![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারে টের পাই বুকের পাঁজরে
বাঁ-দিকের একটু তলে
ভেতরে থাকিয়া সুপ্ত কাশিশে
বুক ভাসায় চোখ-জলে।
আনচান মনে ধড়ফড়িয়াছি
সন্ধ্যে-নিদ্রার কালে
সহসা কে-তুমি এ গহীন রাতে
মধুর ঘুম ভাঙ্গালে।
জাগিতেই আমি বেকারার মনে
ডুবানু ঠোঁট তব মদে
শির সঁপিয়াছে ব্যাকুলিয়া হিয়া
তোমার রুপ-রাঙা পদে।
লুটিয়াছি সে-যে উঠিতে পারিনি
উঠিবার দাওনি তুমি
দেখিনা তোমায়, শুধু আঘ্রাণ ;
বুঝি এক মজনূঁ আমি।
ভরিয়াছে মন, তবু-যে ভরেনা
রহিল কি-জানি বাকী
দানিবে কি ওগো সেটুকুনো তুমি
আমার মায়াবী সাকী।
এত কাছে এলে, এত কিছু দিলে
তবু-যে অশ্রু ঝরে?
কাঁদিয়া মজনূঁ লভে `শারাবান'
কাঁদে তাই অকাতরে।
হারানো মানিক ফিরিয়াছ বুকে ;
বলনা এ গহীন রাতে,
যাবেনা তো ভুলে? টানিবে তো কাছে?
রাখিবে তো প্রিয় সাথে?
.......
......
....
....
...
..
. কবি
মুহাম্মদ আব্দুল মতীন বিন হুসাইন
২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর| এবং মজাদার
৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় সাধু ভাষার টান সুন্দর । ভাল লেগেছে ।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০
ফিনিক্স (1) বলেছেন: শতদ্রু একটি নদী
দাদাভাই
শত বর্ষের পুরানা কবিতা ।
পুরান আমলের গন্ধ থাকলেও লেখাটা আধ্যাত্মিক ।
ধন্যবাদ জানবেন ।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
ফিনিক্স (1) বলেছেন: আরণ্যক রাখাল
ভাই
ধন্যবাদ জানবেন
৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
ফিনিক্স (1) বলেছেন: কথাকথিকেথিকথন
দাদাভাই
ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮
শতদ্রু একটি নদী... বলেছেন: একটু পুরান আমলের গন্ধ আছে, তবে ভালোই।