নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

উচ্চ শিক্ষার্থে কানাডা: ২য় পর্ব (কোন ধরনের যোগ্যতা থাকলে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য বিবেচিত হবেন)

১৩ ই জুলাই, ২০১২ সকাল ৮:৩৬

ছাত্র-ছাত্রীদের সাধারনত একটা প্রশ্ন হলো, কোন ধরনের রেজাল্ট লাগে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তী হবার জন্য?

কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিন্ন-ভিন্ন গ্রেডিং সিস্টেম অনুসরণ করে থাকে। বিদেশি স্টুডেন্টদের মাস্টার্স বা পিএচডি-তে ভর্তির জন্য ব্রিটিশ মূল্যায়ন সিস্টেম (%) ও জিপিএ গ্রহন করে থাকে। নিচের লিংক থেকে দেখে নিতে পারেন কানাডার কোন প্রভিন্সের কোন বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের গ্রেডিং সিস্টেম চালু আছে। How Grades Work in Canadian Universities

ওন্টেরিও প্রভিন্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম



কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তীর জন্য বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ একজন শিক্ষর্থীর বিভিন্ন যোগ্যতা দেখে থাকেন। তবে মানের ক্রম অনুসারে প্রধান কয়েকটি যোগ্যতা নিম্নরুপ:
===========================
প্রথমত: B.Sc. & M.Sc. GPA
===========================
যাহারা এই সিরিজের উচ্চ শিক্ষার্থে কানাডা: ১ম পর্ব (যে তথ্য গুলো প্রথমেই আপনার জানা দরকার) পড়ে দেখেননি তাদেরকে সেটি আগে পড়ে দেখবার আমন্ত্রন জানাব। এতে করে এই পোষ্টের কিছু আলোচনা বুঝতে সুবিধা হবে।

কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু কোন ভর্তী পরীক্ষা হয়না বাংলাদেশের মত, তাই এরা দেখবে আপনার আন্ডারগ্রেজুয়েটের রেজাল্ট এবং ভর্তীর জন্য এটাই প্রধান মানদন্ড। GPA এর উপর ভিত্তি করে নিম্নে ৩ ধরনের ছাত্র কে ভাগ করব আমি:


Undergraduate GPA >= 3.75

এই শ্রেনীর ছাত্র-ছাত্রীরা ৩ টা বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করলে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভবনা প্রবল যদি Minimum required IELTS score থাকে। এদের কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্বন্ধে কোন সন্দেহ নাই।

Undergraduate 3.75 < GPA > 3.5

এই শ্রেনীর ছাত্র-ছাত্রীদের ৫-৭ টা বিশ্ববদ্যালয়ে চেষ্টা করতে হবে অন্তত পক্ষে। তবে এই GPA দিয়ে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তী হওয়া সম্ভব এটা আমি অনেক নিশ্চিত ভাবে বলতে পারি।

Undergraduate GPA >3.25 এবং Graduate GPA> 3.5

উপরোক্ত শ্রেনীর ছাত্র-ছাত্রীদের কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তী হওয়ার জন্য অনেক চেষ্টা করতে হবে। এই শ্রেনীর ছাত্র-ছাত্রীদের ১ম পর্বে উল্লেখিত ১-৬ নম্বর ক্রমের বিশ্ববিদ্যালয় গুলোতে বেশি সময় ব্যায় না করে মধ্যম সারির বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করলে ভাল করবেন বলে আমি আমার ও কানাডাতে অধ্যায়নরত বন্ধুদের অবিজ্ঞতার আলোকে লিখলাম।

যেহেতু Undergraduate এ খুব কম সংখ্যক বাংলাদেশি ছাত্র-ছাত্রীরই (সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে অনেকাংশে সত্য) GPA 3.75 এর উপরে থাকে তাই উচ্চ শিক্ষার্থে কানাডা: ১ম পর্ব (যে তথ্য গুলো প্রথমেই আপনার জানা দরকার) পোষ্টে বর্নিত ক্রমের প্রথম ৬ টি বিশ্ববিদ্যালয়ে GPA 3.75 ছাড়া চান্স পাওয়া প্রায় অসম্ভব।

সেই ক্ষেত্রে প্রথমে মধ্যম সারির কোন বিশ্ববিদ্যালয় হতে MS ডিগ্রী নিয়ে পরে বড় কোন বিশ্ববিদ্যালয়ে PhD করতে পারবেন। আমি যে বিশ্ববিদ্যালয়টিতে পড়ি সেখানকার প্রায় ৯০% বাংলাদেশী ছাত্র-ছাত্রীই এই পদ্ধতি অনুসরন করেছে।

তবে এখানে বলে রাখা ভাল যে কানাডিয়ান বিশ্ববিদ্যালয় গুলো সাধারনত শেষের ২ বছরের রেজাল্টকে প্রাধান্য দেয়। আপনি যদি ৪ বছরের অনার্স ও ১ বছরের মাস্টার্স করে থাকেন তবে আপানার অনার্সের শেষ বছর ও মাস্টার্সের ১ বছরের রেজাল্টার গড় দেখবে এরা। শেষ ২ বছরের রেজাল্ট এদের কাছে খুবই গুরুত্বপূর্ন।

বিষয়টাকে একটু ব্যাখ্যা করি: ধরুন ২ জন ছাত্রের গড় GPA 3.75, কিন্তু একজন ছাত্রের প্রথম ২ বছরের রেজাল্ট GPA 3.85 ও শেষ ২ বছরের GPA 3.65 অন্যজনের প্রথম ২ বছরের রেজাল্ট GPA 3.65 ও শেষ ২ বছরের GPA 3.85 । উপরোক্ত দুজন ছত্রের মধ্যে দ্বিতীয় ছাত্রকে নেওয়ার চান্স অনেক বেশি।

Role of GPA: Before, During, and After Grad School

==================================
দ্বিতীয়ত: Published Scientific Journals
==================================

রেজাল্টের পরে এরা যে বিষয়টাকে অধিক গুরুত্ব দিয়ে থাকে সেটা হচ্ছে: গবেষনা প্রবন্ধ। আপনার রেজাল্ট যদি বিশ্ববিদ্যালয়ের চাওয়া সর্বনিম্ন রেজাল্টের চেয়ে কমও হয় কিন্ত আপনার কোন গবেষনা প্রবন্ধ থাকে তবে আপনি কোন প্রফেসরের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমেও ভর্তী হতে পারেন। এখানে আপনাদের একটা তথ্য জানিয়ে দিতে চাই যে, কানাডিয়ান বিশ্ববিদ্যালয় গুলোতে গ্রাজুয়েট ছাত্র ভর্তীর ক্ষেত্রে প্রফেসরদের মতামতই চুড়ান্ত। আপনি যদি সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদেরকে কন্ভিন্স করতে পারেন তবে আপনি GPA 3 ~3.25 নিয়েও ভর্তী হতে পারবেন।

===============================
তৃতীয়ত : Extra curricular activities
===============================

আপনার Extra curricular activities ও আপনাকে সাহায্য করতে পারে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর ক্ষেত্রে। তবে আপনার রেজাল্টই কিন্তু মুখ্য ভুমিকা রাখবে এটা কেবল সহযোগী মাত্র।

========================================
চতুর্থত: English language proficiency test score
========================================

প্রশ্ন: কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য কোন English language proficiency test score দরকার TOEFL/IELTS?

উত্তর: TOEFL/IELTS একই ভাবে প্রযোজ্য। তবে আমার মতে IELTS কে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তাই আমি নিম্নে IELTS নিয়েই কথা বলব।

প্রশ্ন: কোন ধরনের IELTS Score হলে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর শর্ত পুরন করা যাবে?

উত্তর: কানাডিয়ান বিশ্ববিদ্যালয় গুলোতে সাধারনত IELTS Score >= 6.5+ চাওয়া হয়। তবে এমনটিও দেখেছি যে কোন কোন বিভাগে একটু কম 6 ও চাওয়া হয়। তবে IELTS Score 6.5+ দিয়ে আপনি কোন বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ে দরখাস্ত করা যায় না। আর্থাৎ, বিষয় ও বিশ্ববিদ্যালয় ভেদে Minimum required IELTS score পরিবর্তীত হয়। তবে IELTS Score 6.5 দিয়ে অনেক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়। এখানে বলে রাখা ভাল যে 6.5 দিয়ে বিজ্ঞানের বিষয় গুলোতে ভর্তী হওয়া গেলেও সামাজিক ববিজ্ঞানের বিষগুলোতে ভর্তীর জন্য IELTS Score >= 7 লাগবে।

IELTS Score >= 7 থাকলে আপনি প্রায় সকল কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের english language requirement পুরন করতে পারবেন।
=========================
পন্চমত: GRE scores
=========================

প্রশ্ন হতে পারে যে কানাডিয়ান বিশ্ববিদ্যালয় গুলোতে GRE scores বাধ্যতামুলক কি না?


উত্তর: না। আবার কোন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে লিখা থাকলেও সেটা সমান ভাবে সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য না। সধারনত শীর্ষ ৩টি বিশ্ববিদ্যলয়ের Physics, Chemistry, Math, Biochemistry, Molecular Biology, Genetics ইত্যাদি বিষয়গুলোর ক্ষেত্রে GRE scores প্রায় অপরিহায্য হয়ে যায়।

=====================================
ষষ্ঠত : IELTS Score ও GRE scores কিছুই লাগবে না
=====================================
পরিশেষে আপনাদের রবি ঠাকুরের ছোট গল্পের সজ্ঞাটি আপনাদের মনে করিয়ে দিতে চাই

"নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা, নাতি তত্ব, নাহি উপদেশ।
অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গকরি মনে হবে, শেষ হইয়াও হইল-না শেষ"


উপরোক্ত কবিতার চরনটি মনে করিয়ে দেবার কারন হলো যে, আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই কানাডিয়ান বিশ্ববিদ্যালয় গুলোতে গ্রাজুয়েট ছাত্র ভর্তীর ক্ষেত্রে প্রফেসরদের মতামতই চুড়ান্ত। সুতরাং আপনি যদি কোন প্রফেরসকে কন্ভিন্স করতে পারেন তবে IELTS Score ও GRE scores কোন কিছু ছাড়াই কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তী হওয়া সম্ভব।

যেমটি সম্ভব হয়েছে আমার ইরানিয়ান এক বান্ধবির ক্ষেত্রে। আমরা ২০০৯ সালে ইটালিতে The Abdus Salam International Centre for Theoretical Physics Post Graduate Diploma করার সময় দুজনই কানডার একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে ভর্তীর জন্য ভিন্ন দুইজন প্রফেসরের সাথে যোগাযোগ করি। একজন অন্যজনের যোগাযোগের খবর জানতাম না। ভাগ্যক্রমে দুজনই চান্স পেয়ে যাই সেই বিশ্ববিদ্যালয়ে। "উচ্চ শিক্ষার্থে কানাডা: ৪ র্থ পর্ব (ভাল বীজে ভাল ফসল: যেভাবে কনভিন্স করবেন একজন Made in Hervard Professor)" পর্বে আপনাদেরকে জানাব কিভাবে আমি আমার প্রফেসরকে কনভিন্স করলাম।

বিঃদ্রঃ: তবে এখানে বলে রাখা ভাল যে উপরোক্ত নিয়ম গুলো সমান ভাবে সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।

===========================================
নিচের লিন্কে খোচা মারে চলে যেতে পারেন ৩য় পর্বে
উচ্চ শিক্ষার্থে কানাডা: ৩য় পর্ব (শুরুটা কিভাবে ও কখন করবেন???)
==============================================
কানাডায় উচ্চ শিক্ষা নিয়ে ফেসবুক ভিত্তিক একটা পেজ আছে যার নাম Prospective Bangladeshi Students in Canadian Universities

এই গ্রুপটিকে আপনারা কানাডায় উচ্চ শিক্ষা বিষয়ক বিশ্বকোষ বলতে পারেন। সেখানে কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আমি নিজেও সেখানে সক্রিয় আছি।
=============================================


মন্তব্য ৬১ টি রেটিং +৩১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১২ সকাল ৯:৫১

অপুসোনামনি বলেছেন: অনেক ভালো লাগলো। প্লিজ কন্টিনিউ......

১৩ ই জুলাই, ২০১২ সকাল ৯:৫৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাদের উৎসাহ ও আগ্রহ না পেলে হয়ত পুরো সিরিজটা শেষ করতে পারব না।

আপনাকে ধন্যবাদ উৎসাহের জন্য।

২| ১৩ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৫

সবুজ মহান বলেছেন: খুব ভাল পোস্টটি
প্লিজ ৬ টা পর্ব লিখবেন .....
বাংলাদেশ থেকে ফার্মেসী পাশ করাদের কানাডার ভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা নিয়ে লিখলে উপকৃত হতাম

১৩ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাদের আগ্রহ থাকলে আবশ্যই লিখব। আপনার প্রশ্নের উত্তর দিতে আমাকে কিছু তথ্য যোগার করতে হবে। আশাঁকরি পরের সপ্তাহে দিতে পারব।

আশাঁকরি সাথেই থাকবেন।

৩| ১৩ ই জুলাই, ২০১২ সকাল ১০:১৭

আহসান২২ বলেছেন: ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাকী পর্বের আশায়...। !:#P

১৩ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ে মন্তব্য করবার জন্য।


আশাঁকরি পরের সপ্তাহেই পেয়ে যাবেন ৩য় পর্ব।

৪| ১৩ ই জুলাই, ২০১২ সকাল ১০:৪৫

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলেছেন: এই পোস্ট নির্বাচিততে যায় নাই ক্যানো ????!!!!

১৩ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমার নিজেরও প্রশ্ন কেন ধরনের পোষ্ট হলে নির্বাচিত পোষ্টের তালিকায় যাবে। প্রথম পর্বটি ৬৫ জন ব্লগারের প্রিয় পোষ্টের তালিকায় গেছে তার পরেও সেটা নির্বাচিত পোষ্টের তালিকায় যায় না।

৫| ১৩ ই জুলাই, ২০১২ সকাল ১১:০২

আশিক মাসুম বলেছেন: vhai ki canaday thaken?

১৩ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যাঁ

৬| ১৩ ই জুলাই, ২০১২ সকাল ১১:০৩

সবুজ মহান বলেছেন: ফালতু সব পোস্ট মডারেটররা নির্বাচিত পাতায় রাখে
অথচ এই ধরনের ভাল পোস্টগুলো তাদের নজরে পড়ে না

১৩ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: একটা পোষ্ট ১৫-২০ ঘন্টা পরিশ্রম করে তথ্য যোগার করে লিখে ১ ঘন্টাও প্রথম পাতায় থাকে না। ব্লগারদের চোখের আড়ালে চলে যায়। তাই মাঝে মাঝে এই ধরনের পোষ্ট লিখবার ইচ্ছা চলে যায়।

আমি জানিনা কোন ধরনের পোষ্ট মডুরা নির্বাচিত পোষ্টের তালিকায় ফেলে।কেউ জানলে আমাকে একটু দয়া করে জানাবেন।

৭| ১৩ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫০

পুশকিন বলেছেন: ব্রো,আপনার ইনফো গুলো গুরুত্বপূর্ন।ধন্যবাদ।
আমি বিবিএ করা।এমবিএ অর মাষ্টার্স এর জন্য ট্রাই করতে চাচ্ছি।কিন্তু ফান্ড লাগবে , সমস্যা হল সিজিপিএ।যেহেতু অনেক ক্ষেত্রই কানাডিয়ান প্রফেসাররা গুরুত্বপূর্ণ , তাই তাদেরকে কনভিন্স এর কোন টিপস দিবেন কি ।

১৩ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কিভাবে প্রফেসরকে কন্ভিন্স করবেন সেটা লিখব


"উচ্চ শিক্ষার্থে কানাডা: ৪ র্থ পর্ব (ভাল বীজে ভাল ফসল: যেভাবে কনভিন্স করবেন একজন Made in Hervard Professor)" পর্বে।


আশাঁকরি সাথেই থাকবেন।

৮| ১৩ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৩

chai বলেছেন: গুরুত্বপূর্ন পোষ্ট। অনেকের কাজে লাগবে ।++++

১৩ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই লন ধইন্যাপাতা


৯| ১৩ ই জুলাই, ২০১২ দুপুর ২:১৬

সবুজ মহান বলেছেন: ভাই আমি ঢা: বি: থেকে ফার্মেসী পড়ে কানাডা যেতে চাচ্ছি
ফার্মেসী যেহেতু প্রফেসনাল বিষয় তাই রেজিস্ট্রেসনের প্রয়োজন হয়
সেখানে বাংলাদেশীদের রেজিস্ট্রেসন পাওয়ার সম্ভাবনা কত ?(বাংলাদেশে এখন রেজিস্ট্রেসন দেয়া বন্ধ আছে,এ প্রশ্নটি করার কারণ হচ্ছে শুনেছি রেজিস্ট্রেসন পরীক্ষা বাংলাদেশী স্টুডেন্টদের জন্য খুব টাফ কারণ আমরা এখানে আমরা pharmaceutical industry based পড়াশুনা করি আর বিদেশে clinical pharmacy based পড়াশুনা ,ঢাবিতে মাস্টার্সে clinical pharmacy পড়া গেলেও clinical practice/training নাই )

ইংলেন্ডে নাকি বাংলাদেশ থেকে পাশ করে গেলে একটা ১ বছরের কোর্স করতে হয় এরপর রেজিস্ট্রেসন পরীক্ষা দেয়া যায় , কানাডায় এমন কোন কোর্স আছে কি ? আবার আমেরিকায় আমাদের চার বছরের কোর্স allow করে না আবার নাকি ব্যাচেলর পড়তে বলে !!!

বাংলাদেশে আমরা পাশ করে pharmaceutical কোম্পানিতে ফার্মাসিস্ট হিসেবে জব করি সেখানে বিদেশে পাশ করা ফার্মাসিস্টদের ৯৯% ই clinic/community pharmacy/retail pharmacy তে join করে ,কানাডায় pharmaceutical কোম্পানি গুলোতে আমাদের চাকরির সুযোগ কেমন ?

বাংলাদেশ থেকে যদি মাস্টার্স (এম. ফার্ম ) করে কানাডায় যাই সে ক্ষেত্রে মাস্টার্স না পি.এইচ.ডির জন্য আবেদন করা বুদ্দিমানের কাজ হবে ?

আর পি.এইচ.ডি শেষে teaching ছাড়া অন্য কোন ধরনের জব আশা করা যেতে পারে ?
আসলে আমার উদ্দেস্য কানাডায় ফার্মেসী প্রফেশনেই স্থায়ী হওয়া
তারপরও দরুন আমি রেজিস্ট্রেসন পেলাম না সে ক্ষেত্রে কানাডা থাকলে হলে আমি অন্য কোন ধরনের জব প্রত্যাশা করতে পারি ?
আপনার নিকট সুপরামর্শ পেলে উপকৃত হতাম


উল্লেখ্য বাংলাদেশে আমাদের ব্যাচেলর ডিগ্রী বি. ফার্ম ( চার বছর )
কিন্ত আমেরিকায় ব্যাচেলর ডিগ্রী ফার্ম ডি (ছয় বছর )


ব্রাদার আপনি হইতো ফার্মাসিস্ট নন .....অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি
আপনি হইতো উত্তরগুলো নাও জানতে পারেন তারপরও আপনার পরিচিত কেউ ফার্মাসিস্ট হলে প্লিজ একটু information নিয়ে জানালে খুবই উপকৃত হতাম

বিরক্ত করার জন্য দুঃখিত

২৭ শে জুলাই, ২০১২ সকাল ৮:০১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সেখানে বাংলাদেশীদের রেজিস্ট্রেসন পাওয়ার সম্ভাবনা কত?

সম্ভবনা ১০০% কিন্তু এখানে এ ধরনের লাইসেন্স পেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে সেটা অর্জন করতে হবে। পরীক্ষাটা একটু কঠিনই হয়।

ইংলেন্ডে নাকি বাংলাদেশ থেকে পাশ করে গেলে একটা ১ বছরের কোর্স করতে হয় এরপর রেজিস্ট্রেসন পরীক্ষা দেয়া যায় , কানাডায় এমন কোন কোর্স আছে কি ?

উত্তরটা আমার জানা নেই।

বাংলাদেশ থেকে যদি মাস্টার্স (এম. ফার্ম ) করে কানাডায় যাই সে ক্ষেত্রে মাস্টার্স না পি.এইচ.ডির জন্য আবেদন করা বুদ্দিমানের কাজ হবে ?

সত্য কতা বলতে কি বুয়েট ছাড়া অন্যান্য বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সকে এখানে গ্রহন করা হয় না । তবে আপনার যদি কোন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে হয়ত পি.এইচ.ডি তে নিতেও পারে।

তবে আমার ব্যাক্তিগত মতামত হলো বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের সরাসরি পি.এইচ.ডি তে না আসাই ভাল। কারন আমরা গবেষনা কি ভাবে করতে হয় তা প্রায় কিছুই জানি না।

আর পি.এইচ.ডি শেষে teaching ছাড়া অন্য কোন ধরনের জব আশা করা যেতে পারে ?

আপনি অন্যান্য রাসায়নিক শিল্পতে চাকুরি করতে পারবেন।

১০| ১৩ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৪৯

মেকানিক্স বলেছেন: অনেক ধন্যবাদ ।

আশা করি ৬ টি পর্ব লিখেই থেমে যাবেন না, আরও লিখবেন।
কানাডাতে আপনার জীবন যাপন,সবকিছু নিয়ে লিখবেন।

২৭ শে জুলাই, ২০১২ সকাল ৮:০৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনাদের আগ্রহ থাকলে সিরিজটা শেষ করব আশাঁকরি। কানাডিয়ান জীবন যাপন নিয়ে লেখব শেষ পর্বে। আশাঁকরি সাথেই থাকবেন।

১১| ১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

বস শাকিল বলেছেন: তার মানে কি আমার কানাডা যাওয়া হবে না :( :( :(( :(( :(( ? আমার আন্ডারগ্রাজুয়েট সিজি তো ৩ এরো নিচে !!!

২৭ শে জুলাই, ২০১২ সকাল ৮:০৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই জিপিএ দিয়ে হয়ত সম্ভব হবে না। তবে আপনি বাংলাদেশে মাস্টার্স সম্পন্ন করুন। চেষ্টা করবেন GPA 3.5 এর বেশি রাখতে। এর পর চেষ্টা করুন।

১২| ১৪ ই জুলাই, ২০১২ ভোর ৬:১১

নুর ০০৭ বলেছেন: অনেক আশান্বিত হয়েছি , আপনার সব পোস্ট এর পর অ্যাপ্লাই করবো, তারাতারি দিয়েন আর সহ্য হচ্ছে না। +++++

২৭ শে জুলাই, ২০১২ সকাল ৮:০৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইডি, আমি আমার ডিগ্রীর শেষ পর্যায়ে আছি তাই অনেক ব্যস্ততা থাকে। তবে চেষ্টা করব যত তাড়াতারি শেষ করতে পারি।


আপনাকে ধন্যবাদ।

১৩| ১৬ ই জুলাই, ২০১২ রাত ২:৩৯

শিশিরের দুঃখ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।প্লিজ কন্টিনিউ...পরের পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন ।

২৭ শে জুলাই, ২০১২ সকাল ৮:১১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেই ধন্যবাদ পড়াবার জন্য। আপনাদের আগ্রহ থাকলে সিরিজটা শেষ করব অবশ্যই।

১৪| ১৬ ই জুলাই, ২০১২ রাত ৩:৫২

শিশিরের দুঃখ বলেছেন: ভাই, আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স শেষ করেছি , আর আমার সিজিপি এ হলো ৩.০৮ । এখন Canada তে masters করতে চাচ্ছি ( thesis based). তাই কোন বিশ্ববিদ্যালয় ভালো হবে বা কিভাবে অগ্রসর হবো, জানালে খুবই উপকৃত হতাম । ভালো থাকবেন ।

২৭ শে জুলাই, ২০১২ সকাল ৮:১৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইডি আপনার জন্য এই সিজিপি দিয়ে থিসিস ভিত্তিক মাস্টার্সে চান্স পাওয়া একটু কঠিন। তাই আমার পরামর্শ যে আপনি বাংলাদেশ থেকেই আগে একটা মাস্টার্স করে নিন । চেষ্টা করবেন GPA 3.5 এর বেশি রাখতে। এর পর চেষ্টা করুন।

১৫| ২৬ শে জুলাই, ২০১২ ভোর ৪:৪৭

মোঃ মেজবাহুল হক বলেছেন: ভাই, ৩য় পর্ব কবে পাবো? সেই কবে থেকে অপেক্ষায় আছি .............।

২৭ শে জুলাই, ২০১২ সকাল ৮:১৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইডি, সেমিষ্টারের শেষের দিকে চলে এসেছি তো তাই নিজের পড়া-লেখা নিয়ে একটু ব্যাস্ত আছি। তবে পেয়ে যাবেন ৩/৪ দিনের মধ্যেই।

১৬| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:৩৩

সামুরাই_০০৮ বলেছেন: ভাই MBA তে Funding/Scholarship পাওয়া যাবে কি?

৩০ শে জুলাই, ২০১২ রাত ৯:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কানাডাতে ব্যাবসা প্রশাসনে পড়া-লেখা করাটা হাতি পোষার মত। ছোট একটা উদাহারন দেই, আমার বিশ্ববিদ্যালয়ের আশে-পাশে ৩ টা বিজ্‌নেজ স্কুল আছে। ঐ গুলোর মধ্যে সবচেয়ে কম খরচে যেটিতে পড়া যায় সেটার পরিমানটা হলো বাংলাদেশী টাকায় ১ কোটি ২৫ লাখ টাকা।

Funding/Scholarship পাওয়া যাবে কি?

উত্তরটা হলো প্রায় কিছুই পাওয়া যায় না। যেটা পাওয়া যায় তার পরিমান খুবই কম। ১ লাখ ২৫ হাজার ডলার টিউশন ফি এর মধ্যে ১০ ~১৫ হাজার ডলার পাওয়া যায় মাত্র।

১৭| ২৯ শে জুলাই, ২০১২ বিকাল ৪:১৯

কিংবদন্তী হাসিব বলেছেন: Undergraduate-দের জন্য কিছুই লিখলেন না! আমি হতাশ :-<

০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১১:১৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইজান, দেখি এই সিরিজ শেষ করে কিছু লিখতে পারি কি না।

১৮| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১:১৮

শিশিরের দুঃখ বলেছেন: ভাই, আসলে সাহিত্যে মার্কস (ভালো,science এর মতো ) পাওয়া খুবই কঠিন ।স্যাররা যেনো মার্কস দিতেই চায়না।আমাদের দেশের সব পাবলিক university র বিশেষ করে সাহিত্য বিভাগে মোটামুটি একই দশা ।আর ৩.০০ (স্কেল ৪ এর মধ্যে) তো first class ধরা হয় ।মার্স্টাসে ও একই অবস্থা ।
আচ্ছা ভাই, যে university গুলোর ranking নীচের দিকে অথবা যে এলাকা গুলোর তাপমাত্রা অপেক্ষাক্রিত রুক্ষ সেই এলাকা গুলোতে কি এপ্লাই করা যায়?(teachers assistant বা research assistant হিসেবে)।
আপনার মতে কী করলে ভালো হবে বা আপনি যদি arts faculty র খবর জানাতেন...
আমার ইচ্ছা ছিল ঐখানে গিয়ে মার্স্টাস শেষ করে পরে পিএইচ ডি করা। এখন আপনার পরামর্শ জানান ।
আর course based masters করলে খরচ কত পড়তে পারে?
ভালো থাকবেন, অনেক ধন্যবাদ ।

০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১১:২৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দেখুন এই সব দেশতো আর বুঝবে না যে ছাত্রদের মার্কস দিলে শিক্ষকদের বাপের পইত্রিক সম্পত্তি শেষ হয়ে যায়। উনারা বুঝে আপনার জিপিএ কত?

আপনি মধ্যম শ্রেনীর বিশ্ববিদ্যালয়গুলোতে চেষ্টা করে দেখতে পারেন। তবে আপনাকে সাবধান করে দেই যে কোন প্রফেসরের সাথে কথা না বলে কোন বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করলে শুধু শধু পয়সাই নষ্ট হবে। আর আপনি যদি কোন প্রফেসরকে কনভিন্স করতে পারেন তবে আপনি এমনিতেই teachers assistant বা research assistantship পাবেন সেটা নিটে টেনশন করবার কোন দরকার নেই।

course based masters করলে খরচ কত পড়তে পারে?

এইটা নির্ভর করবে আআপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছেন এবং সেটি কোন প্রভিন্সে অবস্হিত। আপনি প্রথম পর্বটি ভাল করে আর একবার পড়ুন আপানার সবগুলোর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশাঁকরি।

১৯| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১০:৩৪

নিরাবেগ বলেছেন: প্লিজ থামবেন না.......পরের পর্বের সম্ভাব্য তারিখ জানিয়ে দিলে ওই সময়ে আপনার ব্লগে ঢু মারতাম....... :) :) :)

০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১১:২৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইডি, এই ভাবে কি নির্দিষ্ট ভাবে দিন তারিখ দিয়ে এই সকল পোষ্ট দেওয়া যায়??

২০| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১০:৪০

নিরাবেগ বলেছেন: BSC engg. in ICT, CGPA 3.79, ফাইনাল ইয়ার থিসিস আছে, কিন্তু পাবলিকেশন্স নাই.....১.৫ বছরের মত চাকুরীর অভিজ্ঞতা আছে....Software Engineer হিসেবে.....MS করার ইচ্ছা Software Engineering এর উপর...ইংরেজি দক্ষতা খুব বেশি সুবিধার না.....
ভাই, কেমনে কি করমু, বৈলা দেন প্লিজ... :

০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১১:২৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি ২য় ও ৩য় পর্ব ভাল করে পড়ুন আপনার প্রশ্ন গুলোর উত্তর পেয়ে যাবেন।

২১| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১১:২৭

সিয়ন খান বলেছেন: ভাই আমি ফার্মেসি তে অনার্স করসি এখন মাস্টার্স করতে চাচ্ছি কানাডা তে। আমার GPA 3.13। আমার কয়েকটি Scientific Journals Published হইছে। কিন্তু এখনও IELTS করিনাই। আমি কি apply করতে পারব? কিভাবে Professor দের কন্ভিন্স করতে পারি?

আপনার পোস্ট এর জন্য ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১১:২৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি পুরো সিরিজটি পড়তে থাকুন আশাঁকরি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

এখনও IELTS করিনাই। আমি কি apply করতে পারব?

উত্তরটা হলো না।

কিভাবে Professor দের কন্ভিন্স করতে পারি?

আমি এই বিষয়ে ৪ র্থ পর্বে লিখব। আশাঁকরি সাথেই থাকবেন।

২২| ০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:০৭

অনুপম রায় (বাবু) বলেছেন: Brother very important post. How to convince a Professor? Why are you not writing it so early. I am waiting for this.

My BSc CGPA: 3.27. MS: 3.67. My last two year CGPA is average: 3.64. Now in which category of universities should I try?

০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১১:৩৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: How to convince a Professor? Why are you not writing it so early.

ভাইডি, আমি প্রথম পর্বেই একটি লিস্ট দিয়েছি যে কোন পর্বে কি নিয়ে লিখব। আমি কিন্তু সেভাবেই এগোচ্ছি। আমি কোন ভাবেই সিরিয়াল ব্রেক করতে চাচ্ছি না ।

My BSc CGPA: 3.27. MS: 3.67. My last two year CGPA is average: 3.64. Now in which category of universities should I try?

আমার মনে হয় আপনি এই পোষ্টটি পুরিটি ভালভাবে পড়েন নি। উপরে খুব সুন্দর ভাবে বিস্তারিত লিখেছি। আপনি আবার পোষ্টটি পড়ুন আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

২৩| ০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

সামুরাই_০০৮ বলেছেন: অর্থনিতী জাতীয় কিছুতে পিএইচডি করতে চান তবে সেটা অসম্ভব হবে না। পুরো স্কোলারশিপ পাওয়া যাবে সেক্ষেত্রে।

আমি BBA( PVT Uni), MBA- ( DU)..২.৫ বছর চাকরি অভিজ্ঞতা।Phd করতে চাইলে কোন দিকে গেলে full scholarship পাওয়া যাবে। অথবা Masters এ কোন বিষয়ে Full Scholarship পেতে পারি? উপায় কি? CGPA ভালো।

০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১১:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি প্রথম পর্বেই লিখেছি যে কানাডার প্রায় সকল বিশ্ববিদ্যালয় সরকারি ও এখান কার গবেষনা নির্ভর বিষয়গুলো পড়বার জন্য পুরোটাই স্কলারশিপ দেওয়া হয়। সুতরাং আপনি যদি অর্থনিতী জাতীয় কিছুতে পিএইচডি করতে চান তবে Full Scholarship পেতে কোন সমস্যা হবে না।

২৪| ০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:২২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আজকে ভোরে ৩য় পর্ব পোষ্ট করব।

বিঃদ্র: সামু বাগের কারনে আমি গত এক সপ্তাহ ব্লগে লগইন করতে পারিনাই সেই সথে সেমিষ্টার শেষের লেখা-পড়ার চাপ। তাই এই পোষ্টটি দিতে একটু সময় ক্ষেপন হল। আশাঁকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

২৫| ০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১০:৪০

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: অনুসরণ করলাম। :)

০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১১:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২৬| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:৩৫

আমি একজন যন্ত্রমানব বলেছেন: ভাই আমি কি করবো???
আগের পোষ্টে কমেন্টে লিখেছি আমার ঠান্ডা জনিত প্রব্লেম আছে।
যাহোক যে জিনিসটা জানতে চাচ্ছি তা হল আমি সুপারভাইজার ম্যানেজ ছাড়া যদি সরাসরি এপ্লাই করি তবে কি ফান্ড পাব???
আমার প্রফাইল হলঃ
টপার সিজিপিএ 3.95 এবং ২ টা ইন্টাঃ কনফারেন্স প্লাস নিচুর দিকের ইন্টাঃ জার্নাল পেপার আছে।পাব্লিক ইউনি থেকে। ৬ মাস ইন্ডাস্ট্রির এক্সপেরিয়েন্স, ১ বছর ধরে পচা একটা প্রাইভেট এ লেকচারার (কপাল দোষে কারন টিচার পলিটিক্সের ফাদে পড়ে আমাকে আমার ইউনি নেয়নি)।
আমি যদি আগেই সুপারভাইজার কন্টাক করি এবং আমাকে পছন্দ না করে তাহলে সরাসরি এপ্লাই করার পর তারা যদি আমাকে চিনে ফেলে তবে কি প্রব্লেম হবে কারন তিনি ত আমাকে আগে একবার রিজেক্ট করেছেন।
ভাই খুব হতাশার মাঝে আছি, শুধু মনে হয় আমার দ্বারা কিছু হবে না। আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি।
একটা গাইড লাইনের আশায় রইলাম।

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:৫০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইজান, আপনি তো দেহি বড়ই কামেল লোক.. =p~ =p~ =p~

আপনার কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তী তো স্টিভেন হরর্পারও ঠেকাইতে পারব না X(( X(( X((

আপনার চান্স পাওয়ার সম্ভবনা ২০০%।

সুপারভাইজার ম্যানেজ ছাড়া যদি সরাসরি এপ্লাই করি তবে কি ফান্ড পাব???

আপনার যদি IELTS Score ও এভাবে এপ্লাই করেন তবে ২ টা কেস হতে পারে

১) যে প্রফেসরের কাছে টাকা আছে ডিপার্টমেন্ট আপনার প্রফাইল সেই প্রফেসরের কাছে পাঠাবে। আপনাকে সেই প্রফেসরের সাথেই কাজ করতে হবে এতে করে আপনার ভাল লাগা না লাগার কোন বিষয়ই থাকবেন না।

২) এছাড়ে যেটা হতে পারে যে বর্তমানে ডিপার্টমেন্টের কোন প্রফেসরই ছাত্র নিবে না।

২৭| ০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:২২

আমি একজন যন্ত্রমানব বলেছেন: ভাই ধন্যবাদ। তবে আশায় থাকলাম আপনার দেয়া পরের পোষ্টে প্রফেসরকে ম্যানেজ করার টেকনিক শিখে সেই টেকনিক অবলম্বন করব এবং প্রফেসর ম্যানেজ করতে পারব ইনশাল্লাহ।

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৯:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আশাঁকরি শিঘ্রই পেয়ে যাবেন। সাথে থাকবার জন্য ধন্যবাদ।

২৮| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৯:২৪

এস এম নাদিম মাহমুদ বলেছেন: আপনাদের মতো বড় ভাইয়ারা আছেন বলে আমাদের মনে আশার বাগানে ফুল জন্মে। আমি বায়োকেমিস্ট্রি পড়তেছি। সিজিপিএ ৩.৩০.....কিছুটা শংকিত আছি.....িআমিস জানি না স্বপ্নের দেশে ভতি হতে পারবো কিনা...আমার জন্য দোয়া করবেন

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৯:৫৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: চেষ্টা চালিয়ে যান আশাঁকরি সফল হবেন। মনে রাখবেন তেন্ডুলকার ও শুন্য রানে আউট হয়ে যায় কিন্তু ব্রেট লি ৫০-১০০ মারে। শুতরাং হতাশ হবার কোন কারন নেই।

আপনার প্রশংসার জন্য ধন্যবাদ।

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:২১

হবু প্রকৌশল১ বলেছেন: আচ্ছা আমার একটা কোর্সে ফেইল মানে F গ্রেড আছে, যদিও কোর্সটাতে পরে আবার A+ গ্রেড পেয়েছি। আমার কোর্স লিস্টে ওই গ্রেড উল্লেখ আছে। কানাডা তে thesis based MS করতে চাই। AIUB তে শেষ বর্ষে আছি আর cgpa 3.40/4.00 (Electrical Engg)। ৪ বছর আগে IELTS এ ৬ ছিল তবে আবার দিব।
funding এর আশা করা যাবে? একটু উপদেশ দেন।

৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৯

ছায়াপাখির অরণ্য বলেছেন: পাবলিক ইউনি তে পড়ে জিপিএ ৩.৫০ এর উপরে রাখা মোটামুটি দুঃসাধ্য।

তবে একটা ভালো ব্যাপার, ওরা শেষের সিমেস্টারের জিপিএ কাউন্ট করে।

৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৭

রাজিব বোকা বলেছেন: B.sc in Health Technology (Dental) এ পড়ছি শেষ বর্ষে আছি। এর পর ওখানে আর কোন সুযোগ আছে কিনা দয়া করে যদি বলেন।

৩২| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ২:৫৬

বটতলার টারজান বলেছেন: USAর ইউনিভার্সিটিগুলোয় আমার জানামতে জিপিএ ৪ পেতে গেলে ৯০র ওপরে মার্ক পাওয়া লাগে, কানাডায় কিসের ভিত্তিতে গ্রেড/ সিজিপিএ ডিস্ট্রিবিউশন হয় সেটা একটু বলবেন ?

৩৩| ১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৯

বাংলার নবাব নাজমুলউদ্দৌলা বলেছেন: ফ্রেঞ্চ ভাষা জানা থাকলে admission এ কি হেল্প করতে পারে ?

৩৪| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৯

খালাতো ভাই বলেছেন: সেকেন্ড ক্লাস (৫০ %) মার্কস নিয়ে কানাডার ক্যামন ইউনিভার্সিটি পাওয়া সম্ভব ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.