![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াতে চলার পথে সব মানুষের ভুল ভ্রান্তি হয়, দুনিয়াতে এটি একটি স্বাভাবিক নিয়ম।
মানুষের মত রাজনৈতিক দল বলুন বা যেকোন প্রতিষ্টান বলুন তাদেরও ভুল ভ্রান্তি আছে, এখানে উল্লেখ্য মানুষ কখনো নিজের অজান্তে ভুল করে, কখনো নিজে ইচ্ছাকৃত ভাবে ভুল করে, কখনো অন্যের খপ্পরে পড়ে ভুল করে, কখনো চাপে পড়ে, কখনো অসহায় আর নিরুপায় হয়ে ব্যধ্য হয়ে ভুল পথে পা বাড়ায় মানুষ।
তেমনি আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক দলের ও রাজনৈতিক ব্যাক্তিদের অনেক ভুল আছে, আওয়ামীলীগ, বি,এন,পি, জাতীয়পাটি, জামাত শিবির সবার দোষ ত্রুটি আর ভুল আছে, পার্থক্য শুধু কম বেশী।
কে কত ভাল বা খারাপ সেই দিকে যাচ্ছি না, শুধু সংক্ষেপে বি,এন,পি ও জিয়াউর রহমান সর্ম্পকে কিছু কথা বলতে চায়।
কথায় কথায় অশ্নীণ গালাগালী আর কুরুচিপূর্ণ উক্তি করা হয় জিয়াউর রহমানের বিরুদ্ধে, জিয়া, জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে, অবৈধ ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা হরণ করেছে, সেনাবাহিনীর নিয়ম ভঙ্গ করেছে, ইথ্যাদি আরো কত কি।
কিন্তু একবারে কেউ কি গভীর ভাবে ভেবে দেখেছেন, ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুর খুন হবার পর পুরো বাংলাদেশ একটি চালকহীন চলন্ত গাড়ীর মত হয়ে গিয়েছিল।
চলন্ত গাড়ীর চালক যদি কোন কারণে ফেল করে, কাউকে না কাউকে ড্রাইভিং সিটে বসে হবে অন্তত চলন্ত গাড়ীকে নিয়ন্ত্রণে এনে থামানোর জন্য, গাড়ীর যাত্রীদের প্রাণ রক্ষার জন্য, হঠাৎ যদি চলন্ত গাড়ীর ড্রাইভারের মৃত্যু হয় তখন যে কোন কাউকে ড্রাইভিং সিটে বসে হবে তখন, চিন্তা বা বিচার করার সময় থাকেনা বিকল্প ড্রাইভারের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, বিকল্প ড্রাইভারের গাড়ী চালানোর মত বৈধ কাজন পত্র আছে কিনা, ঠিক ১৯৭৫ সালের বঙ্গবন্ধুর মৃত্যুপর জিয়াউর রহমান তাই করেছিল,
বঙ্গন্ধুর মৃত্যুর পর দেশের পুরো শাসন ব্যাবস্থা সম্পর্ণ ভেঙ্গে পড়েছিল, দেশ মুলত তখন সম্পূর্ণ চালহীন হয়ে পড়েছিল, তখন দেশের সেই বিপদের মুর্হুতে জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতার দায়ীত্ব নেওয়া ছাড়া বিকল্প কিছু করার ছিলনা, দেশকে বাচাতে তিনি বাধ্য হয়ে সংবিধান লঙ্ঘন করেছে, যদি সেই বঙ্গবন্ধুর মৃত্যুর পর মুর্হুতে জিয়াউর রহমান ক্ষমতার দায়ীত্ব না নিত, অন্য কাউকে তখন রাষ্ট্রীয় ক্ষমতার দায়ীত্ব নিতে হতো,
জিয়াউর রহমান সেদিন বীরের কাজ করেছে দেশকে বাচাঁতে তিনি নিজেকে অপরাধী বানিয়েছেন,
হয়তো কিছু হিংসুটে লোক বলবেন,
জিয়াউর রহমান নিজে নিজে নির্বাচন দিয়ে নিজের ক্ষমতা পাকা পোক্ত করার চেষ্টা করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যাবহার করে রাজনৈতিক দল গঠন করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসীর পরিবর্তে পুরুষ্কার দিয়েছেন, রাজাকার যুদ্ধ আপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন।
ভাঙ্গাচুড়া দেশ, তলাহীন ঝুড়ি, মারাত্বক ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, র্দুভিক্ষায় হাহাকার, মারাত্বক বিশৃঙ্খলা আর যুদ্ধ বিধ্বস্ত দেশকে পূর্ণ গঠনই ছিল মুলত জিয়াউর রহমানে কাজ। এই রকম বিপদের মুর্হুতে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের মুখোমূখী করা তখন জিয়াউর রহমানে জন্য ছিল সম্পূর্ণ অসম্ভব, কে রাজাকার, কে যুদ্ধ আপরাধী সেই বিচারের বিবেচনায় যদি জিয়া যেত, তাহলে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে পূর্ণ গঠন সম্ভব ছিলনা, কখনো কখনো দেশের জাতীয় শান্তি ও অর্থনৈতিক মুক্তির জন্য বিপদের মুর্হুতে বাধ্য হয়ে অন্যয়কে চোখবুঝে মাথা পেতে নিতে হয়।
জিয়াউর রহমানের বিরুদ্ধে যেই যতই গাল মন্ধ করুক, আর জিয়াউর রহমানের বিরুদ্ধে কুরুচি মন্তকরুক কোন অসুবিধা নেই, কারণ হিংসুক নিন্ধুকদের স্বাভাব এই রকম হয়ে থাকে,
জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত ও বঙ্গবন্ধুর মত মহান নেতা আর জাতির পিতার মৃত্যুর পর মারাত্বক করুণ বিপদের মুর্হুতে সম্পুর্ণ ঢুবন্ত নৌকার মত দেশকে তিনি ডাঙ্গায় তুলে এনেছেন, বঙ্গবন্ধুর মত একজন মহান নেতার মৃত্যুর পর যদি জিয়াউর রহমানের মত দক্ষ শাসক বাংলাদেশ না পেত, হয়তো এই দেশ আজও সোমালিয়া, কঙ্গো, সিয়ারালিওনের মত হয়ে থাকতো।
তবে পরিশেষে একটি কথা সাহসের সাথে নিদ্বধায় স্বীকর করতে হবে, আজ বি,এন,পি কিছু অতিউৎসাহী ও চামচা লোক জিয়াউর রহমানকে মিথ্যা স্বাধীনতার ঘোষক বানাতে গিয়ে জিয়াকে গালাগালীর বস্তু বানিয়েছেন, জিয়া নিজে কোনদিন নিজেকে স্বাধীনতা ঘোষক দাবি করেনি,
জিয়াকে স্বাধীনতার ঘোষক না বলে, যদি আজ সবাই জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পত্রপাঠক বলা হতো, তাতে জিয়ার মান সম্মান আরো বাড়তো,
জিয়াকে ভুয়া স্বাধীনতার ঘোষক বানাতে গিয়ে, জিয়াউর রহমানের সব পাহার সমান মহান অর্জনকে মাঠিতে মিশিয়ে দিয়েছে কিছু সুবিধাবাদী বি,এন,পির চামচা।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৮
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বঙ্গবন্ধু চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে প্রচলিত সংসদীয় শাসন ব্যবস্থা বাতিল করে বাকশাল কায়েম করে গনতন্ত্র হত্যা করেছিল।জিয়া ৫ম সংশোধনী করে বহুদলীয় গনতন্ত্র ব্যবস্থা পুনরায় চালু করে জনগনের ক্ষমতা জনগনকে বুঝিয়ে দিয়েছিল।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৯
এ্যংরি বার্ড বলেছেন: পোস্ট পড়ে কনফিউজ হয়ে গেলাম।তোদের বুদ্ধিতো ভালোই বাড়ছেরে।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৫
শ্রাবণ সন্ধ্যা বলেছেন: "চলন্ত গাড়ীর চালক যদি কোন কারণে ফেল করে, কাউকে না কাউকে ড্রাইভিং সিটে বসে হবে অন্তত চলন্ত গাড়ীকে নিয়ন্ত্রণে এনে থামানোর জন্য, গাড়ীর যাত্রীদের প্রাণ রক্ষার জন্য, হঠাৎ যদি চলন্ত গাড়ীর ড্রাইভারের মৃত্যু হয় তখন যে কোন কাউকে ড্রাইভিং সিটে বসে হবে তখন, চিন্তা বা বিচার করার সময় থাকেনা বিকল্প ড্রাইভারের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, বিকল্প ড্রাইভারের গাড়ী চালানোর মত বৈধ কাজন পত্র আছে কিনা, ঠিক ১৯৭৫ সালের বঙ্গবন্ধুর মৃত্যুপর জিয়াউর রহমান তাই করেছিল,
বঙ্গন্ধুর মৃত্যুর পর দেশের পুরো শাসন ব্যাবস্থা সম্পর্ণ ভেঙ্গে পড়েছিল, দেশ মুলত তখন সম্পূর্ণ চালহীন হয়ে পড়েছিল, তখন দেশের সেই বিপদের মুর্হুতে জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতার দায়ীত্ব নেওয়া ছাড়া বিকল্প কিছু করার ছিলনা, দেশকে বাচাতে তিনি বাধ্য হয়ে সংবিধান লঙ্ঘন করেছে, যদি সেই বঙ্গবন্ধুর মৃত্যুর পর মুর্হুতে জিয়াউর রহমান ক্ষমতার দায়ীত্ব না নিত, অন্য কাউকে তখন রাষ্ট্রীয় ক্ষমতার দায়ীত্ব নিতে হতো,
জিয়াউর রহমান সেদিন বীরের কাজ করেছে দেশকে বাচাঁতে তিনি নিজেকে অপরাধী বানিয়েছেন,"..........
আপনার এই গাড়ি আর ড্রাইভার এর গপ্পো এভাবেই প্ল্যান করে তৈরি করা হইসিল, যাতে করে জিয়ার অবৈধ ক্ষমতা দখল ঐ সময়ে পাবলিকের মাঝে আপাত সমর্থন পায়। ব্যাপারটা বুঝা গেল? আসল ঘটনা জেনে নিন।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২০
ননদালীনাজ বলেছেন: চমত্কার বিশ্লেষণ-
বর্তমান আওয়ামি- ধর্ষিত ইতিহাসের বিপরীতে সময়োপযোগী বিশ্লেষণ।
চালিয়ে ্যান।
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২০
জহিরুলহকবাপি বলেছেন: কয়েটা প্রশ্নের উত্তর েদেন ।
** যে েঅপরাধের শাস্তি ১০ বছর, কর্নেল তাহেরকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে জিয়া মৃত্যুদন্ড দিলেন ও কার্যকর করলেন । উল্লেখ্য কর্ণেল তাহেরই জিয়াকে প্রাণে বাচিয়েছিলেন ।
** জিয়া সাহেব কেন চিহ্নিত রাজাকারদের দলে বড় বড় জায়গা দিয়েছিলেন? তাদের দেশে এনেছিলেন ।
** আইন করে বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে রেখেছিলেন
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
হাসিব০৭ বলেছেন: জিয়া বেঁচে থাকলে আজকে দেশ অনেক দূর এগিয়ে যেত........
সহমত
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
সবখানে সবাই আছে বলেছেন: জামাত শিবিরের পক্ষ থেকে জিয়ার পদলেহন পোস্ট। তাহেরের সাথে জিয়া যা করসে সেটা বাংলার ইতিহাসে একজনই করেছিল সেটা হল মীর জাফর।
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২
এই আমি সেই আমি বলেছেন: হয়তো কিছু হিংসুটে লোক বলবেন,
জিয়াউর রহমান নিজে নিজে নির্বাচন দিয়ে নিজের ক্ষমতা পাকা পোক্ত করার চেষ্টা করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যাবহার করে রাজনৈতিক দল গঠন করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসীর পরিবর্তে পুরুষ্কার দিয়েছেন, রাজাকার যুদ্ধ আপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে।
হিংসুটে লোক এগুলি বলে , আপনি কি বলেন ?
আর আদালত তাকে ঠাণ্ডা মাথার খুনি আর তার শাসনামলকে অবৈধ বলেছেন ।
আমাদের কথা বাদ দেন ।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫
puronodin বলেছেন: জিয়া বেঁচে থাকলে আজকে দেশ অনেক দূর এগিয়ে যেত........