![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
প্রতিদিন সকালবেলায়
নিক্ষিপ্ত হই একটি প্রতিচ্ছবির কাছে।
প্রারম্ভিক প্রসন্নতায়
যেই ছুটি একটি মায়াবি ঘ্রাণের টানে,
বত্রিশ পেরিয়ে
হয়ে যাই প্রত্যাংশু বালক হৃদয়।
সে-কি জানবে কখনো
ভালোবাসা পড়ে থাকে কবিতার খাতায় –
একটি প্রতিচ্ছবি ছোঁয়ার অপেক্ষায়।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর