![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
আমি একটি শাদা চাদর বুনছি
কার জন্য এই বুনাবুনি
--আমি জানি না।
আমার মা বাবা এখনো জীবিত
এখনো তারা হলদে পোড়া জমিতে
সবুজের নিঃশ্বাস নিতে জানে
তাই তাঁদের শাদা চাদরের প্রয়োজন নেই
বলেই আমার বিশ্বাস
--তাঁদের জন্য নয়।
আমার একমাত্র সহোদর, যদিও
সামান্য ভবঘুরে বেকার। অসামান্য প্রতিভা-
সে চায়- একটি কালো চাদর।
গোলাবারুদের ধোঁয়াটে শহরে
কালো চাদরই নাকী বেশি দরকারী।
নিজেকে সহজেই নষ্টদের কাছ থেকে ঢেকে রাখা যায়।
অথবা- একটি লাল চাদর, চারদিক সবুজে মোড়া।
ধর্মব্যবসায়ীদের থেকে যেন নিজেকে আলাদা করতে সহজ হয়।
--অতএব, তার জন্যেও নয়।
সুররিয়ালিস্টদের আন্দোলনে বিশ্বাসী
আমার একমাত্র নিঃসঙ্গ সহোদরা।
--তার জন্যও নয়।
আমার প্রেমিকারা-
যারা ঝড়েপরা পাইনের পাতার ছবি গিলে খায়,
ক্ষুন্নিবৃত্তির জন্য আঁকে উদ্যোম নিতম্বে উল্কি
এবং বাঁচার তাগিদে সভ্যতার জারজ সন্তানদের
পাঠিয়ে দেয় আশ্রমে।
--তাদের জন্য তো নয়ই।
আত্মহত্যার বিন্দুমাত্র প্রবণতা
নেই আমার মধ্যে
--অতএব, নিজের জন্যেও নয়।
কিন্তু এটা সত্যি যে, আমি একটি শাদা চাদর বুনছি
তাহলে কার জন্য?
--আমি জানি না।
©somewhere in net ltd.