নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

উচ্চ শিক্ষার্থে কানাডা: ১ম পর্ব (যে তথ্য গুলো প্রথমেই আপনার জানা দরকার)

০৯ ই জুলাই, ২০১২ ভোর ৬:৩৫



তরুন প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে খুব কম সংখ্যকই পাওয়া যাবে, যারা বিদেশ হতে একটা ডিগ্রী নেবার স্বপ্ন জীবনের কোননা কোন পর্যায়ে দেখে থাকেন নাই। অনেকেরই সেই সামর্থ আছে কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে তা বাস্তবায়নকারীর সংখ্যাটা খুব বেশি না। আমি আমার ব্যাক্তিগত ও আমার সহপাঠি বন্ধুদের কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর অবিজ্ঞতার আলোকে কিছুটা আলোচনার চেষ্টা করব। যদি আমার লেখায় কোন ভুল ত্রুটি পেয়ে থাকেন তবে সুধরিয়ে দিলে আমি পোষ্টে যোগ করে দেব।

****************************************************************
উৎসর্গ

"উচ্চ শিক্ষার্থে কানাডা" সিরিজটি লিখার জন্য যাকে দেখে অনুপ্রানিত হয়েছি তিনি হলেন ঘরের খয়ে বনের মোষ তাড়ানো বাংলা ব্লগ কমিউনিটির অন্যতম জনপ্রিয় ব্লগার "রাগিব হাসান" ভাই এর ব্লগ পড়ে। রাগীব ভাইয়ের ব্লগ ঘুরলে মনে হয় কবি কামিনী রায়ের "সকলের তরে সকলে আমরা" কবিতাটিই উনার জীবনের মুল মন্ত্র। তাই এই সিরিজটি উৎসর্গ করতে চাই "রাগিব" ভাই কে।

সকলের তরে সকলে আমরা
------ কামিনী রায়
"পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।
পরের কারণে মরণেও সুখ,
‘সুখ-সুখ’ করি কেঁদো না আর;
যতই কাঁদিবে যতই ভাবিবে,
ততই বাড়িবে হৃদয়-ভার।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।"

===============================================
পোষ্টের আকার ও বিষয়ের সাথে সংগতী রেখে সম্পূর্ন বিষয়টিকে আমি ৬ টি পর্বে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
==============================================

উচ্চ শিক্ষার্থে কানাডা: ১ম পর্ব (যে তথ্য সমূহ প্রথমেই আপনার জানা দরকার)

উচ্চ শিক্ষার্থে কানাডা: ২য় পর্ব (কোন ধরনের যোগ্যতা থাকলে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য বিবেচিত হবেন)

উচ্চ শিক্ষার্থে কানাডা: ৩য় পর্ব (শুরুটা কিভাবে ও কখন করবেন???)

উচ্চ শিক্ষার্থে কানাডা: চতুর্থ পর্ব প্রথম অংশ (যেভাবে কনভিন্স করবেন একজন সম্ভাব্য সুপারভাইজার)

উচ্চ শিক্ষার্থে কানাডা: ৫ ম পর্ব (কখন ভর্তীর জন্য দরখাস্ত করবেন)

উচ্চ শিক্ষার্থে কানাডা: ৬ ষ্ঠ পর্ব (জীবন-যাত্রার মান ও খরচ কেমন)
===============================================

ছবি কৃতজ্ঞতা: গুগল মামা
===========================================
কানাডিয়ান বিশ্ববিদ্যালয়: সাধারন তথ্যসমুহ
===========================================
প্রথমেই বলে রাখা ভাল যে, কানাডাতে প্রায় সকল বিশ্ববিদ্যালয় সরকারি। লেখা-পড়ার মান সমান হলেও বিশ্ববিদ্যালয় ভেদে বিষগুলোর জনপ্রিয়তাও ভিন্ন। যদিও সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের মত এগুলোতে মাসিক ৩০-৫০ টাকা বেতন বা ২০০০~৩০০০ টাকা সেমিষ্টার ফি দিয়ে পড়া-লেখা করা যায় না। বিশ্ববিদ্যালয়গুলোর বেতন কম-বেশি হয় মূলত সেটা কোন প্রভিন্সে অবস্হিত তার উপর নির্ভর করে। অন্টেরিও প্রভিন্সে অবস্হিত বিশ্ববিদ্যালয়গুলোর বেতন সবচেয়ে বেশি আর আলবার্তা/ব্রিটিশ কলম্বিয়া/ ছাচ্‌কাচোয়ান প্রভিন্সে সবচেয়ে কম। বেতন পার্থক্যটা কেমন সেটা আমার (অন্টেরিও প্রভিন্সে অবস্হিত) ও আলবার্তা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধুর তুলনা করলেই জানতে পারবেন। আমি বাৎসরিক টিউশন ফিস দেই ১৯,০০০ কানাডিয়ান ডলার ( ৬৫০০/সেমিষ্টার) আর আলবার্তা পড়ুয়া বন্ধু দেয় ৮,০০০ কানাডিয়ান ডলার ( ~৩০০০/সেমিষ্টার)।



****************************************************************
সবচেয়ে কম খরচে কোন প্রভিন্সে পড়া যায়??:D:D:D
-------------------------------------------------------------------------
কানাডা প্রবাসি ব্লগার "বিডি আইডল" ভাই কে ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেবার জন্য যে সম্পূর্ন কানডার মধ্যে সবচেয়ে কম টিউশ ফিস হচ্ছে নিউফাউন্ডল্যেন্ডের মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ে। টিউশ ফিসটা সত্যই মনে করিয়ে দেবার মত। Program Fee per Semester $887 (PhD Study), $700~1,000 (MS)। মেমরিয়াল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গ্রাজুয়েট টিউশন ফিস সম্বন্ধে যা লিখা আছে: Graduate tuition at Memorial University is among the lowest in Canada

মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের পরেই আপনি কম খরচে যে বিশ্ববিদ্যালয়টিতে পড়তে পারবেন সেটি হল ঠান্ডার স্বর্গরাজ্য খ্যাত Saskatchewan প্রভিন্সের University of Saskatchewan এ। এই বিশ্বিদ্যালের টিউশন ফিস হল প্রতি সেমিষ্টারে $১৭২৩ কানাডিয়ান ডলার, অর্থাৎ, বাৎসরিক $৫১৭০ ডলার। বিস্তারিত এখানে Tuition 2012-2013

কানাডার বিভিন্ন প্রভিন্সের বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফিস এর তুলনামুলক তথ্য এই সইটে পাওয়া যাবে University tuition fees
****************************************************************
বিশ্ববিদ্যালগুলোর শ্রেনীবিন্যাস
-------------------------------------------------------------------------
কানাডার বিশ্ববিদ্যালগুলোকে মূলত ৩ ভাগে ভাগ করা হয় গবেষনার উপর ভিত্তি করে। অর্থাৎ, যে বিশ্ববিদ্যালয়ে যত বেশি গবেষনা হয় সে বিশ্ববিদ্যালয়ের রেন্কিং তত উপরে। এই গবেষনা বলতে শুধু শিক্ষকদের গবেষনাকেই বোঝায় না বরং স্নাতোকোত্ত শিক্ষার্থীদের গবেষনাকেও বুঝানো হয়। তাইতো কানাডার বিশ্ববিদ্যালয় গুলোকে স্নাতোকোত্তর শ্রেনীর শিক্ষার্থীদের সংখ্যার উপর ভিত্তি করে ছোট, মধ্যম ও বড় শ্রেনীতে ভাগ করা হয়। বিশ্ববিদ্যালয় গুলো ক্রম গুলো নিম্নে দেওয়া হল। এখানে বড় বিশ্ববিদ্যালয়গুলোর ক্রম তাদের মানের উপর দেওয়া হলেও মধ্যম সারির বিশ্ববিদ্যালয় গুলোর ক্রম তাদের নামের পার্শ্বের সংখ্যা দ্বারা নির্দেশিত নয়।

===========================================
বড় ৬ টি বিশ্ববিদ্যালয়
===========================================
১) University of Toronto
২) Mcgill University
৩) University of British Columbia
৪) Mcmaster University
৫) University of Alberta
৬) University of Waterloo
****************************************************************
মধ্যম সারির বিশ্ববিদ্যালয়
===========================================
৭) Ottawa University
৮) University of Western Ontario
৯) York University
১০) University of Montreal
১১) Dalhousie University
১২) Carleton University
১৩) Queens University
১৪) Simon Fraser University
১৫) University of Manitoba
১৬) University of Victoria
১৭) Memorial University
১৮) University of Saskatchewan


কানাডার বিশ্ববিদ্যালয় গুলোর র‌্যান্কিং প্রকাশ করে Maclean's ranking 2011 Maclean's পত্রিকা। উপরোক্ত লিন্কে গিয়ে আপনিও দেখে নিতে পারেন আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়টির র‌্যান্কিং ।
===========================================
;);););););) কানাডিয়ান আবহাওয়া :((:((:((:((:((
===========================================

কানাডায় উচ্চ শিক্ষার্থে বিশ্ববিদ্যালয় নির্বাচনের সময় আপনাকে শুধু বিশ্ববিদ্যালয়ের মানের দিকে লক্ষ রাখলেই হবে না সেই সাথে আপনাকে লক্ষ রাখতে হবে কুক্ষাত কানাডিয়ান আবহাওয়ার উপরও। বিশ্ববিদ্যালয়ের অবস্হান যত উত্তরে হবে সেখানকার আবহাওয়া হবে ঠিক ততই কুক্ষাত।

ছবি মডেল: লেখক নিজেই;););)

ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের আবহাওয়া কানাডার মধ্যে সবচেয়ে ভাল। সেই সাথে একটা তথ্য জানিয়ে দেই যে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভ্যান্কুভার শহর হচ্ছে বসবাসের জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় শহর।
ওন্টারিওর আবহাওয়াও মোটা-মুটি ভাল। তবে এই ভালটা এই রকম যে জানুয়ারী মাসে ওন্টারিও প্রভিন্সের গড় তাপমাত্রা থাকে শুন্য ডিগ্রীর নিচে আরও ১০~২০ ডিগ্রি। কোন কোন সময় সেটা -২৫ ডিগ্রীতেও নামে। তবে এর পরে আসে Alberta ও Saskatchewan প্রভিন্সের বিশ্ববিদ্যালয়গুলো। জানুয়ারী মাসে এই দুই প্রভিন্সের গড় তাপমাত্রা থাকে -২৫~-৩০।

এর পরে আসে কানাডার সবচেয়ে কুক্ষাত দুই প্রভিন্স: Manitoba ও Newfoundland এর বিশ্ববিদ্যালয় গুলো। এই দুই জায়গার তাপমাত্রার কথা নাহয় নাই বললাম। সুতরাং আপনার স্বাস্হ্যের দিকে লক্ষ রেখে আপনার বিশ্বিদ্যালয়টি বেছে নিতে ভুলবেন না আশাঁকরি।

##############################################
কি পড়তে আসবেন PhD/MS (Course based)/MS (Thesis based) ???/:)/:)/:)
===========================================
প্রথমে ঠিক করুন কোন পর্যায়ে PhD/MS (Course based)/MS (Thesis based) পড়া-লেখা করতে আসতে চান। আপনাদের সুবিধার্থে বিভিন্ন পর্যায়ে পড়া-লেখার সুবিধা ও অসুবিধাগুলো সংক্ষিপ্ত ভাবে আলোচনা করলাম:
--------------------------------------
MS (Course based) :
--------------------------------------

প্রথমেই বলে নেই যে, কোর্স ভিত্তিক MS করতে হবে আপনার নিজের টাকায়। এই ধরনের MS করতে আপনি কোন আর্থিক সাহায্য-সহযোগিতা পাবেন না বিশ্ববিদ্যালয় থেকে। আর যদি ভেবে থাকেন যে পার্ট টাইম কাজ করে নিজের পড়া-লিখার খরচ যুগাবেন তবে সেটা আমার মতে আকাশ-কুসুম কল্পনা। সুতরাং বাবা-মায়ের অঢেল অর্থ না থাকলে এই পথে পা না বাড়ানোই শ্রেয়।
======================
MS (Thesis based)
=====================
এই ধরনের MS করতে আপনি প্রায় সব ধরনের আর্থিক সাহায্য-সহযোগিতা পেয়ে থাকবে বিশ্ববিদ্যালয় থেকে। আর্থিক সাহায্য-সহযোগিতাগুলো নিম্নরুপ:

১) Teaching Assistantship (TA)
২) Research Studentship (RS)
৩) International Master's Student Awards (IMSA) [২ বছর বা ৬ সেমিষ্টার]

=============================
PhD Study
=============================

এ পার্যায়ে অধ্যায়নের জন্য আপনি নিম্নক্তো আর্থিক সাহায্য-সহযোগিতা পাবেন বিশ্ববিদ্যালয় থেকে:

১) Teaching Assistantship (TA)
২) Research Studentship (RS)
৩) International Doctoral Student Awards (IDSA) [৪ বছর বা ১২ সেমিষ্টার]

আপনার প্রশ্ন হতে পারে যে বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত আর্থিক সাহায্য-সহযোগিতা টিউশন ফিস দিয়েও নিজের চলার জন্য পর্যাপ্ত কি না?

উত্তর: হ্যা, টিউশন ফি দেবার পরে যে টাকা আপনার হাতে থাকবে সেটা দিয়ে খুব ভালভাবে এক জনের চলে যাবে। বিশ্ববিদ্যালয় ভেদে টাকার পরিমানটা হলো ওন্টেরিও প্রভিন্সে ১০০০ থেকে ১৫০০ কানাডিয়ান ডলার প্রতিমাসে। PhD ছাত্ররা MS (Thesis based) ছাত্রদের তুলনায় ২০০~৩০০ ডলার বেশি পেয়ে থাকেন প্রতিমাসে। এই টাকা দিয়ে প্রতিমাসের থাকা-খাওয়ার খরচ চালাতে হবে যেটা আমি উচ্চ শিক্ষার্থে কানাডা: ৬ ষ্ঠ পর্ব (জীবন-যাত্রার মান ও খরচ কেমন) পোষ্টে বিস্তারিত আলোচনা করব।

তবে এখানে বলে রাখা ভাল যে, যদি আপনি বিশ্ববিদ্যালয়ের বাহিরের কোন স্কলারশিপ পান যেমন: Ontario Graduate Scholarship

তবে সেক্ষেত্রে টিউশন ফিস দেবার পরে আপনার হাতে থাকা টাকার পরিমানটা বেড়ে যাবে কিছুটা।
==========================================
কানাডায় উচ্চ শিক্ষা নিয়ে ফেসবুক ভিত্তিক একটা পেজ আছে যার নাম Prospective Bangladeshi Students in Canadian Universities
এই গ্রুপটিকে আপনারা কানাডায় উচ্চ শিক্ষা বিষয়ক বিশ্বকোষ বলতে পারেন। সেখানে কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আমি নিজেও সেখানে সক্রিয় আছি।
===========================================

মন্তব্য ৯৭ টি রেটিং +৪৪/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ৭:০১

মরু বালক বলেছেন: ।
নিরাশিত হলাম

০৯ ই জুলাই, ২০১২ সকাল ৭:০৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কেন ভাইডি?? আপনার নিরাশিত হইবার কারনটি যদি বলিয়া যাইতেন তবে অধমে আশান্বিত হইবার ব্যাবস্হা করিবেক =p~ =p~ =p~

২| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ৭:৩০

ইসমইল বিন ইলিয়াছ বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

০৯ ই জুলাই, ২০১২ সকাল ৭:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইজান কি ভুই পাইছেন 8-| 8-| 8-|

৩| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ৭:৪০

বিডি আইডল বলেছেন: কানাডার গ্র্যাজুয়েট এবং পোষ্ট-গ্র্যাডে সবচেয়ে কম টিউশন ফি নিউফ্যাউন্ডল্যান্ডের মেমরিয়াল ইউনিভার্সিটির....প্রচুর সংখ্যক ফরেন স্টুডেন্ট সেখানে পড়তে আসছে ইদানিং এ কারণে..

০৯ ই জুলাই, ২০১২ সকাল ৮:০৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বিডি আইডল ভাই আপনাকে ধন্যবাদ এই তথ্যটির জন্য। আপনার তথ্যটি পোষ্টে সংযোজন করে দিলাম।

৪| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ৮:০৮

বদনাচোর বলেছেন: মাস্টার্সের পড়ার জন্য কোন স্কলারশিপ পাওয়া যায় কিনা ? গেলে অনার্সের রেজাল্ট কি রকম হওয়া জরুরী ? আমি পলিটিকাল সাইন্স বা আন্তর্জাতিক সম্পর্কে পড়তে ইচ্ছুক এ ক্ষেত্রে স্কলারশিপ ছাড়া খরচ কি রকম হবে ? জানালে উপকৃত হব

০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার প্রশ্ন গুলো চোখ এড়িয়ে গিয়েছিল কোন কারনে। দুঃখিত পরে উত্তর দেবার জন্য।


মাস্টার্সের পড়ার জন্য কোন স্কলারশিপ পাওয়া যায় কিনা ?

আপনার প্রশ্নের উত্তর পোষ্টের ভিতরেই দেওয়া আছে।

MS (Thesis based)
=====================
এই ধরনের MS করতে আপনি প্রায় সব ধরনের আর্থিক সাহায্য-সহযোগিতা পেয়ে থাকবে বিশ্ববিদ্যালয় থেকে। আর্থিক সাহায্য-সহযোগিতাগুলো নিম্নরুপ:

১) Teaching Assistantship (TA)
২) Research Studentship (RS)
৩) International Master's Student Awards (IMSA) [২ বছর বা ৬ সেমিষ্টার]

অনার্সের রেজাল্ট কি রকম হওয়া জরুরী ? ও স্কলারশিপ ছাড়া খরচ কি রকম হবে ?

উপরোক্ত প্রশ্ন গুলোর উত্তর দিবে ২য় পর্বে। আশাঁকরি সাথেই থাকবেন।

৫| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ৮:২২

বিডি আইডল বলেছেন: টিউশন ফি এর ব্যাপারে নীচের লিংকে বিস্তারিত তথ্য আছে (পেজের নীচে)

Click This Link

০৯ ই জুলাই, ২০১২ সকাল ৮:২৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বিডি আইডল ভাই, আপনার লিন্কগুলো আমার পোষ্টটিকে অলংকৃত করল ব্যাপক ভাবে।

সবগুলো লিন্ক পোষ্টে যোগ করে দিলাম। আবারও আপনাকে ধন্যবাদ।

৬| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ৮:২৩

বিডি আইডল বলেছেন: আর রেংকিং এর ব্যাপারে কানাডাতে সর্বাধিক জনপ্রিয় macleans এর সাম্প্রতিক তথ্য পাওয়া যাবে নীচে

Click This Link

০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: পোষ্টে যোগ করে দিলাম।

৭| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ৮:২৫

বিডি আইডল বলেছেন: বাংলাদেশের ছাত্রদের জন্য আমি সাজেশন দিবো মধ্যম সারির এবং নীচের দিকের রেংকিং বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করতে....রেংকিং এর জন্য যেসব ক্রাইটেরিয়া ব্যবহার করা হয়...এর অনেকগুলোই আমাদের কাছে অপ্রয়োজনীয়...ওই ধরণের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে

০৯ ই জুলাই, ২০১২ সকাল ৮:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার সথে আমি পুরোপুরি একমত। বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের গ্রাজুয়েট কোর্সে ভর্তীর জন্য বিশ্ববিদ্যালয় বাছাই যে বিরাট একটা ফ্যাকটর সেটা আমি "উচ্চ শিক্ষার্থে কানাডা: ২য় পর্ব (কোন ধরনের যোগ্যতা থাকলে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য বিবেচিত হবেন)" আলোচনা করব। কিভাবে সাধারন GPA নিয়েও কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তী হওয়া যায়।

আশাঁকরি ঐ পোষ্টেও আপনার মতামত পাব।

৮| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ৯:০৯

সনেট০০৭ বলেছেন: ছবি মডেল: ;););)

০৯ ই জুলাই, ২০১২ সকাল ৯:১৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: :#) :-< :-<

৯| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ৯:২৩

সাঈফ শেরিফ বলেছেন: বিডি আইডল কী ভেবে মধ্যম এবং নিম্ন সারির বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে বললো, বোধগম্য হলনা। যদি কোন রকম একটা মাস্টার্স ডিগ্রি বাগিয়ে নিয়ে ক্যানাডার সিটিজেন হওয়ার ধান্ধা করা যায়, তবে এমন বুদ্ধি যুৎসই।

@লেখক

ভ্যানকুভারের তাপমাত্রা কখনও - ৫ সে. নিচে গিয়েছে বলে দেখিনি। ওটা স্বর্গ। ভাল আবহাওয়া চাইলে ভিক্টোরিয়া, সাইমন ফ্র্যাসিয়ারের এলাকাগুলো ভাল। আর যে ফান্ডিং এর হিসাব কিতাব দিলেন, সেখান থেকে যে টিউশন ফি কেটে রাখা হয়, তা বলে নেয়া ভাল ছিল। ক্যানাডার সিটিজেন, গ্রিন কার্ডধারী হলে গরু গাধারাও বিশাল অঙ্কের বৃত্তি পায়, কিন্তু বিদেশি পি এইচ ডি ছাত্রদের নুন আনতে পানতা ফুরায় দশা (ঐযে বললেন মাত্র ২০০-৩০০ ডলার বেশি দেয়)।

০৯ ই জুলাই, ২০১২ সকাল ৯:৫০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সাইফ ভাই,

"বিডি আইডল" ভাইয়ের মন্তব্য বিষয়ে আমি একমত এই কারনে যে খুব কম সংখ্যাক বাংলাদেশি ছাত্র-ছাত্রীরই GPA 3.75 এর উপরে থাকে Undergraduate এ। আর আমার লিস্টের বড় ৬ টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু GPA 3.75 ছাড়া চান্স পাওয়া প্রায় অসম্ভব।

সেই ক্ষেত্রে "বিডি আইডল" ভাইয়ের মন্তব্য কিন্তু সমর্থন যোগ্য। আমি যে বিশ্ববিদ্যালয়টিতে পড়ি সেখানকার প্রায় ৯০% বাংলাদেশী ছাত্র-ছাত্রীই প্রথমে মধ্যম সারির কোন বিশ্ববিদ্যালয় হতে MS ডিগ্রী নিয়ে পরে আমার বিশ্ববিদ্যালয়ে PhD শুরু করেছে।


"ভ্যানকুভারের তাপমাত্রা কখনও - ৫ সে. নিচে গিয়েছে বলে দেখিনি। ওটা স্বর্গ। ভাল আবহাওয়া চাইলে ভিক্টোরিয়া, সাইমন ফ্র্যাসিয়ারের এলাকাগুলো ভাল।"

আপনাকে ধন্যবাদ আমার ভুলটি ধরিয়ে দেবার জন্য।

"যে ফান্ডিং এর হিসাব কিতাব দিলেন, সেখান থেকে যে টিউশন ফি কেটে রাখা হয়, তা বলে নেয়া ভাল ছিল"

আমি কিন্তু ফান্ডিং এর কোন হিসাব এই পোষ্টে দেই নাই। শুধু একটা সাধারন হিসাব দিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের সব ফিস দেবার পরে একজনের কাছে বিশ্ববিদ্যালয় ভেদে প্রতিমাসে ১০০০-১৫০০ কনাডিয়ান ডলার থাকবে। এই টাকা দিয়ে প্রতিমাসের থাকা-খাওয়ার খরচ চালাতে হবে যেটা আমি উচ্চ শিক্ষার্থে কানাডা: ৬ ষ্ঠ পর্ব (জীবন-যাত্রার মান ও খরচ কেমন) পোষ্টে আলোচনা করব।

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১০| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ৯:৩৫

লক্ষ্যহীন বলেছেন: পলাশ ভাই, কোন ইনিভার্সিটিতে আছেন ?? সাচকাচুয়ান এর অফার আছে কিন্তু যেতে চাই বৃটিশ কলাম্বিয়া। অখানে ফুল স্কলারশিপ পেতে গেলে কেমন যোগ্যতা থাকতে হবে ? জানা থাকলে জানাবেন প্লিজ। ধন্যবাদ তথ্যবহুল পোষ্টের জন্য।

০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি আছি উপরোক্ত লিষ্টের ৬ নম্বরটিতে।

ফুল স্কলারশিপ পেতে গেলে কেমন যোগ্যতা থাকতে হবে ?


কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর যোগ্যতা ও ফুল স্কলারশিপ পাওয়ার জন্য কোন ধরনের GPA লাগে সেটা নিয়ে
"উচ্চ শিক্ষার্থে কানাডা: ২য় পর্ব (কোন ধরনের যোগ্যতা থাকলে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য বিবেচিত হবেন)" বিস্তারিত আলোচনা করব।

অনুগ্রহপুর্বক ২য় পর্বের জন্য অপেক্ষা করুন।

আপনাকে ধন্যবাদ।

১১| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ৯:৩৬

মোঃ মেজবাহুল হক বলেছেন: ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুবই উপকারি পোস্ট। আমার একটা জানার বিষয় আছে, সেটা হল, MS (Thesis based) করার ক্ষেত্রে
১) Teaching Assistantship (TA)
২) Research Studentship (RS)
৩) International Master's Student Awards (IMSA)

এই সুবিধা গুলো পাওয়ার উপায় কি? বা এই গুলো পেতে গেলে কি কি করতে হবে যদি একটু লিখতেন বড়ই ধন্য হতাম।

০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: জানাব মেজবাহুল হক, আপ মন্তব্যের উত্তরের জন্য ১০ নং মন্তব্যের উত্তর প্রযোজ্য আপাতত।


তবে আপনার সকল প্রশ্নের উত্তর ২ নং পর্বে দেব। সেই পর্যন্ত সাথে থাকবেন আশাঁকরি ।


আপনাকে ধন্যবাদ মন্তব্য করবার জন্য।

১২| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ৯:৪১

কে এম তানভীর আহম্মেদ বলেছেন: ভালো হচ্ছে, লিখতে থাকুন।

০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:৪৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ উৎসাহ দেবার জন্য। আপনার উৎসাহ পরবর্তী পর্বগুলো লিখতে আমাকে শক্তি যোগাবে।

১৩| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৫

বিডি আইডল বলেছেন: সাঈফ শেরিফ আপনি এই পোষ্ট এবং কমেন্ট বুঝতে পারেন নি...বুঝতে পারবেন সেই সম্ভবনাও ক্ষীণ

০৯ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বিডি আইডল ভাই,

আমি উনার সবকটি প্রশ্নের উত্তর দিয়েছি পয়েন্ট টু পয়েন্ট। আশাঁকরি এবার উনি বুঝতে পারবেন কেন আপনি ও আমি মধ্যম সারির বিশ্ববিদ্যালয় গুলোর কথা বলেছি।

১৪| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৩

Arefin বলেছেন: আপনারা এত কষ্ট কি করে করেন??? আসলেই আপনারা ঘরের খয়ে বনের মোষ তাড়ানো টাইপের পাবলিক...আপনারা আছেন বলেই এখনো আমরা খেয়ে পরে বেচে আছি, চালিয়ে যান...অনেক অনেক ধন্যবাদ...

দেশের সরকারটা যদি আপনাদের এই গুনের ১% ও পেত, তাহলে আমাদের আর কানাডাতে পড়তে যেতে হতনা...বড়ই আফসুস...ভালো থাকবেন...

০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আরেফিন ভাই,

আপনাদের মত মানুষের খোলা মনের মন্তব্য আমাদের কর্মস্পৃহা দ্বিগুন বাড়িয়ে দেয়।কবি কামিনী রায়ের কবিতাই হয়ে উঠুক আমাদের চলার পথের মুল মন্ত্র।

"সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে"

১৫| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২৫

পিচ্চি হুজুর বলেছেন: ্তবে কে কী বলবেন আমার কাছে কানাডা রে মনে হইছে ওরা হাতের পাচ আঙ্গুল সমান চায়ঃ হাই সি জি পি এ (অনেক ইউনি ত টপার ছাড়া নেয়ই না), হাই আই ই এল টি এস/ টোফেল স্কোর, অনেক ইউনিতে এখন আবার জি আর ই ও চায়, তারপর আবার পেপার এর চেয়ে ইউ এস এ কে আমার বেশী ভাল লাগছে । । অন্তত হাতের পাচ আঙ্গুল সমান চায় না।

০৯ ই জুলাই, ২০১২ রাত ১০:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দেখুন, গ্রাম-বাংলায় একটা কথা আছে "পেটে খেলে নাকি পিঠে সয়"

আমি উপরেই লিখেছি যে, কানাডার প্রায় সকল বিশ্ববিদ্যালয় সরকারি। এখানে শিক্ষা নিয়ে আমেরিকা/ইংল্যান্ড বা অষ্ট্রেলিয়ার মত ব্যবসা করা হয় না।

আমেরিকায় যেখানে হাজারের উপর বিশ্ববিদ্যালয় আছে সেখানে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩০ এর উপরে না।

আমেরিকায় যেখানে গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের ফান্ডিং এর জন্য পুরোটাই Teaching Assistantship (TA) এর উপর নির্ভর করতে হয় সেখানে কাডিয়ান বিশ্ববিদ্যালয়ে আপনি পাচ্ছেন:

১) Teaching Assistantship (TA)
২) Research Studentship (RS)
৩) International Doctoral Student Awards (IDSA) [৪ বছর বা ১২ সেমিষ্টার]

আর ২ বছরের ডিগ্রী শেষেই পাচ্ছেন কানাডায় অভিবাসি হবার সুবর্ন সুযোগ যেটা আমেরিকার ক্ষেত্রে ১০-১৫ বছর লেগে যায়।

সর্বপোরি কানাডিয়ান প্রায় সমাজতান্ত্রিক সরকারি সুযোগ সুবিধা । পরিশেষে পৃথিবীর সবচেয়ে উচ্চ শিক্ষিত (যে দেশের ৫২% মানুষ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারি) সমাজে বসবাসের সুযোগ।

এইবার বলেন, তাহলে কি কারনে এরা যোগ্যতা নিয়ে কম্পমাইজ করবে???

১৬| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২৬

বস শাকিল বলেছেন: ভালো লাগলো। পরবর্তি পর্ব গুলোর আশায় থাকলাম। আপনাকে অনুসারিত করলাম।

কানাডা কিন্তু নিয়ে যাইতেই হবে আমাকে =p~ =p~ =p~ =p~ =p~

০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই লন




আর আপনাকে তো লইয়া আইমুই আইমু ;) ;) ;)

১৭| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ২:০৮

এ আর সজল বলেছেন: I got offer from University of Sasketchwan and MEXT scholarship japan at Kyoto University for my PhD studies. Which is one the best options for study?

০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার প্রশ্নের উত্তরটি আমি একটু সময় নিয়ে দিতে চাই। আশাঁকরি ১/২ দিনের মধ্যেই পেয়ে যাবেন।

সেই সময় পর্যন্ত সাথে থাকবেন আশাঁকরি।

১৮| ০৯ ই জুলাই, ২০১২ বিকাল ৩:০৩

লুসিফার ৯ বলেছেন: আন্ডার গ্র্যাজুয়েট এর কথা বলেন্নাই যে ?? এই পর্যায়ে খরচ কি বেশি ???? স্কলারশিপ পাওয়া যায়না ????

০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইডি,

আন্ডার গ্র্যাজুয়েট এর কথা কি আর কমু???

এইডা মনে লয় বাংলাদেশি মন্ত্রী, এমপি ও মন্ত্রীর এ পি এস এর পোলা-মাইয়া ছাড়া অন্যগো আশাঁকরাই বৃথা।

আমার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করতে হলে প্রতি বছর (২ সেমিষ্টার মাত্র) টিউশন ফিস দিতে হয় $২৮,০০০ কানাডিয়ান ডলার। তাই এই বিষয় নিয়ে কিছু লিখি নাই।

স্কলারশিপ পাওয়া প্রায় আমাবস্যার রাতে চাঁদ দেখা পাওয়ার মতই। তারপরেও দেখি ২য় পর্বে কিছুটা আলোচান করতে চেষ্টা করব।

১৯| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১১

আশিকুর রহমান অমিত বলেছেন: সিজিপিএ ৩ এর নিচে হলে কি কানাডার কোন ভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা আছে?

০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "উচ্চ শিক্ষার্থে কানাডা: ২য় পর্ব (কোন ধরনের যোগ্যতা থাকলে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য বিবেচিত হবেন)"


আশাঁকরি ২য় পর্বেই আপনার প্রশ্নের উত্তর পাবেন। সেই সময় পর্যন্ত সাথে থাকুন।

ধন্যবাদ আপনাকে

২০| ০৯ ই জুলাই, ২০১২ রাত ৮:০৪

এ আর সজল বলেছেন: আমি গত ২০১০ সালে vvv ভিজিটিং স্কলার হিসাবে ইউনিভারসিটি অফ সাসকেচুয়ান গিয়েছিলাম ।

I think this university is the best interms of Tution free. But problem is the temperature........

Thank you for informative writting.

০৯ ই জুলাই, ২০১২ রাত ৯:১৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ আপনার উপরোক্ত তথ্যটি ডেবার জন্য। হ্যাঁ আমিও উপরে লিখেছি যে মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের পরেই কম খরচে লেখা-পড়া করা যায় ইউনিভারসিটি অফ সাসকেচুয়ান।

২১| ০৯ ই জুলাই, ২০১২ রাত ৮:১৩

মো কবির বলেছেন: আছি কিন্তু লগে সব না পইড়া যামু না কইলাম। ;)


পরের আসায় রইলাম বসে,
ভুলে ও ভাই যাব না ফিরে।

০৯ ই জুলাই, ২০১২ রাত ৯:১৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

২২| ০৯ ই জুলাই, ২০১২ রাত ৮:৩৭

মেঘলা মানুষ বলেছেন: ভাল সিরিজ শুরু করেছেন, শেষ করার পড় এটা একটা বিশাল রিসোর্স হবে সবার জন্য। আমি আমার পোস্টে আপনার লিংক যুক্ত করেছি, যাতে আরও ১ বা ২ জনের চোখে পড়ে আপনার লেখাটা

Click This Link

ভাল থাকুন, শুভেচ্ছা :)

০৯ ই জুলাই, ২০১২ রাত ৯:১৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ @মেঘলা মানুষ ভাই, আমার পোষ্টের লিন্কটি আপনার পোষ্টে দেবার জন্য।

আপনার কাজটিও অনেককে সহায্য করবে। তবে সময় করে সকলের প্রশ্নের উত্তর দেওয়াটা সবসময়ই সম্ভব হয়ে নাও উঠতে পারে। এ জন্যই আমি এমন একটা সিরিজ লিখা শুরু করছি যেখানে উচ্চ শিক্ষার্থে কানাডা আসতে চাইলে একজন কে কি কি তথ্য জানতে হবে ও কিভাবে এগোবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা লিপিবদ্ধ করবার ইচ্ছা রাখি।

পরিশেষে আবারও আপনাকে ধন্যবাদ আমার পোষ্টে মন্তব্য করবার জন্য। সেই সাথে আমার পোষ্টের পাঠক সকলকে @মেঘলা মানুষ ভাই এর পোষ্ট আপনার কি কোন প্রশ্ন আছে, বিদেশে লেখাপড়ার বিষয়ে? ও পড়ার নেমন্তন্য ।

২৩| ০৯ ই জুলাই, ২০১২ রাত ৮:৪১

সাঈফ শেরিফ বলেছেন: ৩.৭৫ এর নিচে হলে ভাল ভার্সিটিতে আবেদন করবোনা, এটা মনে হয় ভাল বুদ্ধি না। ক্যানাডার ফান্ডি এর উৎস ২ টা, ১. সরকার (যেটা গ্রিন কার্ডধারী বা সিটিজেনদের জন্যই মূলত), ২. অধ্যাপকের গবেষণা তহবিল।

কাজেই ক্যানাডাতে ফান্ড বাগানোর জন্য অধ্যাপকের সাথে আগাম যোগাযোগ করাটা অত্যন্ত জরুরি এবং প্রায় অপরিহার্য। এই নিয়মটা অবশ্য আমেরিকার জন্য খাটেনা, আমেরিকাতে সবাই চোখ বন্ধ করে ১০-১৫ টা ভার্সিটিতে আবেদন করে। ক্যানাডাতে অধ্যাপকের সাথে যোগাযোগ না করে এটা করা প্রায়ই অর্থের অপচয়।

ম্যাকগিলের ঝামেলা হল ফরাসি ভাষা এবং ফরাসি/কুইবেক কেন্দ্রীক নিয়মকানুন এর দৌরাত্ম্য। অধ্যাপক যে সময়ে ছাত্র খুজছে সে সময়ে যদি একটা মেইল দিতে পারে, তাহলে ঝোপ বুঝে কোপ মারার মত অবস্থা হয়।

ই-মেইল দিতে টাকা লাগেনা, কিন্তু সংক্ষেপে, পর্যাপ্ত তথ্য এবং মেইলের আকর্ষণীয় শিরোনাম দিয়ে, অধ্যাপকদের মুগ্ধ করা যেতে পারে। এভাবে আমি ৩.৫ নিয়েও আপনার দেয়া ভাল বিশ্ববিদ্যালয় গুলোতে বৃত্তি পেতে দেখেছি। বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত ফান্ড দেয়, যেটা ছোট গুলোতে দিবেনা। তথন বউকে হোটেল, রেস্তোরাতে কাজ করিয়ে দিনাতিপাত করতে হবে। আজকাল বাঙালি মেয়েদের যে দশা, সেই দাসী গিরি কেউ করতে চাইবে বলে মনে হয়না।

২৭ শে জুলাই, ২০১২ সকাল ৭:৪৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: @ সাঈফ শেরিফ ভাই আপনার সবগুলো পয়েন্টের সাথে একমত শুধু একদম শেষেরটা ছাড়া।

এখানকার প্রায় সব আন্ডারগ্রাজুয়েট পোলা-মাইয়া পার্ট টাইম চাকুরি করে থাকে গ্রোসারি ষ্টোর, বার বা রেস্তোরায়। সুতরাং সেখানে কাজ করাটা কোন ভাবেই অসম্মানের কিছু না।

তবে আপনার "আজকাল বাঙালি মেয়েদের যে দশা, সেই দাসী গিরি কেউ করতে চাইবে বলে মনে হয়না।" সাথে আমি একমত।

আর একটা কথা, আমি কম জিপিএ পাওয়া পোলা-পানকে উপরোক্ত প্রথম ৬ টি বিশ্ববিদ্যালয়ে নিরুৎসাহিত করেছি কারন ঐ যোগ্যতায় স্বাভাবিক ভাবে তাদের সেখানে চান্স পাওয়ার সম্ভবনা খুবই কম তবে অসম্ভব না । তাই উপরোক্ত গুলোতে ট্রাই করে সময় ও টাকা-পয়সা খরচ না করাটাই বুদ্ধিমানের কাজ নায় কি??

২৪| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১০:২১

সপ্নভূক বলেছেন: কোন রকমে বিএ এম এ, এম বি এ করে যদি পড়তে চাই শে বাসনা সফল হবার সম্ভাবনা কতটুকু? ও আর একখান জিজ্ঞাসা আমার কিন্তু পয়সা নাই ওই খানের ইঙ্কামে/ফান্ডিং এর আশা কি আমার জন্য করা জায়েজ হবে? দিলে বড় শখ বিদেশ পড়তে যামু পারলে থাইকা যামু...। আমারে বুদ্ধি দেয়ার টাইম কি আপনার হবে ভাইজান?

২৭ শে জুলাই, ২০১২ ভোর ৬:৩৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইজান, দেরি কইরা উত্তর দিবার জন্য দুঃখিত।

প্রথম কথা হলো আমপনি যদি এমবিএ করতে চান এখানে তবে শে আশাঁয় আমি একটু পানি ঢেলে দিব। এখানে এমবিএ করতে সর্বনিম্ন ১ কোটি টাকা লাগে টিউশন ফিস এর জন্য বাংলাদেশি টাকায়। সুতরাং কানাডার নাগরিক না হলে ঐ পথে পা বাড়ানো সম্ভব হবে না আপনার।

২য় কথা হল এখান কার ইন্কাম দিয়ে নিজের টিউশন ফি দেওয়া সম্ভব না।

আপনার যদি কোন চাকুরীর অবিজ্ঞতা থেকে থাকে যাতে করে আপনি কানাডাতে ইমিগ্রেশন এর জন্য বিবেচিত হবেন তবে ঐ পথে আপনি পা বাড়াতে পারেন।

আশাঁকরি আপনার সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।

২৫| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১০:২৩

রুহু্ননবী বলেছেন: ভাই থিসীস ছাড়া কি কোন ভাবেই সম্ভব না ফান্দিং পাওয়া?

২৭ শে জুলাই, ২০১২ ভোর ৬:৪১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার প্রশ্নটি বুঝতে পারি নি। যদি আপনি মিন করে থাকেন যে আপনি কোর্স ভিত্তিক মাস্টার্স করবেন সে ক্ষেত্রে কোন স্কলারশিপ পাবেন কি না । উত্তরটা হলো না আপনি কোন টাকা-পয়সা পাবেন না।

২৬| ১০ ই জুলাই, ২০১২ রাত ১২:১১

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: "সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে"।

এই কবিতার পংক্তিগুলোকে আমার আগে মনে হত শুধু বইয়ের পাতায় বুঝি অক্ষরবন্দী। আমরা সৃষ্টির সেরা জীব'রা যা বলি তা করি না আর যা বলি তা করি না। কিন্তু আপনার প্রয়াস দেখে আমি সত্যি অভিভূত ও মুগ্ধ। আসলেই মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।

আমি বাংলা সাহিত্যে অনার্স, মাস্টার্স-এ প্রথম শ্রেণী নিয়ে পাশ করেছি। কানাডাতে ল্যাঙ্গুয়েস্টিকস, ফোকলোর, কমপারেটিভ লিটারেচার বা ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ ইত্যাদি বিষয়ে কোন ইউনিভার্সিটিতে পিএইচডি করার বা এম এ করার সুযোগ আছে কী? অথবা আপনার অন্য কোন পরামর্শ? জানালে খুব খুশি হব। আপনার প্রতি আমার আন্তরিক শুভাশীষ ও শ্রদ্ধা রইল। আমার মেইল আইডি- [email protected]/ [email protected]

২৭ শে জুলাই, ২০১২ ভোর ৬:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আরিফুল ভাই আপনার কম্পিলিমেন্ট এর জন্য ধন্যবাদ। আমি আমার অবিজ্ঞতা সুধু আপানাদের সাথে শেয়ার করতেছি। আপনার বিষয়টা যেহেতু বাংলা সাহিত্য তাই কোন কিছু না যেনে উত্তর দেওয়া টা আমার জন্য খুবই কঠিন। তবে আমি চেষ্টা করব আপনাকে কোন সাহায্য করতে পারি কি না।

২৭| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩০

ৈহমনতী বলেছেন: অনেক ধইন্না আফনেরে।এইরকম একটা তথ্যবহুল লেখার প্রয়াস নেয়াতে, অনেকের সাথে আমারও অনেক সুবিধা হল ;) ;)
আমার বাপ কয়দিন আগে জানতে চাইছিলো খরচা পাতি কেমন সেইটা,শুইনা তার মুখের যেই দশা হইছে সেইটা আর নাইবা বললাম।বেচারার জন্য আমারই মায়া লাগতাছিলো :( :(( :-/ /:)

২৭ শে জুলাই, ২০১২ ভোর ৬:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আর এ আপনি টাকা পয়সা দিয়া কানাডাতে পড়তে আসবেন কেন??? বরং কানাডা সরকার আপনাকে টাকা পয়সা দিয়ে কইব হৈমনতী আপামনি আমাদের জন্য কিছু গো+এষনা কইরা দিয়া যান। আপনাকে আমরা টাকা-পয়সা খারাপ দিমু না =p~ =p~ :>

২৮| ১০ ই জুলাই, ২০১২ রাত ১১:৫১

অনুপম রায় (বাবু) বলেছেন: I want to study in Mobile Communications and/or Communication Engineering...related subject. I have cgpa: 3.27 in BSc and in MS 3.67
I have couple of publications in my desired area. It is very difficult matter for finding the university and professor.

Need suggestion, helps, tips, references to find professor and universities.

২৭ শে জুলাই, ২০১২ ভোর ৬:৫০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি আমার সবগুলো পোষ্ট অনুসরন করেন আপনার সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশাঁকরি। ২য় পর্বেই আপনার অনেক প্রশ্নের উত্তর দিয়েছি।


২৭ শে জুলাই, ২০১২ ভোর ৬:৫০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি আমার সবগুলো পোষ্ট অনুসরন করেন আপনার সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশাঁকরি। ২য় পর্বেই আপনার অনেক প্রশ্নের উত্তর দিয়েছি।

২৯| ১১ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৯

মো কবির বলেছেন: @সাঈফ শেরিফ,কিন্তু আমি প্রফেসরের ইমেইল পাব , আমি জানবই বা কিভাবে যে ওনি একজন ছাত্র খুছজেন কিংবা তিনি এই বিষয়ে থিসিস করাবেন।

২৭ শে জুলাই, ২০১২ ভোর ৬:৫৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কবির ভাই, আপনার উপরোক্ত প্রশ্ন গুলোর উত্তর গুলো আপনি পাবেন আমার "উচ্চ শিক্ষার্থে কানাডা: ৪ র্থ পর্ব (ভাল বীজে ভাল ফসল: যেভাবে কনভিন্স করবেন একজন Made in Hervard Professor)"


আপনার প্রশ্ন গুলোর উত্তর অনেক দীর্ঘ হবে তাই এই পোষ্টে লিখলাম না। আশাঁকরি সাথেই থাকবেন ৪র্থ পর্ব পর্যন্ত।

৩০| ১২ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমার ব্যাক্তিগত কাজে একটু ব্যস্ত আছি তাই উপরে কয়েকজনের প্রশ্নের উত্তর দিতে একটু দেরি হচ্ছে। আশাঁকরি ২/১ দিনের মধ্যেই উত্তর পেয়ে যাবেন।

আশাঁকরি আপনারা আমাকে ভুল বুঝবেন না।

৩১| ১২ ই জুলাই, ২০১২ বিকাল ৫:১৮

জীবনকেসি বলেছেন: ভাই , সারাটা জীবন পস্তাচ্ছি শুধুমাত্র গাইডের অভাবে। বিবিএ এমবিএ করে সরকারি কলেজের লেকচারার। উচ্চ শিক্ষায় আশা আছে তবে সেই সমস্যা গাইড। নিজে ভয়ানক লাজুক (শুধুমাত্র নিজের ব্যাপারে) । আপনার গাইডলাইন হয়তো কাজে লাগাতে পারবো।

অনেক ধন্যবাদ।

২৭ শে জুলাই, ২০১২ ভোর ৬:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আশাঁকরি পুরো সিরিজটি অনুসরন করেলে আপনি উপকৃত হবেন।

৩২| ১৫ ই জুলাই, ২০১২ রাত ২:০০

জেনারেশন সুপারস্টার বলেছেন: প্রিয়তে নিলাম।কাজে লাগবে।

২৭ শে জুলাই, ২০১২ ভোর ৬:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ

৩৩| ১৬ ই জুলাই, ২০১২ রাত ২:২৯

শিশিরের দুঃখ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।প্রিয়তে নিলাম ।

২৭ শে জুলাই, ২০১২ ভোর ৬:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাল লাগার জন্য।

৩৪| ১৭ ই জুলাই, ২০১২ রাত ১২:০২

অবস্‌িকউর বলেছেন: wireless communication er jonno Memorial university kemon hobe???????????????????????

২৭ শে জুলাই, ২০১২ সকাল ৭:৩১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইডি, ডিপার্টমেন্ট নির্দিষ্ট করে উত্তর দেওয়াটা আমার জন্য একটু কষ্টকর হবে। আমি এখানে সাধারন নিয়ম কানুন, সুবিধা-অসুবিধা এগুলো নিয়ে আলোচনা করব।

আশাঁকরি ভুল বুঝবেন না। আমি আপনার উল্লেখিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দিয়েছি উপরে সেখানে গিয়ে আপনি জেনে নিতে পারেবেন আপনার প্রশ্নের উত্তর।

৩৫| ১৮ ই জুলাই, ২০১২ রাত ৯:২৪

জেনারেশন সুপারস্টার বলেছেন: শুভ জন্মদিন

২৭ শে জুলাই, ২০১২ সকাল ৭:৩২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি দুঃখিত আপনার অভিন্দনটি অনেক পরে গ্রহন করবার জন্য।


আপনাকে অনেক ধন্যবাদ।

৩৬| ২৬ শে জুলাই, ২০১২ সকাল ১১:৩০

শ।মসীর বলেছেন: দোস্ত বউ পিএইচডি করবে চিন্তা করতেছে মার্কেটিং এ , আর আমি লেখাপড়ার দিকে আর নাই এটাও শিউর। বউ কি আমারে বসাইয়া খাওয়াইতে পারবে, অমন বৃত্তি কই পাওয়া যাইতে পারে !!!

২৭ শে জুলাই, ২০১২ সকাল ৭:৪১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বন্ধু, আমি ভর্তি হইয়া যদি আমার বউরে খাওয়াইতে পারি তবে ভাবি যদি এখানে পিএইচডিতে ভর্তী হতে পারে তবে তোকেও খাওয়াইতে পারব ইনশাআল্লাহ।

তবে এখানে এখটা কথা আছে, ভাবি যেহেতু এমবিএ করা মানুষ এবং উনি যদি সে পথেই যেতে চান তবে এখটু কষ্টকর হবে । কারন কানাডাতে ব্যাবসা প্রশাসনে পড়া-লেখা করাটা হাতি পোষার মত। ছোট একটা উদাহারন দেই, আমার বিশ্ববিদ্যালয়ের আশে-পাশে ৩ টা বিজ্‌নেজ স্কুল আছে। ঐ গুলোর মধ্যে সবচেয়ে কম খরচে যেটিতে পড়া যায় সেটার পরিমানটা হলো বাংলাদেশী টাকায় ১ কোটি ২৫ লাখ টাকা।

তবে উনি যদি অর্থনিতী জাতীয় কিছুতে পিএইচডি করতে চান তবে সেটা অসম্ভব হবে না। পুরো স্কোলারশিপ পাওয়া যাবে সেক্ষেত্রে।

৩৭| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:২৭

সামুরাই_০০৮ বলেছেন: ভাই Funding/Scholarship পাওয়ার উপায় কিৎ/ GMAT লাগবে নাকি?
একটু বিস্তারিত যদি বলতেন।

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি যদি MBA করতে চান তবে অবশ্যই GMAT লাগবে ।

এছাড়া অন্যান্য বিষয়ে মাস্টার্স ও পিএইচডি তে সবাই Funding/Scholarship পায়

৩৮| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:১০

আমি একজন যন্ত্রমানব বলেছেন: ভাই আমি আপ্নাকেই খুজতেছিলাম। কিন্তু এইটা যা লিখলেন তাতে মনে হচ্ছে পৈতৃক জীবনটা কানাডাতেই দিয়ে আসতে হবে। আমার ঠান্ডতে কিঞ্চিত প্রব্লেম আছে। তা কেমন শুনবেন-
ডিপ ফ্রিজে রাখা ঠান্ডা পানি বের করে সরাসরি খেলেই ঠান্ডা লেগে যায়। :(( :(( :((
এখন আমার কি হবে???? আমি ত কানাডাকে খুব ভালা পাই।

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: :(( :(( :((

৩৯| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:১৮

আমি একজন যন্ত্রমানব বলেছেন: ভাই আমার আন্ডারগ্রাড টেক্সটাইল এ। টপার সিজিপিএ 3.95 এবং ২ টা ইন্টাঃ কনফারেন্স প্লাস নিচুর দিকের ইন্টাঃ জার্নাল পেপার আছে।পাব্লিক ইউনি থেকে। টেক্সটাইল পড়ার জন্য Alberta and Manitoba বাদে আর কোনো ইউনি পায়নি। রিসার্স টপিক্সে আমার বিষয়ে Manitoba ভালো। কিন্তু আপনি বললেন এই প্রভিন্স নাকি আবহাওয়ার জন্য কুখ্যাত। আমিই মনে হয় একমাত্র ব্যক্তি যে আপনার পোস্ট পড়ে কষ্ট পাইলাম। :( :( :(

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১:০৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: শুনুন উপরের দিকে Textile engineering ও Mechanical engineering এর মধ্যে পার্থক্য খুবই কম। সুতরাং আপনি নির্দিধায় Mechanical engineering এ ভর্তীর জন্য চিন্তা করতে পারেন । এছাড়া আপনি যদি ভবিষ্যতে কানাডাতে থাকতে চান তবে Mechanical engineering পড়লে চাকুরি পেতে অনেক সুবিধা হবে।

আপনার যদি IELTS Score 7 থাকে তবে এখনি University of Waterloo তে প্রফেসর দেখা শুরু করে দিন। University of Waterloo কানাডাতে ১ নম্বর engineering বিশ্ববিদ্যালয়। সারা বিশ্বে ২৯ নম্বর ও আমেরিকাব বিশ্ববিদ্যালয়গুলো বাদ দিলে সারা বিশ্বে ৪ নম্বর।

The World's Best Engineering Schools

৪০| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১:৫৮

যৈবন দা বলেছেন: এমবিএ নাহ, ফাইন্যানস ,মারকেটিং এ মাস্টার্স এ ফানড পাওয়া যায়?

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ২:৩৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: গবেষনা বেসড মাস্টার্স ও পিএইচডি তে সবাই Funding/Scholarship পায়।

৪১| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৯:৩২

গৃহ বন্দিনী বলেছেন:
৩ টা প্রশ্ন ।

১)agriculture related বিষয়ে কানাডাতে scholarship নিয়ে MSc করার সুযোগ কেমন?
২)প্রফেসরদের সাথে যোগাযোগ করে কিভাবে মানে তাদের মেইল আইডি কি ইউনিভার্সিটির ওয়েব সাইটে দেয়া থাকে ?
৩) আমি সেকেন্ড ইয়ারে পড়তেসি কবে থেকে প্রস্তুতি নেয়া শুরু করব?
দয়া করে উত্তর দিয়েন বড় পোস্ট পড়তে গেলে মাথা খারাপ হইয়া যায়। /:) /:) /:)

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৯:৫২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ১)agriculture related বিষয়ে কানাডাতে scholarship নিয়ে MSc করার সুযোগ কেমন?

উত্তর: অনেক বেশি আপনি হয়ত জানেন যে সারা পৃথিবীর প্রায় ৬০% গম কানডাতে উৎপন্ন হয়। সবচেয়ে বেশি সয়াবিন তেল উৎপন্ন হয় ঐ কানাডেতেই তাহলে এবার ভেবে নেন এখানে কেমন সুযোগ থাকতে পারে।

২)প্রফেসরদের সাথে যোগাযোগ করে কিভাবে মানে তাদের মেইল আইডি কি ইউনিভার্সিটির ওয়েব সাইটে দেয়া থাকে ?

উত্তর টা হলো হ্যাঁ

৩) আমি সেকেন্ড ইয়ারে পড়তেসি কবে থেকে প্রস্তুতি নেয়া শুরু করব?
দয়া করে উত্তর দিয়েন

উত্তর: আপাতত চেষ্টা করেন সর্বোচ্ছ যত জিপিএ অর্জন করা সম্ভব।

বড় পোস্ট পড়তে গেলে মাথা খারাপ হইয়া যায়।

তাহলে আপনার এ পথে পা না বাড়ানোই ভাল।

৪২| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১১:৫৮

মৃতস্বর বলেছেন: GREকেন্দ্রীক একটা সিদ্ধান্তহীনতায় ভূগছি, তাই আমেরিকার পাশাপাশি কানাডাকেও চিন্তায় রাখতে হচ্ছে। পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রফেসর বশ করার টেকনিকটা এক্টু তাড়াতাড়ি দিলে উঠে- পড়ে লাগতে পারতাম আরকি।

০৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইডি, আমার নিজের পড়া-শুনা ও পারিবারিক জীবনের অনেক দ্বায়িত্ব পালন করেতে অনেক সময় দিতে হয়। এছাড়া এই ধরনের পোষ্ট লিখতে অনেক চিন্তা করে লিখতে হয়। এক সাথে সকল বিষয় মনে থাকে না। তাই একটি পোষ্ট দিতে সময় লেগে যায়। তবে আমি চেষ্টা করব যত তারাতারি দেওয়া যায় ।


আপনাকে ধন্যবাদ

৪৩| ০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৫০

কালো হিমু বলেছেন: সোজা প্রিয়তে।

অনেক ধন্যবাদ। :) ++++++++

০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ হিমু

৪৪| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:৩৩

নাস েটক বলেছেন: সোজা প্রিয়তে।

অনেক ধন্যবাদ। ++++++++

০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ আমাকে সিরিজটি সম্পন্ন করতে সাহায্য করবে।

৪৫| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:৩৪

নাস েটক বলেছেন: কালো হিমু বলেছেন: সোজা প্রিয়তে।

অনেক ধন্যবাদ। ++++++++

৪৬| ১৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৬

যৈবন দা বলেছেন: মেমোরিয়াল ইউনি তে দেখলাম এমবিএ ৬০০০ ক্যাড। এত কম? ক্রাইটেরিয়া ও ফুলফিল্ড মোটামোটি,এপ্লাই করবো কিনা বলেন তো?ওরা তো বলে ফান্ড ও দেয়, কিন্তু ডিগ্রী পাবার পর কোন সমস্যা হবে না তো চাকুরীর বাজারে,কেননা মেমোরিয়াল ইউনি কে একদম টপ টায়ার নাহ। যদি একটু জানাতেন।ধন্যবাদ

৪৭| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৬

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: ৪ নম্বর পর্ব আর আমার সমাধান দেন না ভাইডি। B:-)

৪৮| ২৬ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৫১

মঞ্জুর প্রযুক্তিপ্রেমী বলেছেন: Vai ami Textile Eng: a 3rd year a asi......jermany hote MSc korar issa ase......tusion fee free tey pora jabey.....amon kisu info dile upokrito hoitam........asai thaklam.........

৪৯| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ২:১৩

রোকসানা ইসমাইল বলেছেন: ভাই, আমি এসিসিএ করছি। পার্ট ১ তো শেষ আর এখন পার্ট টু ও অর্ধেক শেষ। কানাডায় এসিসিএ'র অবস্থা কেমন? জানলে জানাবেন। কানাডায় পড়ার ইচ্ছা আছে। পার্ট টু কমপ্লিট কইরা আসলে কেমন সুবিধা পাওয়া যাইতে পারে?

আপনার পোষ্টের জন্য অনেক ধন্যবাদ। অনেক উপকারি পোষ্ট। ভালো থাকবেন :)

১৪ ই নভেম্বর, ২০১২ রাত ৩:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এখানে এসে আপনাকে নিজের টাকায় পরের পার্টগুলো শেষ করতে হবে। এখানকার টিউশন হাউজ গুলো অনেক টাকা নেয় । সুতরাং এখানে আসার পূর্বে ভাল ভাবে জেনে শুনে আসবেন।


অফটপিক: আমি আমার একটা কাজিনকে বাংলাদেশে এসিসিএ পড়াতে চাচ্ছি। আপনার পরামর্শ দরকার। সম্ভব হলে আমাকে একটা মেইল করবেন নিম্নক্ত ঠিকানায়।

[email protected]

৫০| ২৩ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:২৩

শিস্‌তালি বলেছেন: ভাই জিম্যাটে কত স্কোর পেলে এমবিতে স্কলারশী পাবার চান্স আছে? +++

৫১| ২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৪

বইয়ের পোকা বলেছেন: পলাশ ভাই, ৪র্থ পার্ট এর জন্য অপেক্ষা করতে করতে তো বুড়া হইয়া গেলাম :( :( একটু সময় বের করে যদি লিখতেন, তাহলে এই অধমের মতো অনেকের উপকার হইত। IELTS দিয়া ফেলছি এখন প্রফেসরদের কাছে মেইল করার জন্য একটু টিপস দরকার। ইউনি সিলেকশান করেছি, মেইল করা বাকি :( :( কিভাবে মেইল পাঠাতে হ্য় আমাকে যদি তার ২/১ স্যাম্পল মেইল দিতেন তা্ইলে বড়ই উপকৃত হইতাম। বাই দ্যা ওয়ে, আমি পুরকৌশলে গ্রাজুয়েশান শেষ করে আপাতত টিচিং অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ করছি। এখন মার্স্টাস করার প্ল্যান করছি।টিচিং অ্যাসিসট্যান্ট এর experience কি কোনো হেল্প করবে ফান্ডিং এর ক্ষেএে। আপনার মেইলের অপেক্ষা করব।

ইমেইল : [email protected]

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইডি, আপনাদের অপেক্ষায় রাখার জন্য আমি দুঃখিত। নিজের কাজ নিয়ে এই সেমিস্টারে খুবই ব্যস্ত ছিলাম। আপনার মন্তব্য পাবার পরে গতরাতে একটানা ৬ ঘন্টা ধরে লিখে শেষ করেছি। আজ একটু প্রুফ রিডিং করে বাংলাদেশ সময় সোমবার সকাল ১০ টার দিকে পোষ্ট দেবার ইচ্ছে আছে।


৫২| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৪

বইয়ের পোকা বলেছেন: বড়ই ভালো খবর শুনাইলেন। আরো একটি চমৎকার লেখার অপেক্ষায় রইলাম।
আর ভাই আমার অনুরোধ টা একটু মনে রাইখেন।সময় পাইলে একটা মেইল কইরেন :)

২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: পোষ্ট লিখা শেষ কিন্তু কখন পোষ্ট দিলে বেশি সংখক মানুষ দেখতে পারে তা নিয়ে একটু দ্বিধাদ্ব-দন্দে আছি। এখনই দিব না বাংলাদেশ সময় রাত ৫/৬টার দিকে দিব তা নিয়ে ভাবতেছি।

আপনার প্রশ্ন গুলোর উত্তর দিয়ে ২/১ দিনের মধ্যে মেইল করব আপনাকে। ভাল থাকবেন।

৫৩| ৩০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৯

বইয়ের পোকা বলেছেন: মেইল করতে ভুলে গেছেন কিনা, তাই আবার মনে করিয়ে দিলাম । :P

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সত্যই ভুলে গেছিলাম। মেইল করেছি আজকে। পেলেন কি না জানাইয়েন।

৫৪| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১০

রাশেদ মোমিন বলেছেন:
ভাই, আপনার ইমেইল এড্রেস টা কি পাওয়া যাবে ? আমার আরো কিছু জানার ছিল । আমার ইমেইল এড্রেসটা হল [email protected]

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: [email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.