![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
আমি এসেছি সমুদ্রের ঢেউ ভেঙ্গে
রাত্রির ক্ষণিক জোয়ার আর ভাটা অতিক্রম করে
মাছের দেশ থেকে উঠে এসেছি
যেখানে শৈবালেরা গড়ে তুলেছে আমাজান বন।
আমি এক আধুনিক টারজান
শরীরের সব কৃষ্ণকেশ আর বিভ্রংশ লেজ নেই এখন
এ আমার অহংকার
তাই আমি এক আধুনিক মৃৎশরীর।
আমি জানি আমার শেষ রক্তবিন্দু হবে
সহস্র কার্বন পরমানু
প্রিয়তম পৃথিবীর পথে আরেকটি কোহিনুর রেখে যাব আমি
আমার নবাগত সব প্রেমিকাদের জন্য।
প্রাগৈতিক ডাইনোসরদের প্রাখর্যে নতজানু হয়নি আমার শরীর
রেসের ঘোরার মত দৌড়িয়েছি আমি অনেক
শতকোটি সূর্যবর্ষ পেড়িয়েও খুঁজে পাইনি আমার নিশ্চল সেপাইঘর
আসলে মৃত্যু কিংবা আত্মহত্যাই আমার একমাত্র স্বর্গীয় মুক্তি
অবশেষে সকল মৃত্যুই কি আত্মহত্যা নয়
যখন আমি অপেক্ষায় থাকি কখন পাব একমাত্র স্বর্গীয় মুক্তি
যখন আমার মন আর আমার শরীরটিকে ধারণ করতে চায় না।
যখন আমার শরীর আর আমার মনকে ধারণ করতে চায় না।
যখন আমার শরীরে জমে বিষাক্ত সব কিটের বাসভূমি।
যখন আমার শরীর আমার কাছে একটি কষ্টের বরফ পাথরবোঝাই।
আমি জানি আমি অসুস্থ
কারণ আমি মৃত্যুর জন্য অপেক্ষা করি।
কারণ আমি আত্মহত্যার জন্য অপেক্ষা করি।
কারণ আমি একটি স্বর্গীয় মুক্তির জন্য অপেক্ষা করি।
(আপনারাও কি আমার মত অসুস্থ কিংবা অসুস্থ হতে চান?)
©somewhere in net ltd.