নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
প্রতিদিন সকালে ঘুম ভেঙে গেলে
যখন হাত ঘড়িটা কাছে এনে দেখি
তখন বুকের ভেতরটা ছ্যাৎ করে উঠে
প্রায় দিন অফিসের ঘন্টা পনের মিনিট বাকি থাকে।
বিবি তখন ব্যস্ত সকালের ঘুম নিয়ে
দশটার আগে তার ঘুম ভাঙে না।
এই ঘন্টা পনের মিনিটে
আমাকে অনেক কাজ সারতে হয়
নাস্তা বানিয়ে খেয়ে ফ্রেস হয়ে
অফিসে যেতে প্রায় লেট হয়।
অফিসের কলিগরা আমার নাম দিয়েছে লেট কুমার
কেন লেট করেন?
এ প্রশ্নের সম্মুখীন প্রায় হতে হয়
তাকিয়ে শুধু মুচকি হাসি দেওয়া ছাড়া
উত্তরটা দেওয়া হয়না কখনও।
বেতন যা পায়
তা দিয়ে সংসার চালাতেই হিমসিম খাই
তার উপর আবার বিবির বাহারি বায়না
দিতে পারলে ভাল
না দিতে পারলে বিবির মূখটা হয় কালো।
আমার বাসায় আত্বীয় আসে যা
সবই বিবির পক্ষের
আমার নিজের আত্বীয় বিবির চক্ষুশূল।
জীবনে চলার পথে
আামার চাহিদা নিতান্তই কম
আর বিবির চাহিদা অন্তহীন।
সংসারে যা কিছু হয় সব বিবির হুকুমেই
রোজ বিবির ঝাড়ি আর মূখ ঝামটি খেয়েই চলেছি
এই সংসারে আমি এক নির্যাতিত পুরুষ!
>>কবিতা কিনা জানিনা তবে লেখাটি লিখেছিলাম ১০ বছর আগে মনে হয়।
কি মনে করে লিখেছি সেটাও মনে নেই। তবে আমাদের সমাজে নির্যাতিত পূরুষের সংখ্যা কিন্তু কম নয়।
০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৩
মোস্তফা সোহেল বলেছেন: মানেটা আমিও জানিনা বিজন দা।
হবে হয়তো কিছু একটা । সব কিছুর মানে জানতে নেই।
২| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬
বিজন রয় বলেছেন: এটা কবিতা কিনা আমি বুঝতে পারছি না।
নাকি গদ্যকথা!
০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪
মোস্তফা সোহেল বলেছেন: আমার ডায়েরীতে কবিতার মতই লেখা ছিল।
কবিতা তো কবিতায় আজকাল কি কবিতা কোন ছকে পড়ে গেছে?
৩| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৪
বিজন রয় বলেছেন: আমি বলতে চেয়েছি, পুরুষ বানানটি তো পুরুষ হয়। কিন্তু শিরোণামে আপনি পূরুষ লিখেছেন, এই পূরুষ শব্দটির মানে কি জানতে চেয়েছি, অর্থাৎ আপনি অন্য কি মানে বোঝাতে চেয়েছেন।
আর যদি পুরুষই বোঝাতে চেয়ে থাকেন তো শিরোণামটি ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করছি।
শিরোণামেই যদি ভুল থেকে যায় তো পুরো লেখাটাই নষ্ট হয়ে যায় বলে আমি মনে করি।
আজকাল কি কবিতা কোন ছকে পড়ে গেছে?............ প্রশ্নটি আমার কাছে নিষ্ঠুর লেগেছে।
না, কবিতার কোন নির্দিষ্ট ছক নেই, তবে কবিতার মান-অভিমান, আবেগ আছে, একটি নিদিষ্ট গতি আছে।
আমার নিজের আত্বীয় বিবির চক্ষুশূল।.............. বানানটি ঠিকে করে দিয়েন।
যা হোক, কথা হতে থাকবে।
ভাল থাকুন।
০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩০
মোস্তফা সোহেল বলেছেন: ওরে বাবা হিট খেয়ে গেলেন মনে হয়। আমি ভেবেছিলাম আপনি ফান করে জানতে চেয়েছেন পুরষ মানে কি?
তাই আমিও একটু ফান করেছি এই যা।
কবিতা আপনি আমার চেয়ে কোটি গুন বেশি বোঝেন এই কথা আমি সাবার সামনে স্বীকার করতে পারি অনায়াসে।
আপনার মত কবি যখন এই কথা বলে যে,এটা কবিতা কিনা আমি বুঝতে পারছি না, তখন তো লজ্জায় পড়তে হয় আরকি।
আমি নিজেকে কখনই কবি বলে পরিচয় দেয়না।কেউ কবি বললে বিব্রত বোধ করি।শখের বসেই লেখালেখি করা আরকি।
আমি বানানেও কাচা। ভুল ধরে দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনাকে অজান্তে কোন কষ্ট দিয়ে থাকলে তার জন্য বিনীত ভাবে ক্ষমা চাইছি দাদা।
এই ব্লগ বাড়িতে তো সবাই আমরা আমরাই তাই না?
প্রতি উত্তরের আশায় থাকলাম ।
৪| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২০
প্রামানিক বলেছেন: মন্দ নয় ভালই হয়েছে। আমাদের সমাজে অনেকের জীবনের বাস্তবতাই উঠে এসেছে। ধন্যবাদ
০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩২
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রামানিক ভাইয়া।
৫| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮
বিজন রয় বলেছেন: হা হা হা .............. আমি আসতাম আবার অবশ্যই।
প্রিয় মোস্তফা সোহেল, আমার প্রতি আপনার আন্তরিকতা ও হৃদ্যতা সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। আপনার নিকট থেকে যে সন্মান আমি পাই সেটার জন্য আপনিও আমার হৃদয়ের অনেক উঁচু জায়গায় অবস্থান করছেন। সেই দৃষ্টিকোন থেকে বলি...........
আমি আমার ২য় মন্তব্যে আলোচনার সূত্রপাত করতে চেয়েছি, সেখান থেকেই আলোচনা হতে পারতো। হোক না কবিতাটি ১০ বছর আগের, তবুও এটা কিছু তো একটি লেখা, অর্থাৎ সৃষ্টি। লেখা যে যেরকমেরই হোক না কেন আমি সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করি, কেননা প্রথমেই সবাই ভাল লিখতে পারে না, লিখতে লিখতেই একজন ভাল লেখক হতে পারেন। আমি বলতে চেয়েছিলাম এটি কবিতা না গদ্য, আসলে পড়ার পর কোনদিকে ফেলবো না ঠিক করতে না পেরে আপনার নিকট থেকে পরিস্কার হতে চেয়েচিলাম। কবির মনের কথা জনতে পারা একটি বিরাট ব্যাপার!
তাই এখানে ভুল বোঝাবুঝি হতে পারে সেটা আমি চিন্তাই করিনি।
ওরে বাবা হিট খেয়ে গেলেন মনে হয়
হা হা হা ........... ব্লগে অনেকেই তো আমাকে হিট দেওয়ার চেষ্টা করেছেন, কিন্ত আমাকে কখনো বিচলিত হতে দেখেছেন, কখনো অযাচিত রিএ্যাক্ট করতে দেখছেন? নিশ্চয়ই না। কেননা, ব্লগের পরিবেশ সম্পর্কে আমি ওয়াকিবহাল। ব্লগে অনেক কিছুই দেখেছি, অনেক ব্লগারকে দেখেছি। তাই বলি, আমি কিন্তু সহজেই টলবো না।
আপনাকে বলেছি, ওই কথাটি আমার কাছে নিষ্ঠুর মনে হয়েছে, কিন্তু আমি একদমই বদলাইনি। অর্থাৎ আপনার প্রতি আমার সন্মান সবসময়ের মতোই অটুট রয়েছে। তাই বলি আমি কোন কষ্ট পাইনি, তাই ক্ষমা চেয়ে আমাকে লজ্জ্বা না দিলেই চলতো।
লেখা নিয়ে বলবো, মনে যা আসে লিখতে থাকুন, আমার যদি দেখার সৌভাগ্য হয় তো আমার ক্ষুদ্র জ্ঞানে সে সম্পর্কে অবশ্যই কিছু বলার চেষ্টা করবো, বিপরীতে আমার লেখা নিয়েও আপনার নিকট হতে শুনতে চাই, তাতে আমার উপকারই হবে। পাঠকেরাই তো লেখকের সবচেয়ে বড় শিক্ষক।
আপনার শখের বসে লেখালেখি হয়তো একদিন পূর্ণমাত্রা পাবে এই আশাই করি।
আমি যদি মনে কিছু করতাম তাহলে তিন নম্বর মন্তব্যে বলতাম না যে, যা হোক, কথা হতে থাকবে।
আশাকরি বোঝাতে পেরেছি।
শুভকামনা সবসময়ের।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: বিজন দা, আপনাদের মত অনেক সহ ব্লগার আছেন বলেই এই ব্লগে এতদিন পার করে দিলাম।
আমি কখনই চাইনা আমার কথার দ্বারা কেউ কখনও কষ্ট পাক।
যদি এমন হয় তবে পরবর্তীতে আমি নিজেই অনেক কষ্ট পায়।
সাবধানে চলি তারপরও মানুষ মাত্রই ভুল হয়। একজন সহ ব্লগার-বন্ধু-দাদা হিসেবে সেই সব ভুলত্রুটি ধরিয়ে দিবেন সব সময়।
সুন্দর প্রতিমন্তব্য দিলটা ঠান্ড হল ।
অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
ভাল থাকুন বিজন দা।
৬| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৯
তারেক ফাহিম বলেছেন: ১০ বছর অাগে ওতটা ছিলনা বলে মনে হচ্ছে না দাদা।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: তবে এখন কি একটু বেশি?
৭| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮
প্রোলার্ড বলেছেন: বিয়ে করে বউ আনা মানে হাতো পোষার সমান। দিতে হবে এত্ত এত্ত কিন্তু করতে পারবে না কিছুই।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: বিয়ে করে কি তবে মানুষ ভুলই করে!
৮| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯
ধ্রুবক আলো বলেছেন: ভারী দুঃখের কবিতা।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: আমিও দুঃখিত এমন কবিতা লেখার জন্য।
৯| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫
চিটাগং এক্সপ্রেস বলেছেন: পুরুষ মানুষ দুই প্রকার। জীবিত আর বিবাহিত । নচিকেতার গানটি মনে পড়ে গেল।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: সত্যই কইছেন।
তয় বিয়ে না করে কি উপায় আছে।
১০| ০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: কি বলব পুরুষ বানান পুরুষই হবে। নির্যাতিত ...........হ্যা ইদানিংতো হচ্ছেই।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৮
মোস্তফা সোহেল বলেছেন: আমি অনেক পুরুষকেই নির্যাতিত হতে দেখেছি।
১১| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দুই বন্ধুর মাঝে কথাকথন
-কিরে তোর বউ কি করে?
- উড়ায় আর উড়ায়!
- নিশ্চয় বিমানের পাইলট;
- আরে না, খালি টাকা উড়ায়......
------@ফান..........
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৮
মোস্তফা সোহেল বলেছেন: শাহাদাৎ ভাই দারুন কৌতুক বললেন। অনেক ধন্যবাদ।
১২| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪
সুমন কর বলেছেন: ভালো লাগেনি। পুরুষ হবে পুরুষের মতো।
আমি উঠার ৩০ মিনিট আগেই নাস্তা রেডি !!
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৭
মোস্তফা সোহেল বলেছেন: কিছু কিছু পুরুষ আছে না যাদের কে স্ত্রৈন বলা হয় ।
বৌয়ের কথায় ওঠে বসে। আমি অনেক দেখেছি।
১৩| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৩
রানার ব্লগ বলেছেন: দলিত পিষিত নির্যাতিত
নারী কেন হবে
উভয়ে যদি সমান হয়
পুরুষ কেন নয় তবে।
নারী ও পুরুষ সমান সমান
সম অধিকার
নির্যাতনের বেলায় কেন
ভাগ করি প্রকার
একটু মেয়েদের পক্ষে বললাম। ভবিষ্যতের জন্য।
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৮
মোস্তফা সোহেল বলেছেন: সমান অধীকার আমাদের মুখেই কাজে নেই।
১৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৭
একলা ফড়িং বলেছেন: এইরকম বিবি কপালে জুটলে সেই পুরুষের লাইফ তেজপাতা! যদি সে নরম সরম পুরুষ হয় তাহলে তো কথাই নাই
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: ঠিকই বলেছেন আপু।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৩
বিজন রয় বলেছেন: নির্যাতিত পূরুষ............ পূরুষ মানে কি হবে?