নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্যু

স্যু

জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।

স্যু › বিস্তারিত পোস্টঃ

শিল্পের মানুষ

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৫

সোহরাওয়ার্দি উদ্যানে একদল যুবক হাঁটে
রাতের শেষ অন্ধকারে ছোড়ে নক্ষত্রের মতন সিগারেটের ধোঁয়া
একজন মন্তব্যকষে; ব্রাইট কলার! যেন গোয়ার্নিকা দৃশ্যপটে।
আরেকজন বলে দৃশ্যপটে তোমার গোয়ার্নিকা ক্ষুধার্ত
মধ্যরাতে সে রাসকোলনিকভ হতে চায়; দস্তয়ভস্কির পেটে ছুরি ধরতে
কার্পণ্য করেনা তৃতীয় জন। যা আছে সব দে, শালা
না হয় বাড়িতে পাঠিয়ে দিব একলা।
চতুর্থ জন বলে গাঞ্জা টানতে হবে জানিস; আমার কবিতার উত্তম খাবার
ওই যে পাগলী দেখেছিস সেও খাবার চায়
ডাস্টবিনের ঠোঙায় খুঁজে বেড়ায় পাগলীর প্রাণ- উপরতলার উচ্ছিষ্ট।

পাগলীরে কি দেখিস; ওখানে ছেড়া জামার ফাঁকে ঝুলেপড়ে ঝলসানো বুকের অবশিষ্ট
দেখে মুখ ফিরিয়েনিস কেন; রকেট যৌনতা নেই বলে শিল্পীর হাত নুয়ে পড়বে ?
হঠাৎ যুবকদল আমার কাছে রক্ত চায়; এককাপ রক্ত। ক্যানভাসের তুলিতে
উঠে আসবে আমার রক্তের ভেজা ছাপ; কারণ আমি নাকি শোষক সমাজের শ্রেষ্ঠ
প্রতিনিধি। অতঃপর পাগলী এসে নিক্ষেপ করে উপরতলার উচ্ছিষ্ট;
রক্ষা করে আমায়। যুবকেরা যে যার পথে চলে যায়।

পাগলী হাসে; হাসতে হাসতে চলে যায়। আর বলে-
দিনের মানুষ রাতে কুকুর; রাতের মানুষ দিনে কুকুর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৬

নাঈম মুছা বলেছেন: দিনের মানুষ রাতে কুকুর; রাতের মানুষ দিনে কুকুর। হৃদয় ছুঁয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.