![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
বিস্বাদের পরিত্যাক্ত বীজ ভেবে উপরে ফেলতে চেয়েছিলাম পুরনো ইতিহাস
বারবার অমাবস্যার রাতে জলজ পেঁচার ডাকে ঘুম ভেঙে হতাম হতাশ
গ্রাম্য শিশুর দলের মত সব খেলা ধুলোর জামায় শেষ হলেও
রাতের শেষ নিঃশ্বাসে এসে পাড়ি দিতে হত এক পাথর সময়।
জীবনকে ভিড়াতে চেয়েছি দুটি গোলাপ রাঙা ঠোঁটের কাছে নতজানু হয়ে
সময়কে পাড়ি দিব ভেবে পা বাড়িয়েছিলাম আপেক্ষিক বেঁচে থাকার পথে
অবিস্মৃত ইতিহাস খুঁড়ে খুঁড়ে রাত পারি দিতে গিয়ে হঠাৎ থমকে দাড়াই।
পেয়ে যাই বিস্বাদের পরিত্যাক্ত বীজতলায় এক নতুন অঙ্কুর
হয়ত বিশ্বাসের টবে আবার ফুটবে আরেকটি গোলাপ প্রহর।
২| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬
মোস্তফা সোহেল বলেছেন: বাহ চমৎকার কবিতা
৩| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৪
বিজন রয় বলেছেন: এক বছর তো হলো।
এবার নতুন পোস্ট দিন।
৪| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮
বিজন রয় বলেছেন: সুন্দর।