![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
নিবির অন্ধকারে একঝাক নিস্তব্ধ বাড়ি
একঝাক নিস্তব্ধ উঠুন, ধূপময় নারী
আমাকে দেয়নিকো কখনো বেদনার আনকোড়া মাতাল হাওয়া,
-ঘ্রাণে।
সবুজ চায়ের দেশের ফেনিভ রাত্রি কথাবলে
ফেলে আসা বিকেলের রুপোলি মেটোপথে
জীবন চলে যায় ধুলোর কটিদেশে জমে থাকা স্মৃতির মায়া,
-স্নাণে।
এখনো বারবার আমার মন চলে যায়
দিগন্তের মাঠের শেষ জলরেখায়
যেখানে ছিল তোমার আমার উদাসীন সব সপ্নের মাখামাখি।
শরীরে আজ আর ওম নেই, জমেছে তিতিক্ষার নির্জন প্রহর
বাসন্তী ফুলের বদলে শ্যাওলা জমা নিস্তব্ধ বাড়ির ইটের জঠর
এখনো তেমনি পড়ে আছে তোমার নির্লিপ্ত সলাজ মুখোখানি।
©somewhere in net ltd.