নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্যু

স্যু

জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।

স্যু › বিস্তারিত পোস্টঃ

অপ্রেম

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

কারবালার গোধূলি বিসর্জিত তোমার রক্তে
আমি বিস্মৃত হই প্রতিবার সঙ্গমের পর
নিস্পৃহ উদাসীন আর একটি সঙ্গমের লোভে আবার শরীর জাগে
উন্মাদ হই কখন বুক ছিড়ে বের করব বালিকার প্রথম শরম
তুমি তো বারবার আমার সামনে সেই হেলেন হয়েই ধরা দাও
ট্রয় নগরী ধ্বংস করোনি তুমি? তোমার অপ্রেমে?

তোমার নিতম্ব গড়িয়ে নামে ভোরের ঝলসানো রোদ
আমাকে বিছানা ছেড়ে মিছিলে শরিক হতে দেয়নি বহুবছর
ঘুনোপোকায় খেয়েছে তোমার ভিসুভিয়াসে জমে থাকা প্রেমের নিনাদ
নির্বাসিত রজনী যাপিত হয় জোয়ান অব আর্কের শ্যেন জ্যোতির প্রহরে
যাপিত জীবন আমার পেরিয়েছে এক এক করে তিরিশ
আরো দুই তিরিশ পার হতে চাই শরীরে শরীর ডুবিয়ে

ভালোবাসার অন্য নাম যদি হয় অপেক্ষা-তাহলে কেন
আরেক বার রচিত হবে না ওডিয়াস-পেনেলোপ কাব্যগাঁথা
আমি তোমার কালো নেকাবে মোড়া সভ্যতার রঙ-তুলি চাই না
চাইনা শুনতে পশ্চিমের ছেলে ভুলানো স্তোস্ত্র-সংগীত।

নমরুদের শেষ নাদ শুনতে শুনতে ক্ষয়রোগে আক্রান্ত আমার মস্তিষ্ক
ওষ্ঠে নেই তোমার রোমকূপে জমে থাকা জলের তিয়াষ
বাহুতে নেই তোমার গর্ভে লীন হওয়ার শক্তি
যুদ্ধে পরাভূত, নিঃস্ব, ছিন্নকায় সৈনিকের মতন আমি আজ আপ্তবাক্যহীন

তুমি বলেছ-শরীরের কথা বাদ দাও, এসো অশরীরে প্রেম প্রেম খেলি
আর আমি-উদাসীন সঙ্গম চাই না।–বিনিময়ে তোমার রঙ-তুলি ফিরিয়ে নাও
ঈশ্বরের স্তুতিপাঠ বন্ধ কর, কারণ সে তো নেই। -অর্কেস্ট্রায় বাজাও নূতন সুর
তবুও তুমি হতে পারলে না আমার চিরচেনা সেই জুলিয়েট।

আসলে প্রেম নেই। কোথাও......
সত্যিই কি তুমি প্রেম? নাকি মানবতার সাথে অপ্রেম খেলে খেলে যাবে
এভাবেই বারবার...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.