নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌরী ইসলাম

মৌরী ইসলাম › বিস্তারিত পোস্টঃ

প্রজেক্টর সমৃদ্ধ ট্যাব আনলো লেনোভো

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮



দেশে লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আইটি বাজারে নিয়ে এল আধুনিক প্রযুক্তির মাল্টিমিডিয়া সমৃদ্ধ নতুন ইয়োগা ট্যাব ২ প্রো। এর ইন্টারনাল পিকো প্রোজেক্টর, ডলবি হোম থিয়েটার ও জেবিএল স্পিকার সমৃদ্ধ মাল্টিমিডিয়া দেবে ঘরে বসেই সিনেমা দেখার আনন্দময় অনুভূতি।ইয়োগা ট্যাব ২ প্রো’র সাবউফার সহ জেবিএল স্পিকার স্পষ্ট ও জোরালো অডিও শোনার অনুভূতি প্রদান করে। এর ডিসপ্লে ১৩.৩ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০গুণন ১৪৪০ পিক্সেল। কিউএইচডি আইপিএস ডিসপ্লে দেবে অসাধারণ, নয়নাভিরাম ভিডিও দেখার অভিজ্ঞতা।এর উদ্ভাবনী ডিজাইনের ফলে ব্যবহারকারী একাধিক উপায়ে এটি ব্যবহার করতে পারবেন। এটির মোড গুলো হচ্ছে, হোল্ড, টিল্ট, স্ট্যান্ড ও হ্যাঙ্গ ।

১.৮৬ গিগাহার্জ গতি সম্পন্ন এই আইডিয়াপ্যাডে রয়েছে ইন্টেল অ্যাটম জেড ৩৭৪৫ ৪ কোর প্রসেসর, ২ জিবি র‌্যাম , ৩২জিবি স্টোরেজ। এটি অ্যানড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম সমৃদ্ধ। ট্যাবটিতে আছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১.৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা । এতে ব্যবহৃত হয়েছে ৯৬০০মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যা ১৫ ঘন্টা ব্যাকআপ দেবে। এছাড়াও ট্যাবটিতে রয়েছে ফোরজি এলটিই সিম কানেকটিভিটি ।এক বছর ওয়ারেন্টি সহ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৫০০টাকা।


আরো বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন:
view this link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.