নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্যু

স্যু

জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।

স্যু › বিস্তারিত পোস্টঃ

শিশু

০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২২

শিশু, তোমার ডাক নাম শিশু
তোমার ছদ্মনামও শিশু
পৃথিবীর অস্তিত্বের পক্ষে তুমি আদিম সর্বশ্রেষ্ঠ সন্তান
তুমি মানব জাতির কর্ণধার
তুমি একটি প্রধান শিশু, একটি প্রথম ভ্রুণাস্তিত্ব
একটি প্রধানতম সম্পর্কের ভ্রুণ
যৌনতা নয়, যৌন সম্পর্কের সর্বোত্তম আনন্দের প্রতিশব্দ তুমি
ভালোবাসার সর্বোচ্চ পরিণয়সূত্র তুমি

প্রিয়তমার জরায়ু ভেদকরে তোমাকে
আমি স্থাপন করেছি অন্ধকার ডিম্বাশয়ে
সেখানে ছিলে তুমি প্রথম দশমে
স্থাপন করেছ এক আবিচ্ছিন্ন সংযোজন
প্রিয়তমার নাভিমূলে।

আগামী সত্তুর দশমের অঙ্গীকার নিয়ে
জরায়ু ভেদ করে তুমি এসেছ আমার কাছে
আমার প্রিয়তমার বক্ষযুগল
তোমার বেঁচে থাকার সব স্নেহনির্যাস দিয়ে
আমাকে করেছে গর্বিত তোমার কাছে
আমার প্রিয়তমার বক্ষযুগল।

শিশু, তোমার ডাক নাম শিশু
তোমার ছদ্মনামও শিশু
তোমার জীবন মানে প্রেমিক প্রেমিকার অহংকার
একটি সম্পর্কের অলংকার
তোমার জীবন মানে আরেক নতুনের দীপংকর
একটি সম্পর্কের ভবিষ্যৎ
শিশু, তোমার আরেক নাম আশা
একটি পৃথিবীর অস্তিত্বের সৃষ্টিশীল শিল্প।

আমি তোমার মর্যাদা চাই। এক মহান শিল্পীর মর্যাদা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.