![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উদানিং লক্ষ করা যাচ্ছে যে দেওয়ান বাগি মুরিদ (ভক্ত) বারানোর নতুন কৌশল হিসেবে টিভি বিজ্ঞাপন প্রচার করছে তাই আসুন
দেওয়ান বাগীর অপ-তৎপরতা রুখে দেই
শেয়ার ও ট্যাগ করে শবাইকে জানিয়ে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব
আরো বেশি জানার জন্য কিছু লিঙ্ক দিলাম
লিঙ্ক ১
লিঙ্ক ২
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৪
মরণের আগে বলেছেন: ইসলাম সমন্ধ্যে জাদের ধারনা নাই তারাই যায়
রাস্তায় কে নাম্বে সবাই স্বার্থ নিয়ে ব্যস্তো
আমাদের উচিৎ বেশি বেশি প্রচার করা জাতে এই ভন্ডের পাল্লায় কেউ না পরে ।
২| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৬
আরজু মুন জারিন বলেছেন: আমারকাছে পোস্টকরার থেকে মন্তব্যকরতে ভাললাগে কারন দোষ খুজতে আর উপদেস দিতে কার না ভাললাগে।
ইয়া মাবুদ এই হুজুরকে একটু উপদেশ দিন। পাঞ্জাবির ভিতর থেকে বালিশ সরাতে। আহারে এ নড়া চড়া করে কিভাবে ? নিশ্চয় চার বউ আছে। দুই বউ দুইপা আর দুইবউ দুই হাত ধরে কলতলায় নিয়ে হাতমুখ ধুয়ে দেয়।
১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৫
মরণের আগে বলেছেন: রাসুলু্ল্লাহ (সাঃ) একদিন
মসজিদে নববীতে বসেছিলেন, তখন
এক সাহাবী এসে বললেন,
ইয়া রাসুলাল্লাহ! আমি ক্ষুধার
কারণে সোজা হয়ে দাড়াতে পারছি না,
তারপর সে সাহাবী নিজের কাপড়
সরিয়ে দেখালেন যে তার পেটের
উপর পাথর বাধা রয়েছে।
রাসুলুল্লাহ (সাঃ) তখন নিজের কাপড়
একটু সরালেন
এবং সে সাহাবীকে বললেন,
হে আমার সাহাবী, দেখ, তোমার
পেটে একটি পাথর বাধা রয়েছে আর
আমার পেটে দুটি পাথর
বাধা রয়েছে।
রাসুলুল্লাহ (সাঃ)
কখনো বিলাসিতা করেননি এজন্য
যে তিনি ভাবতেন
আমি যদি বিলাসিতা করি তাহলে তো আমার
উম্মত আরো বেশী বিলাসিতা করবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০০
মুদ্দাকির বলেছেন: আমি বুঝি না কি ধরনের গন্ড মূর্খরা এর কাছে যায়, আমি এ ও বুঝি না এর প্রতিবাদে রাস্তায় নামা হয় না কেন ??