![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
শুনেছি রাত্রির পাহাড়ে গেলে হাওয়া বদল হয়
সেখানে জোনাকিরা গান গায়; দেয় মদিরা রাত্রির গান
পাহাড়ী পাখিরা চারদিকে দু চারটে শীষ দিয়ে বলতে চায়-
এখানের সব বাতাস আমাদের।
বানরেরা ডালা ঝাপটিয়ে বলতে চায়-
এই বৃক্ষ আমাদের; এখানে তোমার কাজ নেই।
দুটি সিগারেটের ধোয়া বাতাসে এলিয়ে দিয়ে
পাহাড়কে বুকে জড়িয়ে একটু নির্জনতা চেয়েছি
পাখিদের বলতে চেয়েছি আমার সিগারেটের ধোঁয়ার মত
তোমাদের বাতাসকে শূন্যে মিলিয়ে নাও।
বানরদের বলতে চেয়েছি বৃক্ষরা সব তোমাদেরই থাক
দুটি সিগারেটের বিনিময়ে পাহাড়কে বুকে জড়িয়ে একটু নির্জনতা চেয়েছি
পাহাড়কে বুকে জড়িয়ে একটু নির্জনতা দাও।
রাত যত গভীর হয়, জোনাকি, পাখি আর বানরেরা
যে যার পথে চলে যায়,
বৃক্ষরা সিগারেটের ধোঁয়ার মত অন্ধকারে মিলিয়ে যায়।
সব পাহাড় আস্তে আস্তে কুয়াশার আড়াল হয়।
-হাওয়া আর বদল হয় না।
©somewhere in net ltd.