![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
চল্লিশোর্ধ জীবন পেড়িয়ে যদি
কোন এক চিলতে রোদের ছায়ায়
তুমি আমি হঠাত এসে দাড়াই
যদি চোখে চোখ রেখে বলি
ভালোবাসো? তবে কি বলবে-
ঠিক আগের মতন, তোমাকেই
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
অনেক অনেক ভালোবাসি।
কারণ- তোমার দেওয়া গ্লানিই যে
আমার ভালোবাসার একমাত্র স্মৃতি।
©somewhere in net ltd.