![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
একদিন রজনীগন্ধার সাথে তোমার হাতে
একটি লাল গোলাপ তুলে দিলে-
হাত বাড়িয়ে নিলে ঠিকই-যেভাবে নিলে
ঠিক সেভাবেই তুলে দিলে-
ছেড়া পলিথিন হাতে কাগজের ঠোঙ্গা কুঁড়াতে আসা
হাড্ডিসাড় বালকটির হাতে।
নীরা, তুমি নিঃশব্দে চলে গেলে-জানলেনা-
জানতে চাইলে না-
-গোলাপ নয়
-রজনীগন্ধা নয়
কাগজের ঠোঙ্গায় লুকিয়ে আছে বালকের অব্যক্ত প্রেম
বিনির্মাণের স্বপ্ন তুমি মুছে ফেলো না
আবার নূতন করে গর্ভধারণ করো-
ভালোবাস-না হয়, ছাঁই বাসো
তবুও ভালো, ছাঁই পুড়ে পুড়ে ছাঁই হবে
অন্ততঃ ক্ষতিকারক তো নয়- কোন মানব হৃদয়ের জন্য।।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর
ব্লগে স্বাগতম।