![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাকি। আবার পিলাও সেই শরাব মদিরা ।
তপ্ত ঠোঁটের ফাঁকে আবার তোলে ধরো সেই পেয়ালা ।
ইশক ও প্রেমের ডানা মেলে উড়াও আমাকে । লক্ষ কোটি জোনাকি বানিয়ে আমাকে, আঁধারে দাও ছড়িয়ে ।
হৃদয়ের তরে বুদ্ধির দাসত্ব থেকে মুক্তি দাও। টগবগে তরুণদেরকে আদর্শ বানাও ঝিমিয়ে পড়া বুড়োদের । মিল্লাতের জীবন- বৃক্ষের শাখা সজীব রয়েছে তোমারই করুনা ।
তাওফীক দাও আবার উদ্দিপ্ত হওয়ার, আন্দোলিত হওয়ার। আলী মোরতাযার হৃদয় দাও, দাও ছিদ্দীকে আকবারের দহন-যন্ত্রণা ।
সেই তীর আবার বিদ্ধ হোক এই বুকে, সেই তামান্না আবার জাগ্রত করো এই দিলে ।
তোমার আসমানের তারারা আবার ঝলমল করুক । তরুণদের দান করো হে খোদা হৃদয়ের ব্যথা । দান করো আমায় প্রেমের দহন এবং দৃষ্টির ব্যাকুলতা ।
.. ..
.. ..
.. ..
আধ্যাত্মিক কিব : আল্লামা ইকবাল ।
বাংলায় অনুবাদ করেছেন : মাওলানা আবু তাহের মিছবাহ
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
ফিনিক্স (1) বলেছেন: গেম চেঞ্জার
দাদা
ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬
গেম চেঞ্জার বলেছেন: ব্লগে স্বাগতম! +