![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
কোথাও যেন থামতে চাই আমি
সূর্য উঠতে না উঠতেই ছুটছি দিগ্বিদিক
প্রান্তরের সব বাদুরেরা আমার আকাশ
ত্যাগ করে অনেক অজানার আকাশে মিলেছে;
শেষ বাঁশঝাড়ে রাত্রী যাপনের অপেক্ষায়।
আবার অস্তমিত হবার আগেই
সব বাস, ট্রেন স্টেশন হতে স্টেশনে থামে।
যাত্রীরা সব যে যার পথে চলে যায়
আমারও আছে সবার মতন নিয়মিত গন্তব্য।
অফিস-বাসা, বাসা-অফিস; -ননস্টপ।
তবুও কোথায় যেন থামতে চাই আমি
জীবন নিয়ে থামতে চাই-
থামতে চাই জীবন দিয়ে।
অন্য কোন স্টপেজে –একবার-যেখানে-
রেললাইন ধরে হাঁটতে চেয়েছিল
মায়াবী দুটি হাত- গন্তব্যহীন
মায়াবী দুটি হাত
কোথাও যেন থামতে চায়।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ননস্টপ- ব্যবহারে পড়তে ভালো লাগলেও চোখের আরাম পেলাম না যে!
মোটের উপর ভালো লাগা।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১
জনম দাসী বলেছেন: রেললাইন ধরে হাটতে চেয়েছিল... হায় রেললাইন ; হায় ট্রেন ; ছুটে চলা আজো হলনা শেষ নামহীন ঠিকানার খোজে ;;;
ভাল লাগা রেখে গেলাম।