![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের সর্বোচ্চ শক্তিধর ও সর্ববৃহত্তম যে দল তার নাম আওয়ামীলীগ এটা অস্বীকর করার কোন উপায় নায়, এটাও সত্য যে বাংলাদেশের সবচেয়ে বেশী জাতীয় উন্নয়নের পেচনে যে দলটির আবদান তার নাম আওয়ামীলীগ,
তবে এটাও সত্য যে বাংলাদেশের সর্বোচ্চ এগুয়েমী মনোভাব সম্পন্ন ও আক্রমণাত্বক মনোভাব আছে যে দলের র্শীষ নেতাদের তার নাম আওয়ামীলীগ, দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস, মাস্তানী, চাদাঁ ও টেন্ডারবাজি , জবর দখল, সব ক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে চায় যে দলটির সমর্তক বা নেতারা তার নাম আওয়ামীলীগ। আওয়ামীলীগ যা চায়, তা সঠিক, অন্যরা যা চায় তা ন্যায বা সঠিক নয়, যেমন - শৈরচারীর এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল এই আওয়ামীলীগ, যদি তারা নির্বাচনে না যেত এরশাদের ক্ষমতা সেই ১৯৮৬ সালেই থেমে যেত, কিন্তু তা হয়নি একমাত্র আওয়ামীলীগের নির্বাচনে অংশ নেওয়ায়, ১৯৯৬ আর ২০০৬ এ আওয়ামীলীগ দেশে কিভাবে নৈরাজ্য আর বিশৃঙ্কলা করেছে তা সাবর দেখা ও জানা, আর বঙ্গবন্ধু নাতি নাতনীরা যে ভাবে খৃষ্টান মেয়ে ও ছেলেদের প্রতি আকৃষ্ট হচ্চে সেটা না হয় বললাম না, ভারতেকে প্রতিবেশী বন্ধু রাষ্ট না ভেবে নিজের দেশে ভেবে নিজ স্বার্থ যে ভাবে বির্সজন দিচ্ছে আওয়ামীলীগ তা সবার জানা ।
জামাত ইসলাম যুদ্ধ অপরাধী ও রাজাকারের দল, মানলাম। কিন্তু ২০০১ নির্বাচনের আগে কেন টু শব্দ উচ্চারণ করেনি আওয়ামীলীগ, এটাও সত্য যে আজ যদি জামাত ইসলামী যদি আওয়ামীলীগের সাথে থাকতো তা হলে জামাত ইসলাম কে আজ এই রকম মারাত্বক করুণ অবস্থায় পড়তে হতো না, আওয়ামীলীগ এমন একটি দল যার সাথে থাকলে অথবা তাদের সমর্তন করলে ভাল , যদি তাদের বিরুদ্ধে সমালোচনা করে খারাপ হয়ে যায়,
এবার আসাযাক কেন বি,এন,পি নেত্রী খালেদা জিয়ার কপালে আরো কান্না আছে তা একটু দেখা যাক।
১) বি,এন,পি জবাব দেবেন কি , চলমান অন্দোলনে কতজন বি,এন,পি নেতা, কর্মী মরা গেছে? কোথায় এরা?
২) শিবির কর্মীরা যে ভাবে প্রাণপণ লড়ায় চালিয়ে যাচ্ছে , একের পর এক প্রাণ দিচ্ছে পুলিশ ও ছাত্রলীগ আওয়ামীলীগের হাতে, কিন্তু বি,এন,পি ছাত্র দল নেতা কর্মীরা কোথায়।?
৩) অতি সাধারণ গ্রামের মাদ্রাসার কওমীমাদ্রাসার ছাত্ররা যদি দেশে র্দুবার আন্দোলন গড়ে তুলতে পারে ছাত্রদল বি,এন,পি কেন পারেনি?
৪) আগে কেন সাংগঠনিক ও দলীয় শক্তি ও জনসমর্তন বৃদ্ধি না করে আন্দোলনে নামল বি্এন,পি।?
৫) দেশের অন্যতম সর্ববৃহত্তম দল তিন বার রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া দল কেন অরাজনৈতিক হেফাজতের মঞ্চে যাবে? বরং হেফাজত ইসলাম আসার কথা বি,এন,পির কাছে,
৬) দেশে গুরুত্ব পূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্টানগুলো ঘেরাও না করে, কেন গ্রামের প্রত্যান্ত অঞ্চলে নীরহ মানুষের উপর আন্দোলন চাপিয়ে দেওয়া হচ্ছে,
৭) বি,এন,পি প্রতিষ্টতা সদস্য বদরুদ্দোজা , অলী আহম্মদ, নাজমুল হুদাদের মত লোকদের বের করে দিয়ে , রাজাকার সালাউদ্দীন কাদের, জনসমর্তন নেই আবার কোন দিন সংসদ সদস্য নির্বাচিত হয়নি এই রকম লোক যেমন রিজবী আহম্মদ, নজরুল ইসলাম, ডিগবাজ ও জাতীয় পাটির সাবেক নেতা মওদুদ আহম্মদকে কেন দলের কর্ণধার বানানো হল।?
৮) ঢাকার রাজপথে কেন বি,এন,পি শীর্ষ নেতারা মিছিলে ঝাপিয়ে পড়তেছেনা?
প্রতিটি পদক্ষেপে ভুলে ভরা আর কচি রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিচেছ বি,এন,পি। অন্যের মাথায় কাঠাল ভেঙ্গে বি,এন,পি আর কত দিন খাবে?
বি,এন,পির এই মুর্হুতে উচিত নির্বাচনে না যাওয়া, আর জামাত শিবির ও হেফাজতে সঙ্গ ত্যাগ করে, ডক্টর কামাল হোসেনের দল, তরিকত ফেডারেশন, ইসলামী ফন্ট, এই সমস্ত ছোট ছোট ইসলামী ও ছোট ছোট মুক্তি যোদ্ধের সপক্ষের দলগুলো নিয়ে জোট করে আরো বেশী জন সমর্তন আদায় করা আর দলীয় শক্তি সঞ্চর করা,
উশৃঙ্খলতা, বিশৃঙ্খলতা, জ্বালাও পোড়াও, ভাংচুর, মানুষ হত্যা, এই সমস্ত নাশকতা কার্য হতে বিরত থেকে, ঘন ঘন মানব বন্ধন, মিছিল, লংমার্চ, সমাবেশ, সেমিনার, লিপলেট বিতরণ পোষ্টারিং করে সরকারের দুর্নতির বিরুদ্ধে নৈতিক আন্দোলন জোরদার করা,
এটাও মনে রাখা জরুরী এই মুর্হুতে দেশে সর্বোচ্চ শক্তিময় ও জনসমর্তন আছে তিনটি দলের, তার মাঝে আওয়ামীলীগ ও জাতীয় পাটি একত্রে, অন্যদিকে বি,এন,পি অনেকটা একা, যদিও জামাত আছে, বি,এন,পির সাথে কিন্ত এই মুর্হুতে জামাত নিজে আছে মারাত্বক ঘেরাকলে।
সুতরাং সাবাধান যদি নিজে নিজে খালেদা জিযা সংশোধন না হয় , তা হলে তাকে আরো কান্না করতে হবে, সেই সেনানি বাসের বাড়ী হারানোর মত।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫০
মৌটুসী চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য আওলা ঝাওলা ও যুক্তিহীন, হাসিনাও যাচেছ না, খালেদা যাবে না, আপনি ডঃ আবুলের দিকে কেন চলে গেলেন।
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১২
পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,
এবার যুক্তিসহ কমেন্ট করছি:
এ পোস্টের লেখক যেসব সাজেসসান দিয়েছেন, ওগুলো মেনে চললে, বেগম খালেদা জয়ী হবে, উনার হারানো যৌবন ফিরে পাবেন; ভালো লাগছে?
৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৫
রাফা বলেছেন: ভাড়া করা লোক দিয়ে আন্দোলন করে যদি ক্ষমতায় যাওয়া যায় তাহোলে কস্ট করে কি লাভ বলুন।
বিএনপি কোন আন্দোলনের দল নয়-৯০ এর আন্দোলনে আওয়ামি লীগ না
থাকলে আরো ১০ বছর ক্ষমতায় থাকতো এরশাদ।মাঝখান দিয়ে খেতাব পাইয়া গেলেন আপোষহীন নেত্রির।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮
ম্যাংগো পিপল বলেছেন: পোস্টে +++++++++
৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: শুধু খালেদা জিয়া না,দেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে সবাইকে কাঁদতে হবে।দেশের কেউ আর আওয়ামি দুঃশাসন দেখতে চায় না।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
মো ঃ আবু সাঈদ বলেছেন: এটাও সত্য যে বাংলাদেশের সবচেয়ে বেশী জাতীয় উন্নয়নের পেচনে যে দলটির আবদান তার নাম আওয়ামীলীগ..জোকস ভাল হইছ..
৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২১
Crazy তৌফিক বলেছেন: বি,এন,পির এই মুর্হুতে উচিত নির্বাচনে না যাওয়া, আর জামাত শিবির ও হেফাজতে সঙ্গ ত্যাগ করে < এইটা হইলে বিএনপির আন্দোলন করবো কে??? জামাত শিবির যা করতাছে এদের বাদ দিয়ে বিএনপি হাড়িযে যাবে ভাই!!! রাজনীতী কখনও কোম্লা মাথা দিয়ে হয়না। বিএনপি কিছু ভুল সিদ্ধান্ত আছে সেটা আমিও মানি। ৫ ও৭ নাম্বর টা আপনার ভুল।
হেফাজতে ইসলাম এর সমাবেশে থেকে যদি রাতে ওদের না সরাইতে পারত তাহলে পরেরদিন সরকার পতন হত নিশ্চিত। সেই সময় অনুযায়ী ঔসিদ্ধান্ত ঠিকই ছিল।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৭
পাঠক১৯৭১ বলেছেন: খালেদা ৩ বার প্রাইম মিনিস্টার হওয়ার পর কেন রিটায়ারমেন্টে যায়নি? ডাকাতী এখনো শেষ হয়নি?
ড: আবুল কালাম ১ বার প্রেসিডেন্ট থাকার পর, আবার রকেট টেকনোলোজীতে ফিতে গেছেন, খালেদা কিসের আশায় রাজনীতিতে?