![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
রোদের টানে ছুটে চলে নামহীন জলজ শৈবাল
জলের ভিড়ে খোঁজে রোদমাখা শাদা নরম প্রবাল
দূরের গন্তব্যে নির্নিমেষ মেঘদের বুকে চরে আরেক
আরণ্যক গন্তব্য-যেখানে সবুজের সিঁড়িবেয়ে অনেক
প্রবাল-সবুজের অভিষেক।
নীল জলোচ্ছ্বাসের ভিতর মেতে উঠে রাতের
ডলপিনেরা, রাতের সমুদ্রে বেগুন ফুলের মতন
ফেঁপে কেঁদে উঠে আকাশ। কেঁদে উঠে জিঘৃক্ষু শরীরের
শেষ রক্তবিন্দু, বুভুক্ষু পানকৌড়ির মতন।
জলের কচুরিপানারা গড়িয়ে নামে হোগলার বন বেয়ে
শেষ গন্তব্যের খোঁজে বৃষ্টি নামে করুণ প্রোৎসাহ নিয়ে
আবার পাড়ি দিব বলে নেমে পড়ি জলের ছায়ায়
দীর্ণ সব স্মৃতি নেই নেই বলে কামড় দেয় বিমূর্ত কায়ায়।
©somewhere in net ltd.