নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্যু

স্যু

জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।

স্যু › বিস্তারিত পোস্টঃ

এখন শুধুই অসময়ঃ দুঃস্মৃতির মঞ্চ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

নক্ষত্রের পর নক্ষত্র আকাশের নাভিতে মিলে যায়
সময় পরে থাকে যাযাবরের দেশে অঙ্কিত ত্রিমাত্রিক অক্ষরেখায়
দিন রাত হপ্তা করে এগিয়ে চলে কষ্টের অলস ঝুলবারান্দায়
মন চলে যায় দূরের আকাশের সীমানা পেড়িয়ে গভীর শূন্যতায়

সময়; তোমাকে আমি হত্যা করব। আর কত ঈশ্বরের চামড়ার নিচে লুকাবে তুমি।
আমি ঠিকই চিনে নিয়েছি তোমায়। কি সকাল; কি দুপুর; সবই আজ অন্ধকার জানি।
বিকেল বলে আমার কিছুই থাকতে নেই তাতে কি? সন্ধ্যার লালচে আলোর লোভ
তুমি আমায় আর দেখিও না। দ্রাক্ষাতীত ধ্যানের সমুদ্রে তুমি আমায় আর কত ভাসাবে?

আত্মজের ছায়ার নিচে তোমাকে খুঁজেছি অনেক। অনেক খুঁজেছি আমি
বুনুহাস যেমনি খুঁজে কলমির জলে বুনুহংসীকে। আমি জীবনানন্দের মত
শ্রাবস্তী থেকে বিম্বিসার নগরে আর খুঁজতে যাব না। জানি তুমি বলবে কি অসহ্য
আদিম আমি। হয়ত তোমার কপোল দেখে আর আমি রক্তচক্ষু কোকিল হব না।

রাতের শরীর জমে জমে বরফ হবে আমার। পূর্ণিমার জলেভেজা তোমার পায়ে নূপুর
পড়াব না কখনোই। শালিকের ডানায় রোদ-চিকচিক বিকেল খুঁজব না আর। খুঁজব না তোমায়
শিশিরের ভাঁজে নরম ঘাসে কোথায় লুকিয়ে আছ আমার স্যু। সময় চলে যাবে
কষ্টের অলস ঝুলবারান্দায় বসে থাকা ভেজা কাকের মত। দিন রাত হপ্তা করে।

আমি জানি সব নক্ষত্রই একদিন শূন্যের ভিতর লুকাবে। সেদিন বেশি দূরে নয়।
চারদিকে এখন সময়ের দ্রোহ। অপ্রেমের উল্লাস। গর্ভে তোমার অদম্য পুরুষের পৌরুষাত্ত্বিক সত্য
সকাল, বিকেল, দুপুর; এমনকি রাত, সবই আজ অন্ধকার জানি। তবুও শেষ পর্যন্ত তুমি
ভাঙতে পারোনি পৌরুষত্ত্বম সত্যের বিদর্ভ অন্ধকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.