নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্যু

স্যু

জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।

স্যু › বিস্তারিত পোস্টঃ

আমি একটি শাদা চাদর বুনছি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

আমি একটি শাদা চাদর বুনছি
কার জন্য এই বুনাবুনি
--আমি জানি না।

আমার মা বাবা এখনো জীবিত
এখনো তারা হলদে পোড়া জমিতে
সবুজের নিঃশ্বাস নিতে জানে
তাই তাঁদের শাদা চাদরের প্রয়োজন নেই
বলেই আমার বিশ্বাস
--তাঁদের জন্য নয়।

আমার একমাত্র সহোদর, যদিও
সামান্য ভবঘুরে বেকার। অসামান্য প্রতিভা-
সে চায়- একটি কালো চাদর।
গোলাবারুদের ধোঁয়াটে শহরে
কালো চাদরই নাকী বেশি দরকারী।
নিজেকে সহজেই নষ্টদের কাছ থেকে ঢেকে রাখা যায়।
অথবা- একটি লাল চাদর, চারদিক সবুজে মোড়া।
ধর্মব্যবসায়ীদের থেকে যেন নিজেকে আলাদা করতে সহজ হয়।
--অতএব, তার জন্যেও নয়।

সুররিয়ালিস্টদের আন্দোলনে বিশ্বাসী
আমার একমাত্র নিঃসঙ্গ সহোদরা।
--তার জন্যও নয়।

আমার প্রেমিকারা-
যারা ঝড়েপরা পাইনের পাতার ছবি গিলে খায়,
ক্ষুন্নিবৃত্তির জন্য আঁকে উদ্যোম নিতম্বে উল্কি
এবং বাঁচার তাগিদে সভ্যতার জারজ সন্তানদের
পাঠিয়ে দেয় আশ্রমে।
--তাদের জন্য তো নয়ই।

আত্মহত্যার বিন্দুমাত্র প্রবণতা
নেই আমার মধ্যে
--অতএব, নিজের জন্যেও নয়।

কিন্তু এটা সত্যি যে, আমি একটি শাদা চাদর বুনছি
তাহলে কার জন্য?
--আমি জানি না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.