![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
মুছে যাওয়া গল্পের শেষ শাঁস পড়ে থাকে দ্রুহ্য শরীরে
জমে থাকে উড়াল পাখির ডানায়
শরতের কাশবন যেন উঠে আসে এক বিদীর্ণ কবিতার বাসরে
লুকিয়ে থাকে অর্বাচীন দ্রুম শিখায়
ধূসর আলোয় শাদা কামিজে হেটেচলে পৌরণিক প্রেত-শরীর
যেন হাত বাড়ালেই ধরতে পারি দুহাত
জানি হাত শুধু আজ বেহাত উষ্ণতা তোমার আমার!
©somewhere in net ltd.