![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একমাত্র শান্তিপ্রিয়, সুশৃঙ্খল ননক্যাডার ভিত্তিক বড় দল বলতে শুধু মাত্র বি,এন,পিকে বুঝায়। বি,এন,পি হচ্ছে দেশের একমাত্র সর্বোচ্চ বড় দল, যে দলে কোন দিন ছিলনা বর্তমানেও নেই জয়নাল হাজারী, শামীম ওসমানের মত র্দুদান্ত দেশকাপাঁনো ভয়ঙ্কর সন্ত্রাসী। শুধু তায় নয় মানুষের মনে ইসলাম র্ধমীয় অনুভুতি জাগাতে কাজ করে যাচ্ছে এই বি,এন,পি। দেশের বেশীর ভাগ বিখ্যাত আলেম বুর্জুগ বি,এন,পিকে সমর্তন বি,এন,পির পক্ষে। শুধু তায় নয় বিশ্বের প্রায় সকল মুসলিম দেশর সমর্তন এই ইসলামী পন্থি দল বি,এন,পির পক্ষে, মধ্যপ্রাচ্যের সকল দেশের প্রিয় দল এই বি,এন,পি। সৌদিয়া আরব, ওমান, কুয়েত, আরব আমিরাত, ইয়েমেন, মিশর সবাই বি,এন,পির পক্ষে । তার প্রমাণ গত ৫ ই জানুয়ারী বি,এন,পি বিহীন জাতীয় নির্বাচনের পর হাসিনা সরকারকে এখনো অভিনন্দন জানায়নি কোন আরব সহ মুসলিম দেশ।
একটি ব্যাপার গভীর ভাবে লক্ষকরুন।
১৯৯৬ সালে বি,এন,পি তৎকালীন বিরুধী দল আওয়ামীলীগের প্রতি সম্মান প্রদর্শন করে তাদের তত্ত্ববধায়ক সরকারের দাবী মেনে নিয়ে পদত্যাগ করেছিল ।
কিন্তু সাম্প্রতিক আওয়ামীলীগ ২০১৪ তে এসে বিরুধী দল বি,এন,পির দাবীর প্রতি কোন সম্মান প্রদর্শন করেনি, বরং একক ভবে নির্বাচন করে দাপটের সহিত ক্ষমতায় ঠিকে আছে।
২০১৪ সালের নির্বাচন কি ভাবে হবে সেই প্রসঙ্গে বি,এন,পি একমাত্র দাবী ছিল তত্ত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে। -- বি,এন,পির এই দাবী পক্ষে আইন, আদালত, সংসদ ও সুশিল সমাজের জোরালো সমর্তন না থাকলেও প্রচুর সর্তন ছিল গণমানুষের। তার প্রমাণ ছিল সবগুলো বড় বড় শহরগুলোতে সিটি কর্পোরেশন নির্বাচনে একছত্র ভাবে বি,এন,পির বিজয়।
এবার দেখাযাক বেকুপ বি,এন,পি কিছু রাজনৈতিক বোকামি কান্ড।
১) বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে স্পষ্ট হয়ে যায় বার বার ক্ষমতাসীন দল পুনরায় ক্ষমতায় আসতে পারেনা। সুতরাং সেই দিক থেকেই দশম সংসদের বিজয়ী হবার একটি সুন্দর সুযোগ ছিল বি,এন,পির, কিন্তু বি,এন,পি বেকুপে মত নিজের পায়ে নিজেই কুড়াল মারলো জামাত শিবিরের পাল্লায় পড়ে। দেশে বিদেশে যে ভাবে মিডিয়া হয়েছে তাতে যে কারো নির্বাচনে ভোট কারচুপি করা কঠিন ব্যাপার, যার প্রমাণ সদস্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন।
২) বি,এন,পি যেহেতু জাতীয় নির্বাচনে অংশ নেয়নি সুতরাং মাত্র দেড় মাসের ব্যাবধানে স্থানীয় পর্যায়ে নির্বাচনে অংশ গ্রহণ করার ফলে জাতীয় নির্বাচন বয়কট করার যুক্তি অনেকটা ফ্যাকাসে হয়ে গেল।
৩) উপজেলা নির্বাচনে অংশ নেবার মাধ্যমে বি,এন,পি নিজেই প্রমাণ করলো আওয়ামীলীগের অধীনে নির্বাচন করা সম্ভব।
৪) যে বি,এন,পি বারবার কথায় কথায় বর্তমান আওয়ামীলীগ সরকারকে অবৈধ বলে আখ্যায়িত কর আসতেছে অথচ সেই বি,এন,পি একটি অবৈধ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবার মাধ্যমে অবৈধ আওয়ামীলীগ সরকারকে বৈধতা দিল।
৫) ৫ ই জানুয়ারী পর বি,এন,পি অনেকটা জামাত শিবির হতে ক্রমশ দুরেসরে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু প্রশ্ন হলো এটা বি্এন,পি আগেই করতে পারতো? তাতে অন্তত ৫ ই জানুয়ারী নির্বাচনত্তোর সহিংসাতার কলঙ্ক হতে বি,এন,পি নিজেকে কলঙ্ক মুক্ত রাখতে পারতো।
৬) বি,এন,পি গত ৫ ই জানুয়ারী নির্বাচনত্তোর সরকার বিরুধী একটি অন্দোলন ও জনমত সৃষ্টি করতে সক্ষম হয়েছিল, সুতরাং সেই অন্দোলনের রেশ ধরে না রেখে নতুন করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে পুনঃরায় নতুন করে সরকার বিরুধী মনোভাব ও নেতা কর্মীদের অন্দোলন মুখী করা বি,এন,পি জন্য কঠিন হয়ে দাড়াবে।
৭) রাজনৈতিক ব্যানেরে জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে স্থানীয় অরাজনৈতিক নির্বাচনের ফলাফল নিয়ে বি,এন,পির খুশিতে আত্নহারা এটি একটি বি,এন,পির রাজনৈতিক দুর্বলাতার লক্ষণ আর বোকামি।
২| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩
পথহারা সৈকত বলেছেন: উপজেলা নির্বাচনে অংশ নেবার মাধ্যমে বি,এন,পি নিজেই প্রমাণ করলো আওয়ামীলীগের অধীনে নির্বাচন করা সম্ভব।
৩| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮
হতাশ নািবক বলেছেন: নিজের পায়ে কুড়াল মাইরা আবার নিজেই ব্যান্ডেজ বানতাছে।
বেকুব কি গাছে ধরে(!?)
৪| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৯
আলী খান বলেছেন: আসলে আমরা বাল আর চুলের পার্থক্য বুঝিনা, তার জন্যই এই সমস্যা।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫০
মদন বলেছেন: দ্বিমত পোষন করছি-
জাতিয় নির্বাচনে অংশ গ্রহন না করে বিএনপি যেমন বুদ্ধির পরিচয় দিয়েছে। তেমনি স্থানীয় নির্বাচনে অংশগ্রহন করে নেতা কর্মীদের চাংগা করতে পারছে। স্থানীয় নির্বাচনে অংশ গ্রহন করে বিএনপির দুটি লাভ।
১. বেশি সংখ্যক সীট পেলে সেইসব এলাকার কর্মীরা তো বটেই দেশের সব কর্মীই চাংগা হবে আন্দোলনে। মানসিক ভাবেও শক্তি পাবে।
২. জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও আওয়ামীলীগের জাল ভোট, কেন্দ্র দখল হত্যা নৈরাজ্য সবই করে চলেছে। এর মাধ্যমেই প্রমানিত হয়েছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ হতে পারে না। স্থাণীয় নির্বাচনেই যদি এই হাল হয় তাহলে জাতীয় নির্বাচনে জয়লাভের জন্য তারা যা যা করার করতো এটি প্রমানিত।