![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
মেঘের রাজ্যে অশ্রুরাও ঘোলাটে হয়
হয়-যখন আকাশের অসুখ করে
বালিকার দলেরা সব পেয়েছিল একদিন ভয়
যখন ত্রিশূলের শেষ সীমায় চলে
প্রথম স্পর্শের গোপন বৌচি খেলা।
মাঝে মাঝে চাঁদোয়া আকাশে মেঘেরা ডানা মেলে
মেলে-যেন স্মৃতির বারান্দার সব রোদ ঢেকে
এনে দিবে কে –এক ঝুড়ি নরম ঘাসফুল।
এক ঝুড়ি নরম স্পর্শের গোপন বৌচি খেলা।
এনে দিবে কে-সে কোন নারী-আমি জানিনা।
©somewhere in net ltd.