নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ময়ূরকণ্ঠী

আকাশ কুসুম স্বপ্ন দেখি

ময়ূরকণ্ঠী › বিস্তারিত পোস্টঃ

এইম ইন লাইফ

১১ ই জুন, ২০১৪ দুপুর ১:১৫

ছোটবেলায় এইম ইন লাইফ নিয়ে রচনা লিখেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর লিখতে শেখার আগে বাবু তুমি বড় হয়ে কি হবে এ প্রশ্নের উত্তর দিতে হয়েছে সবাই কে। কিন্তু কয়জন তাঁর এইম ইন লাইফ ঠিকমত পূরণ করতে পারে ? অনেকে আছেন এক সাবজেক্টে পড়াশোনা করে হয়ে কর্মজীবনে হয়ে উঠেছেন একদম অন্য এক বিষয়ের দিকপাল...তেমন সব দিকপালদের একজনকে নিয়ে আজকের লেখা।





আর্জেন্টিনায় যখন বেড়ে উঠছিলেন গুস্তাভ বিদ্যালয়ের শিক্ষকরা তাঁর মধ্যে পদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহ জাগিয়ে তোলেন। তখন থেকে তাঁর স্বপ্ন একজন পদার্থবিদ হওয়া। অথচ বিদ্যালয়ে তাঁর স্পেশালাইজেশান ছিল ইন্ডাস্ট্রি। স্বপ্নের সেই পথ ধরে বুয়েন্স আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে তাঁর পদার্থবিজ্ঞানে স্নাতোকোত্তর ডিগ্রী লাভ। প্রফেসর কে আর শ্রীনিভাসানের সাথে কাজ করার ইচ্ছা তাকে টেনে নিয়ে যায় ইয়েলে, যেখানে তিনি ফ্লুইড টারবুলেন্স এর উপর কাজ করে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।১৯৯৪ সালে যখন তিনি পিএইচডি করেন হিউম্যান জিনোম প্রজেক্টের কাজ তখন পুরোদমে চলছে। যদিও তাঁর পিএইচডির বিষয়টি পদার্থবিজ্ঞানের নতুন একটি বিষয় ছিল তবুও তাঁর আগ্রহ জন্মালো জিনোম গবেষণায়। গুস্তাভের মনে হয়েছিল ফ্লুইড টারবুলেন্সকে যদি পরিসংখ্যান দিয়ে বোঝার চেষ্টা করা যায় তাহলে পরিসংখ্যানের সাহায্য নিয়ে জিনোমকে বোঝা যাবে না কেন? এই চিন্তার ফলাফল কম্পিউটেশানাল জীববিজ্ঞানে তাঁর তিন বছরের পোস্টডক্টরাল ফেলোশিপ যা তিনি করেন রকফেলার ইউনিভার্সিটি থেকে। এরপর এন ই সি রিসার্চ ইন্সটিটিউট থেকে ছয় মাসের ফেলোশিপ করেন। এরপর বায়োইনফরম্যাটিক্স এর এক কনফারেন্সে আইবিএম রিসার্চ এর কম্পিউটেশানাল বায়োলজির রিসার্চার এর বিজ্ঞাপণ দেখে লুফে নেন সেই সুযোগ। আর এভাবেই ছোটবেলা থেকে পদার্থবিদ হতে চাওয়া মানুষটি হয়ে উঠলেন জীববিজ্ঞান পরিবারের একজন।

১৯৯৮ সালে আইবিএম এ যখন কাজ শুরু করলেন তখন তাঁর মনে হল আকাশের চাঁদ হাতে পেলেন।এখানে এসে এমন সব গবেষকদের দেখা পেলেন যাদের কথা তিনি এতদিন শুধু পড়েই আসছিলেন। চার্লস্‌ এইচ বেনেট, বেনয়েট ম্যান্ডেলব্রট এবং গ্রেগরি কাইটিন এর মত গবেষকদের তিনি ক্যাফেটেরিয়ায় চোখের সামনে দেখতে পাচ্ছেন তাদের সাথে বসে কফি খেতে পারছেন যা এতদিন তাঁর স্বপ্নের ও অগোচরে ছিল।

আইবিএম জীববিজ্ঞান নিয়ে কাজ করছে এই তথ্য অনেকেরই অজানা। অথচ গুস্তাভ স্টলোভিস্কি আইবিএম রিসার্চের ফাংশানাল জিনোমিক্স এবং সিস্টেম বায়োলজি গ্রুপের ম্যানেজার। তাঁর কাজ নিয়ে নিউইয়র্ক টাইমস্, দি ইকোনমিস্ট এবং সায়েন্টিফিক অ্যামেরিকান এর মত বিখাত পত্রিকা গুলো ফিচার লিখেছে। তাঁর রয়েছে শতাধিক পেপার এবং ডজন খানেক পেটেন্ট।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.