![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
জীবনের অনিমেষ স্বপ্নগুলো জলাবদ্ধতায় নিমগ্ন
বিশ্বাসের সব নক্ষত্র ধুমকেতু হয়ে পতিত হয়
তোমার ঢেউয়ের ভাঁজে। যেখানে জমে আছে
শিশিরে ভেজা কষ্টের বরফ-টুকরো। রাত্রির সব
ছায়ারা খুঁজে বেড়ায়-তাদের মৃতদেহগুলো
ঘুমিয়ে আছে কোন শ্মশানে। যদিও তাদের একটিকেও
খুঁজে পায়নি তারা কখনো-
নির্জীব শঙ্কা ও ভয়ার্ত বাতাসেই ঈশ্বরের বসবাস
এখনো আমার অহল্য শরীর নিঠর দাড়ায়ে
তোমরা হামাগড়ি দিয়ে বুকের তাজা উদ্বেলিত
কেশরাজিকে ক্ষয়ে ফেলো না
মেরুদন্ড সোজা কর। কর বেদনার সাথে প্রেম।
আর আমাকে ক্ষয়ে ক্ষয়ে বাঁচতে দাও।
©somewhere in net ltd.