নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

বাঁচতে হলে জানতে হবে: "নীল আকাশের বজ্রপাত" বা "বোল্ট ফ্রম দ্য ব্লু" সম্বন্ধে

০২ রা মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

view this link

নীচের ছবিটি লক্ষ্য করুন। হলুদ বৃত্ত দিয়ে চিহ্নিত দুটি স্থানে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে—এটি স্বাভাবিক বজ্রঝড়ের অংশ। কিন্তু লাল বৃত্তে চিহ্নিত দুটি স্থানে বজ্রপাত হয়েছে এমন অবস্থায়, যেখানে আকাশে কোনো দৃশ্যমান মেঘ ছিল না। অর্থাৎ, আকাশ ছিল পরিষ্কার ও নীল।


এই দুই বজ্রপাতের একটি ঘটেছে ভারতের আসাম রাজ্যে, যার বৈদ্যুতিক শক্তি ছিল প্রায় ৮০ হাজার ভোল্ট। অন্যটি ঘটেছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার উপরে, যার শক্তি ছিল ৩২ হাজার ভোল্ট।



এই ধরনের বজ্রপাতকে বলা হয় "বোল্ট ফ্রম দ্য ব্লু" বা "নীল আকাশের বজ্রপাত"। এগুলো খুবই বিরল ও ভয়ানক। কারণ, লোকজন ধরে নেয় তারা নিরাপদে আছে কারণ আকাশে মেঘ নেই, অথচ আচমকা ভয়ংকর বজ্রপাত ঘটে।

এই ধরনের বজ্রপাতের বৈদ্যুতিক শক্তি অনেক সময় ৫ লক্ষ থেকে ১০ লক্ষ (১ মিলিয়ন) ভোল্ট পর্যন্ত হতে পারে।

এরকম একটি ঘটনা ঘটেছিল ২৭/২৮ এপ্রিল রাতে, ঢাকা শহরের উপরে। বজ্রপাতটি এতটাই শক্তিশালী ছিল যে পুরো শহর আলোকিত হয়ে ওঠে, এবং অনেক মানুষের ঘুম ভেঙে যায়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২৫ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: বজ্রপাতে মরতে চাই না। আল্লাহ মাফ করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.