![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট
☎ ছোটবেলা থেকেই দাগ দেওয়া সাজেশন পড়ে আমাদের বেশীর ভাগেরই পড়ার অভ্যাস বিলুপ্তপ্রায়। আর ফেসবুকের এই যুগে তো ৩ বাক্যের status পড়ে পড়ে এখন এক প্যারার কিছু দেখলেও আর পড়তে ইচ্ছা হয় না।
তবে কর্পোরেট জগতে কিন্তু আপনাকে পড়তে হবে অনেক। রিসার্চ রিপোর্ট, দেড়-দুশো স্লাইডের প্রেজেন্টেশন, বিজনেস প্ল্যান, প্রজেক্ট ডিটেইলস… আরোও অনেক কিছু। কথা বলতে হবে শতেক রকমে মানুষের সাথে। আলোচনায় বসতে হবে। তখন কিন্তু নিতান্তই শুষ্ক ব্যবসায়িক কথা-বার্তাতেই আলোচনা থেমে থাকবে না।
ব্যবসায়িক ঘনিষ্টতা বাড়ানোর জন্য হলেও দেখবেন কথা বলতে হবে ইতিহাস, সাহিত্য, সমসাময়িক বিশ্ব, আর্ট, কালচার, খেলাধুলা ইত্যাদি হাজারটা বিষয় নিয়ে। না পড়লে এগুলো জানবেন কিভাবে? আর না জানলে কথা চালাবেন কিভাবে?
❤ সুতরাং, পড়ুন। ইতিহাস পড়ুন, সাহিত্য পড়ুন, ভিন্ন কালচার জানুন, সিনেমা দেখুন, সংগীত শুনুন, খেলার জগতের খোঁজ রাখুন। পড়লে আপনার শব্দভান্ডারও enriched হয়। বিশেষত: যারা Marketing-এ ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। Marketing-এর লোক যদি শব্দ নিয়ে খেলা করতে না পারে, তবে তিনি কম্যুনিকেশন ডেভেলপ করবেন কিভাবে!
❤ সুতরাং, সিরিয়াস হোক বা হালকা বই, গল্পের বই হোক বা ইতিহাস, কবিতা হোক বা বিজনেস ম্যাগাজিন পড়ুন, সেটা ভাল না লাগলে ঠিক আছে কমপক্ষে সিনেমার ম্যাগাজিন পড়ুন। তাও কিছু না কিছু পড়ুন। পড়ুন, পড়ুন এবং পড়ুন। বাদামের ঠোংগার কাগজখানা থেকে Reader's Digest - যেখানে যা কিছু ছাপার অক্ষরে পান পড়ুন। নতুনদের প্রতি এটি আমার দ্বিতীয় পরামর্শ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। ১ম প্লাস।

শুভ ব্লগিং........