নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বই পড়তে গিয়ে আমি কখনো দুটো বইয়ের মাঝে তুলনা করি না।

মতিউর রহমান (মীম)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট

মতিউর রহমান (মীম) › বিস্তারিত পোস্টঃ

✉ ব্যবসায় সফল হতে সফল ব্যবসায়ী পিটার থিয়েল এর চারটি পরামর্শ। ✔

০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩

☀ ভবিষ্যতকে ভিন্নভাবে দেখুন

ভবিষ্যতকে অন্যরা যেভাবে দেখে আপনি সাহস করে তাদের থেকে একটু ভিন্নভাবে দেখুন। ভবিষ্যতে আপনার কোন কোন ক্ষেত্রে অন্যদের থেকে ভিন্নভাবে উন্নতির সম্ভাবনা রয়েছে তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন। এ চিন্তায় থাকতে হবে বাস্তবতার পরশ। বর্তমানের তুলনায় ভবিষ্যৎ কেন ভিন্ন হবে, তা ভাবতে হবে। মনে রাখতে হবে, উন্নতি হঠাৎ করে আসে না।

☀ ছোট করে শুরু করুন

শুরুতেই আপনি সবার চেয়ে ভালো হতে পারবেন না। আপনার ব্যবসা শুরু করুন ছোট করে। বহু বিষয়ে আপনি ভালো হতে পারেন কিন্তু ব্যবসাতে মাত্র একটি বিষয়েই সবার চেয়ে ভালো হয়ে উঠুন। একটি ভালো বিষয় দিয়েই আপনি দাঁড়িয়ে যেতে পারবেন।

☀ অন্যরা যা নকল করতে ব্যর্থ

বিশ্বে গোপনীয়তার মূল্য অত্যন্ত বেশি। এমন একটি ব্যবসা আইডিয়া বা গোপন সূত্র তৈরি করুন, যা অন্যরা নকল করতে ব্যর্থ হবে। আপনার মাহামহের যেমন পিঠা বানানোর গোপন সূত্র ছিল তেমন আপনিও ব্যবসাক্ষেত্রে একটি গোপন সূত্র তৈরি করুন। অন্যরা এ গোপন সূত্র আয়ত্ত্ব করার আগেই আপনার এ আইডিয়া যেন সাফল্য পায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

☀ কর্মীদের ভরসা দিন

কর্মীদের সহায়তা ছাড়া ব্যবসা সফল হতে পারে না। এ কারণে আপনার প্রতিষ্ঠানের কর্মীদের যথাযথ সম্মান দিন এবং তাদের পরবর্তীতে প্রতিষ্ঠান বড় হওয়ার সঙ্গে সঙ্গে উন্নত পদে নিয়োগ দেবেন এমন ভরসা দিন। এতে কর্মীরা প্রতিষ্ঠান উন্নত করতে সহায়তা করবে। ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে এ বিষয়টি সহজ করে আনা সম্ভব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.