![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
তুমি জীবনানন্দের শিশিরের শব্দের মতন
ভেসে উঠা বাতাস
উড়ে চলে যাও ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে বহুদূরে
আর আমার ঘার্মাক্ত শরীর পিটি প্যারেড শেষে...।
নাহ, তোমাকে বলে কি লাভ?
তুমি তো একটু পরে ঠিকই রৌদ্র হয়ে
আমার করোটিতে আঘাত করবে।
যদিও হর্স রাইডিং এতদিনে আমাকে করেছে
একটু বেশিই শৌর্যবান
শামসুর রাহমানের রক্তগঙ্গা স্রোত
আজ তোমার পদ্মায়।
আমাকে আর কতকাল ভাসাবে তুমি
একশো, দুইশো, কিংবা তিনশো পয়ঁষোট্টি দিন?
আমি ঠিক চলে যাবো তোমাকে ফেলে-
কিন্তু আমার শরীর, মন, আমার আমি-
সে তো কখনো ভুলতে পারবেনা তোমাকে
কারণ- আমি হেঁটেছি তোমার প্যারেড গ্রাউন্ডে
তোমার বুকে উদ্বেলিত সবুজ যৌবনকে
দুমরে মুছরে দিয়েছে আমার কালো বুট
আমি কথা বলেছি তোমার সাথে
গভীর নিশীথ দুঃসময়ে ঘুমঘোরে
শুয়েছি তোমার ছায়ার সঙ্গে।
তুমি আমাকে দিয়েছ তুর্য
তাই তুমি আমার রক্তে সতত প্রবাহমান।।
©somewhere in net ltd.