![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিটলার তার অপকর্মের জন্য আজ ও বিশ্বব্যাপী ঘৃনিত। আনা ফ্রাঙ্ক্যের ডায়রী পড়ে কান্না পেয়েছিল খুব। মনে হয়েছিল মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয়? কিন্তু এই নিষ্ঠুর মানুষটি কিছু অসাধারণ বাণী রেখে গেছেন। তাকে পছন্দ না করলেও তার এই বাণীগুলো অসাধারণ লাগে। এর মধ্যে একটি হল " If you tell a big enough lie and tell it frequently enough, it will be believed"। মানে হল একটি বড় মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চাইলে তা বারবার বল এক সময় তা সবাই বিশ্বাস করতে শুরু করবে।
কয়েকদিন আগে চ্যানেল ঘোরাতে ঘোরাতে স্টার জলসায় এসে দেখলাম একটা সিরিয়ালে গ্রামের এক মহিলার মুখ দিয়েও এই একি কথা বেরোচ্ছে। একটু অন্য ভাবে। ঐ মহিলা একটি মিথ্যা কথা বলেছে। নায়িকার প্রতিবাদ এটা মিথ্যা । তখন তার উত্তর "এই মিথ্যাটাই যখন গ্রামের সবাই মিলে বলবে তখন সত্য হয়ে যাবে"।
আমরা কি সেরকম কিছু করছি কিনা সেটা আমদের সবারই ভাবা দরকার। অমুকে এটা বলেছে কাজেই এটা সত্য আমি ও তা বলবো প্রচার করব এটা ঠিক না। কারণ নিজের অজান্তে ও কোন মিথ্যা কথার স্বাক্ষী হওয়া বোধ হয় উচিত নয়। যে কারও নামে একটা অভিযোগ উঠলে সেটার প্রমাণ না হওয়া পর্যন্ত তার পক্ষে বা বিপক্ষে অবস্থান নিয়ে এত কথা বলে সময় নষ্ট করার কি মানে বুঝি না। তাতে ক্ষতি ছাড়া লাভ তো কিছু হতে দেখলাম না আজ পর্যন্ত।
©somewhere in net ltd.