![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
বিস্তীর্ণ রাশি রাশি জল শুষে নাও তুমি
শরীরের ভাঁজে জমে প্রতিদিন
প্রাতঃস্নান শেষে। শাওয়ারের শিশির বিন্দু ক্লান্তিহীন;
অবিরাম। হাত বাড়ালেই নির্দিষ্ট তুমি প্রতিদিন
মুছে নাও অনির্দিষ্ট সব জলের ফোঁটা
শুধু জমে থাকে কবোষ্ণ স্মৃতির ঘনঘটা।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: পোষ্টে ভাললাগা রেখে গেলাম !!!!! (আমার ব্লগবাড়ি ঘুরতে গিয়েছিলেন আপনি!
)