স (মাউলানা তারিকজামিল)
এইব্যপারে আরো ভাল জানেন যারা এক্তু জানাবেন
২৮ শে মে, ২০১৪ সকাল ১১:২২
মরণের আগে বলেছেন: হাদিস এর রেফারেন্স ডিটেলস (কত নাম্বার হাদিস )
দিলে ভালহত
ধন্যবাদ
২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৩৪
মরণের আগে বলেছেন: যরত আয়েশা ছিদ্দিকা আলাইহাস না রাজিআল্লাহু আনহুমা (রাঃ)
ধন্যবাদ
২| ২৮ শে মে, ২০১৪ সকাল ১১:২৪
অস্তমিত সুর্য বলেছেন: Click This Link
২৮ শে মে, ২০১৪ সকাল ১১:২৯
মরণের আগে বলেছেন: আপনি আমাকে ফুল হাদিস কালেকশন দিচ্ছেন কেন ?
ভাই আপনি আমার কথা বুঝেন না আমি বলছি আপনি রেফারেন্স ডিটেলস দেন যেমন কোন কিতাবের কত নাম্বার হাদিস
৩| ২৮ শে মে, ২০১৪ সকাল ১১:৩৭
অস্তমিত সুর্য বলেছেন: এখান থেকে খুজে নেন। watermelon লিখে সার্চ দেন পেয়ে যাবেন।
২৮ শে মে, ২০১৪ সকাল ১১:৪৬
মরণের আগে বলেছেন: আমি পাইনা আপনিত পাইসিলেন কত নাম্বার হাদিস ?
৪| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহর হুকুর আর নবীর তরিকা ।দুটো মিলে পরিপূর্ণ ইসলাম। নবী কিভাবে খেয়েছেন জানতে চেয়ে ইমাম হানিফা দোষ করেন। দোষ করেন নি তারিক জামিল সাহেব ওটা বর্ণনা করে।
আবু হানিফা হযরত মাসুদ রা এর হাদিস বর্ণনাকে গুরুত্ব দিতেন।সঠিক মানতেন। আর যে সমস্ত তিরমিযি....ইত্যাদি উল্লেক করা হয়েছে এরা আবু হানিফা রঃ এর চেয়ে বয়সে ছোট। হতে পারে তার মারা যাওযার পর হাদিস সংকলন করেছে। তাহলে এটা কিভাবে তার জানা থাকবে। বিশেষ করে তরমুজ খাওয়ার ব্যাপারে। এই প্রশ্ন তারিক জামিল সাহেবকে করলে তিনি ভাল উত্তর দিতে পারবেন একজন মেডিকেল স্টেুডেন্ট ইংরেজী পড়া বাদ দিয়ে মাওলানা হয়েছেন। টাকা পযসা রাজনীতির লোভে নয় কোন সত্যে সন্ধানে সেটা তার চেয়ে ভাল কেউ উপলব্ধি করতে পারবে না। তার স্মরণ শক্তি প্রবাদ প্রতিম। কোন সাহাবীর কোথায় কবর বলতে থাকেন অনর্গল। তেমনটা আর কেউ পারেন না ।
১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৭
মরণের আগে বলেছেন: মন্তব্বের জন্য ধন্যবাদ
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
ইমরান আশফাক বলেছেন: তরমুজ উনার অতি প্রিয় একটা ফল খেজুর, ডুমুর, আনার ও আংগুরের মতোই। আপনি গুগলে সার্চ দিলেই পাবেন উনার কি কি খাবার পছন্দ ছিলো।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ সকাল ১১:১৬
অস্তমিত সুর্য বলেছেন: তরমুজ খাওয়া খাছ সুন্নত।
হযরত আয়েশা ছিদ্দিকা আলাইহাস সালাম তিনি বলেন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাজা খেজুরের সাথে খরবুযা বা তরমুয খেতেন এবং বলতেন “উভয়টিই উত্তম ফল“ এবং লবণ সহযোগে শসা খেতেন। (মুসলিম, তিরমিযী, যাদুল মা‘আদ)