নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
দীর্ঘদিন ধরে ব্লগে কোন নতুন পোস্ট দেয়া হয় না। কয়েক লাইন লেখার পর আর লিখতে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয়, দুনিয়ার সকল গাঁজাখুরি লাইন এসে জড়ো হয়েছে আমার আঙুলে। ফলে দিন দিন বেড়ে চলেছে ড্রাফট পোস্টের সংখ্যা। ভাবতে অবাক লাগে, একটা সময় প্রতিমাসে ভালো ভালো পোস্ট দেয়ার জন্য রীতিমত পড়াশুনা করতাম, প্রতিযোগিতা করতাম। আগে একটা অলিখিত প্রতিযোগিতা ছিলো যে, কে কত অভিনব, বুদ্ধিদীপ্ত, সৃজনশীল পোস্ট দিতে পারবে। সকলের মধ্যে একটা উত্তেজনাও বিরাজ করত। সেই আমি লাস্ট পোস্ট দিয়েছি প্রায় ৭ মাস আগে। আসলে ব্লগিং একটা ছন্দের মত। কোন কারনে ছন্দ পতন হলে তা আবার ফিরে পাওয়া মুসকিল। এই হারানো ছন্দ ফিরে পেতে হালকা একটা পোস্ট দিলাম। আমার এই পোস্ট সকল সহব্লগারদের উৎসর্গ করলাম, যাদের সাথে এই ব্লগের মাধ্যমে পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, শত্রুতা (!!) হয়েছে এবং যাদের সাথে অনেক সময় কাটিয়েছে তাদের সবাইকে এবং বিশেষ করে বর্তমান সময়ে যারা প্রতিশ্রুতিশীল ব্লগার হিসেবে নিজেদের প্রমান করেছেন তাদের সবাইকে এই পোস্টটি উৎসর্গ করলাম।
চলতি পথের অনেক দৃশ্য এবং দৃশ্যের ভেতরের কিছু গল্প নিয়ে একটি ছবি ব্লগ সাজানোর চেষ্টা করেছি। শতভাগ 'ছবি ব্লগ' হিসেবে দাবি করলে নতুন ব্লগাররা বিভ্রান্ত হবেন। এখানে যে ছবি এবং বর্ণনা উঠে এসেছে তা মুলত আমার ব্যক্তিগত পছন্দ এবং ভ্রমন অভিজ্ঞতা থেকেই সংগ্রহ করা।
১। এটা ঘাসফুলের ছবি। সবুজের মাঝে সাদা ফুলগুলো খালি চোখে হয়ত নিতান্তই সাধারন লাগবে, তবে ক্যামেরার চোখে আমি কিছু ভিন্নতা খুঁজে পেয়েছি।
২। এই ছবিটি গুলশান- বাড্ডা লিংক রোড থেকে তোলা। সময় সকাল ১১টা। একজন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তার গাড়ি। আড়াআড়ি করে রাখার কারনে পুরো রাস্তা জ্যাম হয়ে গিয়েছিলো। সুর্য থেকে অনেক যে বালি গরম হয় তার প্রমান পাওয়া গেলো গাড়িটি সরাতে বলায়। ক্ষমতার দাপট, আইনের শাসনের প্রয়োগ না থাকায় জানালার কাঁচ নামিয়ে হুমকি দিলেন কর্মকর্তার স্ত্রী। ক্ষমতাবানদের এই সব হুমকি ধামকি, খিস্তি খেউড়ের সাথেই সাধারন মানুষের বসবাস। তারা যতক্ষনে গর্জে উঠার সিদ্ধান্ত নিলো, ততক্ষনে সিগন্যাল ছেড়ে দিয়েছে। আমাদের জনগন সময়মত গর্জে উঠবে কবে?
৩। শহর বিদীর্ণ করে বয়ে চলেছে এক ব্যস্ত নদী। যাকে মাঝে মাঝে রাজপথ ভেবে ভ্রম হয়।
৪। এক অদ্ভুত যুদ্ধক্ষেত্র, যেখানে সবুজ পরাজয় জেনেও লড়াই করছে সুউচ্চ নগরায়নের সাথে। বিষন্ন কালো মেঘ ডাক যেন কার্বনের অট্রহাসি।
৫। রাতের খাবারের প্রস্তুতিতে ব্যস্ত একজন কর্মজীবি গৃহবধু।
৬। একটি রকমারী পন্যের দোকান। বামপাশে দাঁড়ানো বিক্রেতার চোখ মুখ বলে দিচ্ছে ব্যবসা ভালো হয় নি।
৭। কিছু 'ঋণ খেলাপী' মানুষের তালিকা।
৮। রূপচর্চায় আমাদের ছেলেরাও এখন পিছিয়ে নেই। রাত পোহালেই ঈদ।
৯। একজন 'প্রজাপতি', ডানা মেলে উড়বার অপেক্ষায়।
১০। গোমতি নদী, মেঘনা-গোমতি সেতু থেকে তোলা। ইচ্ছে করছে একটা নৌকা হয়ে নদীর বুকে ভেসে পড়ি।
১১। মেঘ তো নগরেও আসে, কিন্তু গোধূলি কবে আসবে?
১২। গুলশান লেকের দুর্লভ সৌন্দর্য। প্রচন্ড গরমেও এখানে বেশ শীতল বাতাস বয়ে যায়।
১৩। এই ভদ্রলোক একজন ফটোগ্রাফার। কক্সবাজার বীচে তিনি সম্ভাব্য ক্লায়েন্ট অনুসন্ধান করছিলেন। তার অজান্তেই আমি এই ছবিটি তুলেছি আমার হোটেলের বারান্দা থেকে।
১৪। এই ছবিটা আমাদের কক্সবাজারের। দূরে সারি সারি ছাতা দেয়া চেয়ার পাতা, সবে মাত্র সকাল হচ্ছে, রাস্তার পাশে কেয়ারী করা ফুলের বাগান। চাইলে পুরো শহর এমন সাজে সাজতে পারে।
১৫। সমুদ্রের একটা বিশাল ক্ষমতা আছে। সমুদ্র এক নিমিষেই আপনাকে বড্ড ক্ষুদ্র বানিয়ে ফেলতে পারে। বিষন্নতা সৌন্দর্য হয়ে ধীরে ধীরে আপনাকে গ্রাস করে।
১৬। এই চাইনিজ ভদ্রলোকের নাম ভুলে গেছি। দুইভাই মিলে বাংলাদেশে বেড়াতে এসেছেন। সাত সকালে বড্ড বিড়ম্বনায় পড়লেন। সমস্ত কক্সবাজারের ফকির মনে হয় তাঁর পিছে পড়েছেন। লাবনী বীচ থেকে হোটেল সায়মন পর্যন্ত এসে অটোওয়ালা উনার কাছে ভাড়া চেয়েছে ১০০ টাকা। আমাদের মানসিকতা এখনও উন্নত হয় নি। আমরা ভদ্রতা, নৈতিকতা শিক্ষা পাইনি, আমরা যেহেতু লুটপাটের মধ্য দিয়ে বেড়ে উঠছি, আইনের প্রয়োগ দেখছি না, তাই সুযোগ পেলেই আমরা তার বহিঃপ্রকাশ ঘটাই। যে দেশ পর্যটকদের নিরাপত্তা দিতে পারে না, সঠিক সার্ভিস দিতে পারে না, হয়রানি বন্ধ করতে পারে না, সেই দেশে পর্যটনের বিকাশ দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।
১৭। প্রচন্ড গরমের দিনে এই ছবিটি আমার এক টুকরো স্বস্তির জায়গা। অনাগত বৃষ্টি!!
১৮। ডানকান চা বাগান। দিগন্ত বিস্তৃত এই চা বাগানের মাঝে দিয়ে চলে গেছে ভারত সীমান্ত।
১৯। এই ছবিটা আমার অফিসের বাগানে তোলা। সংরক্ষিত ছোট্ট জলাধারে ফুটেছে শাপলা। তাতে পড়েছে মেঘের ছায়া। আমি নাম দিয়েছি মেঘফুল।
২০। যার হাতে প্রজাপতি বসে, তার দ্রুত বিয়ে হয়। এই বোকা প্রজাপতিটি উড়ে এসে আমার হাতে বসেছিলো। বেচারা আসতে দেরী করে ফেলেছে।
আজকে আপাতত এইটুকুই। আশা করি অন্য পোস্টে দ্রুতই দেখা হবে। সবাই ভালো থাকুন। শুভ ব্লগিং।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পর্যবেক্ষন তালিকা কোথায় পাবো বলেন??
আর কোন বিষয়ে পোস্ট দিতে পারি, সেই বিষয়ে সাজেস্ট করুন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৬
গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: পর্যবেক্ষন তালিকা কোথায় পাবো বলেন??
আর কোন বিষয়ে পোস্ট দিতে পারি, সেই বিষয়ে সাজেস্ট করুন।
হুঃ হাঃ হাঃ
আগে একটা অলিখিত প্রতিযোগিতা ছিলো যে, কে কত অভিনব, বুদ্ধিদীপ্ত, সৃজনশীল পোস্ট দিতে পারবে। সকলের মধ্যে একটা উত্তেজনাও বিরাজ করত। সেই আমি লাস্ট পোস্ট দিয়েছি প্রায় ৭ মাস আগে। আসলে ব্লগিং একটা ছন্দের মত। কোন কারনে ছন্দ পতন হলে তা আবার ফিরে পাওয়া মুসকিল। এই হারানো ছন্দ ফিরে পেতে হালকা একটা পোস্ট দিলাম।
আশা করছি, ছন্দ ফিরে পাবেন! এই পোস্টে জট খুলে যাক সেই জন্য মনা পীরের কাছে যাইয়া মানত করে আসতে পারেন।
আর আইডিয়াটা নাহয় ভিন্নপথেই পাচার করি!
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা! অনেক ধন্যবাদ। হ্যাঁ। এই রকম বহু বিষয়ের লেখা ড্রাফট হিসেবে জমা আছে। আশা করি দ্রুত তারা আলোর মুখ দেখবে।
৩| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩২
আমি তুমি আমরা বলেছেন: ৩। শহর বিদীর্ণ করে বয়ে চলেছে এক ব্যস্ত নদী। যাকে মাঝে মাঝে রাজপথ ভেবে ভ্রম হয়।
পোস্টে দ্বিতীয় ভাল লাগা
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগল।
৪| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৯
অরুনি মায়া অনু বলেছেন: এইতো সুন্দর একটি ছবি ব্লগ নিয়ে ফিরে এসেছেন। আশাকরি এবার থেকে আপনাকে পাব। আসলে ফিরে আসাটাই আসল।
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক বলেছেন, ফিরে আসাটাই আসল। আমার ব্লগে আপনাকে স্বাগতম। শুভেচ্ছা জানবেন।
৫| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০৯
সোহানী বলেছেন: ক্রিয়েটিভ লেখকরা একটু দেরীতেই পোস্ট দেয়
ছবি+বর্ননা পোস্টে ভালোলাগা সহ ++++++++++
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে সোহানী আপু! আছেন কেমন?
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ব্লগ পোস্ট নিয়ে আবার ফিরে আসতে পারছি, এটাই আনন্দ।
৬| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৩:২৭
সচেতনহ্যাপী বলেছেন: আসলে ব্লগিং একটা ছন্দের মত। কোন কারনে ছন্দ পতন হলে তা আবার ফিরে পাওয়া মুসকিল। এই হারানো ছন্দ ফিরে পেতে এটা অলসতা বা ব্যস্ততায়ও বাস্তব সত্যি কথা।
অনেকদিন হলেও ফিরে এলেন, এটাই তো পাওয়া।।
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন, এটাই প্রাপ্তি। আপনারা নিয়মিত ব্লগিং করে যাচ্ছেন দেখে আনন্দিত।
৭| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৩:২৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আমিও দীর্ঘদিন থাইকা কোন পোষ্ট দেই নাই। গোটা পোষ্ট লেখার এনার্জিও পাইতাছি না (ছবি রি-সাইজ করে)। তাই আপনার পোষ্ট জোড়া দিলাম হে হে হে একজন কানাডা প্রবাসি সফল কৃষকের ১০ ফুট বাই ৫ ফুট আকারের কমিউনিটি বাগানে উৎপাদিত ফসল ছবি দিলাম
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধুর মিয়া! আপনের লগে কথা নাই। মুখবইয়ে আপনার পাতা নাই দেখে বড়ই চিন্তিত হয়েছিলাম। ঘটনা দেখি, ১০ বাই ৫ ফুটে পুরা বাংলাদেশ বানাইয়া ফালাইছে।
৮| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩১
মহা সমন্বয় বলেছেন: দারুণ কিছু ছবি দেখলাম ছবির বর্ণনা গুলোও ভাল লেগেছে।
৩। শহর বিদীর্ণ করে বয়ে চলেছে এক ব্যস্ত নদী। যাকে মাঝে মাঝে রাজপথ ভেবে ভ্রম হয়।
এইটা আবার কোন কোন শহর?
৪ নং ছবিটি অসাধারণ লেগেছে।
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যে শহরে আমাদের সকল মানবিকতা, প্রাকৃতিক সজিবতা ঢাকা পড়ে আছে, এটা সেই শহর।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ২৬ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:২৭
ফেরদৌসা রুহী বলেছেন: সবগুলি ছবিই সুন্দর আর ছবির পেছনের টুকটাক কথাগুলিও জানা হলো।
ফিরে আসুন আবারো, নিয়মিত হোন।
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, আপু। নিয়মিত হবার চেষ্টা করছি। আপনাদের চমৎকার ব্লগিং আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
১০| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩০
নিরব জ্ঞানী বলেছেন: ৩, ৪, ৬, ৯, ১০,১১ ১৯ ছবিগুলো ভাল হয়েছে।
ছবিগুলো বড় করে আপলোড দিলে ভাল হত।
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বড় করেই তো দিলাম। এর বেশি বড় মেবি হয় না। আপনি কি মোবাইল থেকে ব্যবহার করছেন??
আমার ব্লগে আপনাকে স্বাগতম এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ জানবেন।
১১| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৮
সাহসী সন্তান বলেছেন: কাল্পনিক_ভালবাসা নামে যে কেউ একজন সামুর ক্রিয়েটিভ ব্লগার আছে/ছিল সেটা যখন জাতি ভুলতে বসেছিল, ঠিক তখনই এমন একটা ফটো ব্লগ উপহার দিয়ে নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
ছবি আর বর্ননা মিলিয়ে চমৎকার পোস্ট! ইয়ে নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক ২০ নাম্বার ছবির ফিডব্যাক পেয়েছিলেন কিনা জাতি জানতে চায়!
চমৎকার পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ সাহসী সন্তান। সকলের মাঝে ফিরে আসতে পেরে দারুন লাগছে। ফিলিং হোম।
আপনার স্বতস্ফুর্ত ব্লগিং আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
১২| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৪
ক্লে ডল বলেছেন: সে অনেক অনেক দিন আগের কথা, যখন আমি ব্লগার ছিলাম না। আপনার লেখা একটা গল্প পড়েছিলাম। চমৎকার ছিল!!
প্রত্যাবর্তনে অভিনন্দন!
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাহ! তাই নাকি! কোন গল্প পড়েছিলেন??
আমার ব্লগে আপনাকে স্বাগতম। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।
১৩| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫২
সুমন কর বলেছেন: ক্যাপশনগুলো দারুণ হয়েছে, সাথে ছবিগুলোও.....+।
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই! আপনার প্রশংসা পেয়ে আনন্দিত।
কৃতজ্ঞতা জানবেন।
১৪| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: ছবি ব্লগ দারুন হয়েছে!
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ
১৫| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ছবিগুলোতে বর্তমান সময়ের কিছু বাস্তবতা ফুটে উঠেছে।
শুভ প্রত্যাবর্তন।
২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৬| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: চমৎকার সব ছবি। তবে ১,৩,৪,৯,১০,১১,১২,১৩,১৪,১৮,১৯,২০ গুলো একটু বেশীই ভালো লেগেছে।
২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ শোভন! শুভেচ্ছা রইল।
১৭| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫০
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: অনেক কথা, অনেক ছবি, অনেক তথ্য, অনেক হাতছানি। কথা, ছবি, উপস্থাপনা ভাল লাগল। ধন্যবাদ।
২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। পাঠে কৃতজ্ঞতা জানবেন।
১৮| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছবিগুলো সুন্দর। লেখা আরো বেশি।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র ভাই। একমাত্র ব্লগেই রাজপুত্রদেরকে ভাই বলা সম্ভব। হাহাহা।
পাঠে কৃতজ্ঞতা জানবেন।
১৯| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
পয়গম্বর বলেছেন: "এখন থেকে কাল্পনিক_ভালোবাসা'র থেকে নিয়মিত লেখা চাই" - এক দফা এক দাবী।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা এইভাবে বললে তো বিপদ পয়গম্বর ভাই। যদিও আপনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। ব্লগে আপনি চমৎকার একটি সিরিজ শুরু করেছেন, আমরা নিয়মিত তা ফেসবুক পেইজেও শেয়ার করছি। ফলে পাঠকরা কানাডা ইমিগ্রেশনের ব্যাপারে প্রায় শতভাগ সত্য এবং কার্যকরী তথ্য জানতে পারছেন।
আপনাদের সাথে সহ ব্লগার হিসেবে লেখা অবশ্যই একটি আনন্দজনক অভিজ্ঞতা, আমি তা থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না।
২০| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৮
গোফরান চ.বি বলেছেন: ১৯। এই ছবিটা আমার অফিসের বাগানে তোলা। সংরক্ষিত ছোট্ট জলাধারে ফুটেছে শাপলা। তাতে পড়েছে মেঘের ছায়া। আমি নাম দিয়েছি মেঘফুল।
অসাধারণ কাভা ভাই । আনলাকি ১৩ নাম্বার ্ টা আমিই দিলাম
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন।
২১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিন্ন রকম উপস্থাপনায় মুগ্ধতা
+++++++++++++++
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী ভাই।
২২| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮
প্রামানিক বলেছেন: যেমন ছবি তেমন বর্ননা। সব মিলিয়ে দারুণ।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই। আশা করি আপনি এখন সুস্থ হয়েছেন।
২৩| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫২
পুলহ বলেছেন: ছবিগুলো বড় করে দিতে পারতেন ভাই। এনিওয়ে, বেশিরভাগ ছবির ক্যাপসন সুন্দর, উইটি এবং সর্বোপরি অ-সা-ধা-র-ণ। আমি ফটোগ্রাফির টেকনিকাল খুটিনাটি অত বুঝি না, কিন্তু তারপরো বলবো- পোস্টটাতে নিশ্চই কিছু আর্টিস্টিক ছবিরও সমাবেশ ঘটেছে।
3 7 9 10 15 16 17 18 19 ছবিগুলোর ক্যাপশন/ সৌন্দর্য আলাদাভাবে ভালো লেগেছে।
সবশেষে- শুভ হোক প্রত্যাবর্তন! ফিরে আসুক "আগে একটা অলিখিত প্রতিযোগিতা ছিলো যে, কে কত অভিনব, বুদ্ধিদীপ্ত, সৃজনশীল পোস্ট দিতে পারবে..."-- সে যুগ, যেটা আমার মত নতুন ব্লগারদের কাছে অদেখা, অচেনা...
শুভকামনা!
৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পুলহ ভাই! প্রথমেই দেরীতে জবাব জন্য দুঃখ প্রকাশ করছি। নানা বিধ কারনে জবাব দিতে কিছুটা দেরী হয়ে গেলো।
ছবি পোস্ট করে আমার নিজেরও অনেক আফসোস হচ্ছিলো যে ইমেজ সাইজ যদি আরো কিছুটা বড় হতো, তাহলে বেশি ভালো হতো। ব্লগের টেকনিক্যাল টিমে যারা কাজ করেন, তাদের কানে এই বিষয়ে কথা তুলেছি, ইমেজ যেন আরো বড় করে দেয়া যায়, সেই বিষয়ে প্যান প্যান শুরু করে তাদের বেশ বিরক্ত করেছি। আশা করছি, প্যান প্যান দ্রুত কাজে আসবে।
আর্টিস্টিক ছবির ব্যাপারে গোপন একটা কথা বলি। আর্টিস্টিক ছবি তোলা সত্যি বেশ কঠিন। আমি খুবই সাধারন মানের ফটোগ্রাফার। তাই এটা আমার কম্মো নয়। তবে ইদানিং ফেসবুকে দেখি অনেকেই উল্টা পাল্টা যে কোন ছবিতে কঠিন সব শিরোনাম দিয়ে আর্টিস্টিক ছবির তকমা আদায় করে নিচ্ছেন। আমিও আসলে সেই 'শিরোনাম' পদ্ধতি কাজে লাগিয়েছি। মনে হয় আপনাদের সবাইকেই ধোঁকা দিতে সক্ষম হয়েছি।
হ্যাঁ, আমিও খুব চাই নতুন ব্লগারদের মধ্যে এই প্রতিযোগিতাটি আবার ফিরে আসুক। আপনারা অনেকেই দারুন ব্লগিং করছেন। দেখেন না, পুরানো অনেকেই আবার ফিরে আসছে!! ধন্যবাদ আপনাদেরও সাথে থাকার জন্য।
২৪| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮
জেন রসি বলেছেন: ব্লগের প্রতি আপনার আবেগ, বিরহ যন্ত্রনা,ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা সবই এই পোস্টের কিছু কথায় প্রতিফলিত হয়েছে।
উপভোগ না করতে পারাটাই আসল বিপদ। তাই একটাই শুভকামনা রইলো। উপভোগ করে যান।
৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জন রসি ভাই। ব্লগের উপর মানবিক আবেগের প্রায় সবগুলো শাখা প্রশাখা ইতিমধ্যে ঘেটে ফেলেছি। এখান থেকে পালানোর কোন উপায় নেই। অনেকদিন আপনার পোস্ট দেখি না। বর্তমান সময়ে সচেতনতা সৃষ্টির জন্য আপনাদের মত ব্লগারদেরই এগিয়ে আসতে হবে।
বাই দ্য ওয়ে, দেরীতে জবাব দেয়ার জন্য দুঃখিত।
২৫| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০২
মামুন ইসলাম বলেছেন: যাক অবশেষে দীর্ঘ সাত মাস পরে আগমণ ঘটলো ।ছবি আর বর্ননা মিলিয়ে চমৎকার একটি পোস্ট ।
৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। মন্তব্যের জবাব দিতে কিছুটা দেরী হলো বলে দুঃখিত।
২৬| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৮
ব্লগ সার্চম্যান বলেছেন: আবার নিয়মিত হন । আমরা আপনার নতুন লেখার অপেক্ষায় থাকলাম ।আর এ পোস্টটিও সুন্দর ও ভালো লাগল ।
২৭| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪০
মনিরা সুলতানা বলেছেন: হোয়াট এ ছবি ময় দারুন প্রত্যাবর্তন কাভা !
ওয়েলকাম ব্যাক
২৮| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৫
ডঃ এম এ আলী বলেছেন:
এ ব্লগে আসার পর এটাই পেলাম আপনার প্রথম পোস্ট ।
তাই এটা প্রত্যাবর্তন নয় আমার কাছে শুভ আগমন।
পোস্টের ছবিমালা সাথে দারুন ক্যাপসন বিবরণ
একরাশ মুগ্ধতা ছড়িয়ে গেল । অগনিত মুগ্ধ
ব্লগারদের প্রতি উৎসর্গকৃত মনোরম এ
সুন্দর ছবি ব্লগের প্রতি রেখে গেলাম
শুভেচ্ছার সচিত্র কিছু প্রতিফলন ।
ক্যকটাসফুলের শুভেচ্ছা , ছবিটিই বলে দেয় নীজেদের সাথে পুস্পের কেমন ভাব বিনিময়
কাল্পনিক নয় সত্যিকার ভালবাসা এমনিভাবে রইবে ব্লগারদের প্রতি সর্বসময় ।
[img|http://i.imgur.com/H
২৯| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: ছবিব্লগ সব সময়ের জন্যই প্রিয় বিষয় আমার।
আপনার চমৎকার ক্যাপশনগুলো নতুন মাত্রা যোগ করেছে।
৩ নাম্বার ছবির নদীটা কোন নদী?
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা!!!
৩০| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:২৮
মাদিহা মৌ বলেছেন: অনেকদিন পর লিখতে বসে বানান টানান সব ভুলে বসলেন নাকি? অট্রহাসি নয় অট্টহাসি।
এটা যে টাইপো, আমিও জানি। কিন্তু সবাই এত আক্ষেপ নিয়ে আপনায় পুনরাবির্ভাবে স্বাগতম জানাচ্ছিল যে আমার মনে হলো, একটু অন্যরকমভাবে বলি।
আপনার ব্লগে আপনাকে নতুন করে সু-স্বাগতম। এখন থেকে নিয়মিত পোস্ট করবেন কিন্তু!
ছবি ব্লগ ভালো হয়েছে। তারচেয়েও বেশি ভালো হয়েছে ক্যাপশনগুলি। প্রজাপতি গায়ে বসলে বিয়ে হয়? আমি তো জানতাম, সৌভাগ্য বয়ে আনে।
আর নয় নং এর প্রজাপতির ওড়না-ডানায় কি আপনি হালকা এডিট করেছেন? মনে হচ্ছে আলগা একজোড়া প্রজাপতির ডানা বসিয়ে দিয়েছেন ওর উপর।
৩১| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪২
হাসান মাহবুব বলেছেন: ছবি এবং ছবির গল্প ভালো লাগলো। তিন নাম্বারটা দেখে সত্যিই নদী মনে হচ্ছে। যেন একটা ফ্যান্টাসি মুভির এ্যানিমেটেড ফ্রেম।
৩২| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৬
অদৃশ্য বলেছেন:
শুভ প্রত্যাবর্তন কাল্পনিক ভাই... ছবিসহ লিখাটি গতকালকেই দেখেছি... সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হতে থাকে... আমরা চাইলেও অনেককিছুই আগেরমতো রাখতে পারিনা... তবে প্রকৃত ভালোবাসা সবসময়ই আপনাকে কাছে টানবে, যেখানেই থাকুননা কেন...
প্রিয় কাল্পনিক ভাইয়ের জন্য
শুভকামনা...
৩৩| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০
প্রিয়তমেষূ বলেছেন: সুন্দর সব ছবি, ভালো লাগলো।
৩৪| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৫
কাবিল বলেছেন: যে দেশ পর্যটকদের নিরাপত্তা দিতে পারে না, সঠিক সার্ভিস দিতে পারে না, হয়রানি বন্ধ করতে পারে না, সেই দেশে পর্যটনের বিকাশ দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ভাল বলেছেন।
৩৫| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৭
রিফাত ২০১০ বলেছেন: কাল্পনিক ভাই ভালো আছেন ?
৩৬| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২২
জে.এস. সাব্বির বলেছেন: "মাঝে মাঝে মনে হয়, দুনিয়ার সকল গাঁজাখুরি লাইন এসে জড়ো হয়েছে আমার আঙুলে।"
আপনার গাঁজাখুরি লাইনগুলি ঠিক কেমন হতে পারে...... জানতে খুব সাধ জাগে ।উপায় বাতলায়ে দিবেন কি??
ছবিগুলো সম্পর্কে কি আর বলবো!!!!!!!! ৫ নং ছবিটা কি পূর্বানুমতি সাপেক্ষে তোলা হয়েছিল
৩৭| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৩
বিজন রয় বলেছেন: ওয়েলকামব্যাক।
৩৮| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৫
বিজন রয় বলেছেন: কোন কিছু লেখার না পেলে কবিতা লিখুন এবং পোস্ট করুন।
৩৯| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০১
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ ভালোবাসা,
ব্লগের অনেক অদৃশ্য কিছু এবং দৃশ্যমান ভেতরের ক্যানভাসে যার চোখ নিরত নিবদ্ধ , তাকে চোখে হারাইনে কখনই । তার ছায়া তো পড়ে থাকেই ব্লগে । তাই সাত মাসই নয়, সাত বছরও তার অনুপস্থিতি মনে হয় আমাদের অনুভবে আসবেনা । মাইকেলের মতো বলতে হয় --- শতত কা-ভা তুমি পড় মোর মনে ....।
বিজন ঘাসের ফুল দিয়ে যে ছবিব্লগ শুরু তা অনবদ্য তো হতেই হয় !!!
তবুও ফিরে আসাতে স্বস্তি । শুধু আড়ালেই নেই কা-ভা; আছে কাছেও ।
৪০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২১
তামান্না তাবাসসুম বলেছেন: ৩,৪,৮, ১২,১৩,১৫ ১৯,২০ সবচেয়ে বেশি ভাল লেগেছে।
আপনার রম্য লিখা মিস করছি।
৪১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
ধমনী বলেছেন: প্রত্যাবর্তন এর মাধ্যমটা ভাল। আর ছবিগুলোতো সেইরাম।
৪২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছবি ব্লগ এবং সেই সাথে বুদ্ধিদীপ্ত ক্যাপশন। খুব ভাল লেগেছে। + +
৪৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ২৫ তম ভাললাগা ভাই, অন্যরকম ছবি ব্লগ, অনেক ভাল লাগল।
৪৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬
জুন বলেছেন: প্রত্যাবর্তনের লেখাটিতে অনেক ভালোলাগা কাল্পনিক।
৪৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬
আনিকা সালসাবিল নীলাঞ্জনা বলেছেন: সুন্দর
৪৬| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৬
সামিয়া বলেছেন: ভীষণ আলাদা কনসেপ্টে ছবি ব্লগ। অনেক ভালোলাগলো।
৪৭| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২১
সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: জটিল একটি ছবি! ছবি এবং লেখা খুবই ভালো লাগলো। ধন্যবাদ।
৪৮| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন লাগল জাদিদ ভাইয়া
৪৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮
আবু তালেব শেখ বলেছেন: কাভা ভাই আপনি কই?
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৭
গেম চেঞ্জার বলেছেন: বেশ ক্রিয়েটিভ প্রত্যাবর্তন। আজ আপনাকে কথা প্রসংগে ৭ মাস ধরে পোস্ট নেই কেন জিজ্ঞেস করবো দু-তিনবার মনে মনে ভাবছিলাম(পর্যবেক্ষণ তালিকায়ও পাবেন)। পরে আর বলা হয়নি। এমনকি যে বিষয়ে পোস্ট দিতে পারেন সেটা সাজেস্টও করবো ভেবেছিলাম। হাঃ হাঃ
যাক নয়া পোস্টের অপেক্ষায় থাকলাম!!