নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগের ফেসবুক পেইজ।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

ফেসবুক বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম শক্তিশালী মাধ্যম। সহজলভ্যতা বা ইজি টু একসেস সুবিধার কারনে অনেক দেশি বিদেশী সংবাদপত্র, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তি, প্রতিষ্ঠান ইত্যাদি প্রায় সকলের এখন ফেসবুক একাউন্ট দেখা যায়। সামহোয়্যারইন ব্লগও এই ধারা থেকে পিছিয়ে নেই। আমাদেরও আছে একটি অফিসিয়াল ফেসবুক পেইজ।

এই পেইজে যদি লাইক না দিয়ে থাকেন, তাহলে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। ব্লগ সংক্রান্ত অনেক তথ্য এখানে পাওয়া যায়, তাছাড়া অনেক ক্ষেত্রে মডারেশন বা ব্লগ টিমের সাথে দ্রুত সময়ে যোগাযোগের জন্য এই পেইজটি একটি মাধ্যম হতে পারে। একটি তথ্য হয়ত অনেকেই জানেন না যে, যদি কোন পোষ্টকে ব্লগ টিম মানসম্মত বলে মনে করেন, তাহলে তা পর্যায়ক্রমে এখানে প্রকাশ করা হয়।

ফেসবুক পেইজে যা করা যাবে নাঃ
১। নিজেরা কোন পোষ্ট শেয়ার করতে পারবেন না।
২। নিজেদের কোন পোষ্ট লিংক দিয়ে 'প্লীজ শেয়ার করুন' টাইপের অনুরোধ করা যাবে না।
৩। কোন পোষ্ট ফেসবুক পেইজে প্রকাশিত হলে, মুল পোষ্টে সুনির্দিষ্ট কারন ছাড়া ফোন নাম্বার, ব্যক্তিগত ইমেইল ঠিকানা যুক্ত করা যাবে না।
৪। ব্লগ নাম পরিবর্তন, ইমেইল ঠিকানা পরিবর্তন ইত্যাদি পরিবর্তন সংক্রান্ত ম্যাসেজ পেইজের ইনবক্সে দেয়া যাবে না।
৫। ফ্লাডিং আইডি ব্যতিত অন্য কোন আইডির ব্যাপারে অভিযোগ অফিসিয়াল মেইলে জানাতে হবে।


ধন্যবাদ সবাইকে।
শুভ ব্লগিং।

মন্তব্য ৫৯ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

বিজন রয় বলেছেন: বাহ!!

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :)

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভালো উদ্যোগ - কিন্তু ছদ্মনামে যারা ব্লগিং করে তাদের হয়তো একটু সমস্য হতে পারে - ওয়েলকাম সামু+ফেবু!

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সমস্যার কিছু নেই। সেখানে আমরা কারো সত্যিকারের পরিচয় তুলে দিচ্ছি না। ব্লগ নাম দিয়েই যার যার লেখা প্রকাশিত হয়। অনুগ্রহ করে পেইজে ভিজিট করে আসলে আপনি বুঝতে পারবেন।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ফেসবুকে একজন ব্লগার আমায় বলছিলেন, সামুকে এক ক্লিকের যুগের সাথে আরো আপডেট হওয়া প্রয়োজন। আমি তখন থাকে বলেছিলাম, এক ক্লিকের সাথে পাল্লা দিতে গিয়ে ফেসবুকের মত মূল্যহীন বস্তুতে না আসায় সামুর লক্ষ্য, আর তাছাড়া সামু অনেক এগিয়ে গেছে। এরপর উনি আমার থেকে সহজে কিছু টিপস জেনে নিলেন!

যাই হোক, আমি সামুর ফেসবোক পেজের মাধ্যমে অনেক উপকার পেয়েছি, সেজন্য কৃতজ্ঞ। তবে সামুর (অ্যাপলিকেশন) সফটওয়্যার এর আপডেটের গতি কতদূর এগিয়েছে সেটা জানার খুব ইচ্ছে ছিল!

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। অ্যাপ সংক্রান্ত প্রয়োজনীয় আপডেট যথাসময়ে জানানো হবে।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: জানি এ ব্যাপারে
সামু নিয়েতো কম গবেষণা করলাম না ;)
পোস্ট দিয়েছি একখানা।
একটু দেইখেন কাভা ভাই :)

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখেছি। চলে - টাইপ পোষ্ট। আরো ভালো কিছু চাই।

শুভেচ্ছা রইল।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি ফেসবুক চালাই না, তবে আমার কোন লেখা কখনো সামুর ফেসবুক পেজে গেছে কিনা সেটাও জানিনা-

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খোঁজ নিয়ে দেখতে পারেন।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

ঠ্যঠা মফিজ বলেছেন: খুব ভালো একটা উদ্ধেগ। যদি লাইন না দিয়ে থাকেন তাহলে লাইক দিন লাইন ওখানে লাইক হবে সম্ভবত।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। সংশোধন করে নিয়েছি।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

নজসু বলেছেন: সুন্দর উদ্দ্যোগ।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :)

৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:

ভাল হলো । যদিও আমি ফেসবুকে নিজের বিচরন কমিয়ে দিয়েছি । তারপর ভাল হবে । এতে ব্লগ আর ব্লগিং সম্পর্কে মানুষ ধারনা পাবে । এছাড়া ব্লগারাও উতসাহিত হবেন ।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনি সঠিক বলেছেন।

৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

শাহিন-৯৯ বলেছেন:


সাধারণত যারা ফেসবুক চালায় তাঁরা সহজে কোন লিংকে ঢুকে না, তাই কতৃপক্ষের উচিত শেয়ারকৃত লেখাটি হুবুহু সেখানে দেওয়া সাথে লিংক দেওয়া তাহলে পেইজের ভিউয়ার বাড়বে যা ভবিষ্যতে সামুর কাজে লাগবে বলে আমার মনে হয়।
এখনতো দেখি বড়জোর ২০-৩০ জন লাইক দেয়। মানে ভিউয়ার খুব কম।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।

১০| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: এটা খুব ভালো হয়েছে।

হৃদয় এর গভীর থেকে ধন্যবাদ জানাই।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫

পদ্মপুকুর বলেছেন: ফেইসবুকে যাওয়াটা হয়তো অনিবার্য ছিলো, কিন্তু ব্যক্তিগতভাবে আমি ফেইসবুকে যাওয়ার মধ্যে খুব একটা কৃতিত্ব দেখিনা। ধারণা হিসেবে 'ব্লগ' এবং 'ফেইসবুক' কিছুটা কাছাকাছি হওয়ায় সামহোয়্যারইন বরং নিজস্ব স্বকীয়তা নিয়ে আলাদা থাকলেই ভালো হতো। তাছাড়া ফেইসবুক লেখার ক্ষমতাকে কমিয়ে দেয় বলেই আামার মনে হয়, অথচ সামহোয়্যারইনের মূল উপজীব্যই হলো সৃজনশীল লেখা।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা প্রচলিত রক্ষনশীল মনোভাব থেকে বের হয়ে আসতে চাইছি। আমরা মনে করি, এই ধরনের উদ্যোগের ফলে ব্লগ সম্পর্কে আরো অনেক মানুষ জানতে পারবে। ব্লগ এবং ফেসবুক দুটো আলাদা শক্তিশালী মাধ্যম। এই পেইজটির লক্ষ্য সামহোয়্যারইন ব্লগে প্রকাশিত বিভিন্ন লেখাকে আরো বেশি প্রচারের ব্যবস্থা করা, মানুষকে সামহোয়্যারইন ব্লগের লেখকদের সম্পর্কে জানানো।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

পদ্মপুকুর বলেছেন: ও অফটপিকে আরেকটা কথা। অ্যাডমিনের অংশ হিসেবে 'কাল্পনিক ভালোবাস' নামটা একটু হালকা হালকা মনে হয় আমার কাছে, এ ক্ষেত্রে স্বনাম হলেই বোধহয় ভালো হতো। ভালো থাকবেন, শুভ ব্লগিং।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনি একজন পুরানো ব্লগার, আপনি নিশ্চয় জানেন মডারেশন টিম বা মডারেটের সাথে ব্লগারদের একটি দুরত্ব চিরকাল ছিলো। কে মডারেট - এই নিয়ে ব্লগারদের কৌতুহল, আগ্রহ সবসময়ই ছিলো। আমি এই ব্লগে আর অন্য দশজন ব্লগারের মতই নিবন্ধন করি, একটি নির্দিষ্ট সময় প্রথম পাতায় সুযোগ পাই, মডারেশন টিমের বিরুদ্ধে অভিযোগ করি ইত্যাদি। আমি সেই সময়ে দেখেছি, ব্লগারদের সাথে মডারেশন টিমের একটি দূরত্ব রয়েছে। পরবর্তীতে আমি যখন এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত হই, তখন আমি আমার এই নামে পরিচিত। আমিই প্রথম মডারেশন টিমের সদস্য যিনি নিজের আইডি থেকে প্রকাশ্যে নিজের পরিচয় ব্লগারদের কাছে তুলে ধরে ব্লগারদের যে কোন সমস্যায় সবচেয়ে কাছে থাকার চেষ্টা করছে।

'কাল্পনিক ভালোবাসা' নামটি হালকা মনে হতে পারে। তবে ব্যক্তি আমার কাছে বিষয়টি বেশ জটিল। কারন যে কোন ম্যাটাফোরকে ব্যাখ্যা করা খুবই কঠিন একটি কাজ।

আপনাকেও ধন্যবাদ।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

আবু তালেব শেখ বলেছেন: জানা ছিল। নতুন করে জেনে ভালো হল

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

নতুন বলেছেন: পেজটা এখনো ভ্যারিফাইড হইলো না? :)

এখানে লাইক খুবই কম কেন? ভিজিটর কি খুব কম?

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে, অনেক দিন এই পেইজ তেমন একটা এ্যাকটিভ ছিলো না। ফলে এই ঝামেলা হয়েছে।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

সনেট কবি বলেছেন: একপাক ঘুরে এলাম।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৪৯

সোহানী বলেছেন: ভালো উদ্যোগ।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপু। :)

১৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪১

খায়রুল আহসান বলেছেন: তথ্যসমূহের জন্য ধন্যবাদ। সামু'র ফেইসবুক পেইজে 'লাইক' দিলাম।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ প্রিয় খায়রুল ভাই।

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: চলে - টাইপ পোষ্ট :-B
শুরুতেই কি দৌড়াবে নাকি B-))
প্রতি উত্তরের জন্য ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না, শুরুতে দৌড়াতে পারবে না দেখেই তো প্রথম পাতা বন্ধ থাকে। B-)
আস্তে আস্তে হাটতে পারে দেখেই তো দুয়ার খুলে গেলো। !:#P

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: সতর্কতা ও সাবধানতা যা জানিয়েছেন তার খুব দরকার ছিলো, কারণ ব্লগে আবোল তাবোল পোষ্ট আর ফ্লাডিং করার প্রবণতা অফিসিয়াল ফেসবুকে ও তার প্রভাব পড়তে পারে - সাবধান করে দেওয়া জরুরী ছিলো, এবং আপনি তা সুন্দর ভাবে উপস্থাপণ করেছেন । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২০| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

নতুন বিচারক বলেছেন: লাইক দিয়ে এলাম।

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :)

২১| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি সামু' র ফেসবুক পেজ কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে সক্ষম হবে;
শুভ কামনা।

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ প্রিয় মনিরা আপা। শুভেচ্ছা জানবেন।

২২| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

কাছের-মানুষ বলেছেন: ফেইসবুক একটি শক্তিশালী মাধম্য।

পেইজটাকে ভেরিফাইড করতে পারলে ভাল হত। এখন প্রায় সব পত্রিকা যেমন প্রথম আলো, মানব জমিন ইত্যাদির ফেইসবুক পেইজ আছে। বাংলা ব্লগ সম্পর্কে মানুষ কম জানে তাছাড়া একটি নেগিটিভ ধারনা অনেকের ভিতর কাজ করে, ফেইজবুক লক্ষ্য কোটি ইউজার আছে, ভেরিফাইড করতে পারলে পেইজটা ব্লগের লেখাগুলোকে বিশাল পাঠক শ্রেনীর কাছে পৌছে দেয়া সম্ভব।

স্বাগতম উদ্যেগকে।

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সঠিক বলেছেন, আমরাও চেষ্টা করছি। তাই সকলকে সম্পৃক্ত করার চেষ্টা চালাচ্ছি। আমরাও চাই সকল নেতিবাচক ধারনা মুছে যাক। বাংলা ব্লগ সম্পর্কে মানুষ আরো জানুক, লিখুক। এত বিশাল একটি তথ্য ভান্ডার যে আমাদের হাতের কাছেই আছে, সেটা অনেকেই জানেন না।

২৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

পদ্মপুকুর বলেছেন: আশা করি পার্সোনালি নেননি। আমার পদ্মপুকুর নিকটার বয়স এগারো বছর না পেরুলেও আমার প্রথম নিকটার রেজিস্ট্রেশন ছিলো ২০০৬ এর এপ্রিল বা মে তে। সে হিসেবে আমি অত্যন্ত পুরোনোদের একজন যে এখনও টিকে আছি। এই ব্লগটা ভালো লাগে বলেই ঘুরে ঘুরে ফিরে ফিরে আসি। আপনি ব্লগার থেকে মডারেটরের দায়িত্বে এসেছেন, সে কারণেই আপনার নিকনেমটা ওভাবেই রয়ে গেছে, সেটা বুঝতে পারি, আমি বলতে চাইছিলাম যে আপনারতো নামটা পরিবর্তনের সুযোগ ছিলো।

যাই হোক, এটা জরুরী কিছু নয়। দায়িত্ব পালন করাটাই গুরুত্বপূর্ণ। সর্বশেষ ইন্টারভ্যাল শেষে ব্লগে আসার পরই আপনাকে নোটিশ করেছি। আপনি যে মডারেটর টিমের অংশ, সেটা জানতেই অনেক সময় লেগেছে। কিন্তু যখন থেকে জেনেছি, তখন প্রথমেই আমার এই কথাটা মনে এসেছে। আজ বলে ফেললাম।

আরেকটা বিষয়: আমার প্রায় প্রতিটা পোস্টে আপনি 'ভালোলেগেছে' বাটন চেপে যান, ধন্যবাদ আপনাকে। আর ফেইসবুক পেইজে আমারও একটা লেখা দেখলাম। দেখে আহ্লাদিত বোধ করছি। একটু গর্বও হচ্ছে। মডারেটর টিমকে ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমি অবশ্যই বিষয়টিকে ব্যক্তিগতভাবে নিচ্ছি না। কারন, এখানে ব্যক্তিগত ভাবে নেয়ার কিছু নেই। বিষয়টি নিয়ে আমিও একবার ভেবেছিলাম। কিন্তু ঐ যে আপনাকে বললাম, আমি যে কখনও ব্লগে এই দায়িত্ব পাবো বা এই নিয়ে কাজ করব আমার ধারনাও ছিলো না। পরিবর্তীতে যখন এই কাজটি করছি, তখন নাম পরিবর্তনের বিষয়টিও মাথায় আসে নাই। কারন তখন সকলেই আমাকে এই নামেই চিনতেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে চেয়েছিলাম, মডারেশন সম্পর্কে সকলের স্বচ্ছ ধারনা থাকুক। এই ব্যক্তি আমি যখন মডারেশনের কাজ করি, তখন আমাকে অনেক কিছুই ভেবে চিন্তে দেখতে হয়। ব্যক্তি মানুষ তো কখনই নিরপেক্ষ নয়, নিরপেক্ষ হয় তার দায়িত্ব এবং কাজের অবস্থান। আমি সেই চেষ্টাই পরিচিত বলয়ে করার চেষ্টা করি।

আসলে আমি অনেক পোষ্টেই মন্তব্য করতে চাই, আমি লিস্টও রাখি। কিন্তু অনেক সময়ই তা করা হয়ে উঠে না। আমি চেষ্টা করছি, এই সমস্যাটি দুর করে, বিভিন্ন ব্লগারদের পোষ্টে যেতে এবং মন্তব্য করতে। তবে সমস্যা হচ্ছে, আমাদের নতুন ব্লগারদের মধ্যে অনেকেই শুধু আনুষ্ঠানিক বা সৌজন্য মন্তব্য করে অভ্যস্ত। সত্যিকার মনোভাব কিংবা গঠনমুলক মন্তব্য ইদানিং প্রায় কমেই গেছে। অথচ আগে একটা সময় ব্লগে কি সব প্রানবন্ত কমেন্ট আমরা দেখতে পেতাম। সত্যি বলতে - ব্লগিং এর প্রাণ হচ্ছে মন্তব্য এবং প্রতি মন্তব্য।

আপনি এখন নিয়মিত সময় দিচ্ছেন, এটা ব্লগের জন্য, নতুন ব্লগারদের জন্য খুবই প্রয়োজনীয়। পুরানো ব্লগারদের কাছ থেকে নতুনদের অনেক কিছু শেখার আছে।

শুভেচ্ছা জানবেন। শুভ ব্লগিং।

২৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

আখেনাটেন বলেছেন: ব্লগ নিয়ে আপনারা ইদানিং অনেক পজিটিভ চিন্তা করছেন। বদ্ধ ঘর থেকে বের হয়ে মুক্ত অাকাশে উড়ার প্রারম্ভিক প্রস্তুতি নিচ্ছেন (অ্যাপস সহ নানামুখী উদ্যোগ দেখে তাই মনে হচ্ছে)। ৩০ কোটি বাঙালীর এরকম একটি প্লাটফরম অারো শক্তিশালী হওয়া দরকার। অারো যুগোপযুগী হওয়া দরকার।

উত্তরোত্তর শুভকামনা সামুর জন্য ।

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই এই বিষয়ে কর্তৃপক্ষ অনুপ্রেরণা পাচ্ছেন। শত প্রতিকুলতার মাঝেও সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে, খরচে এই সাইটটি টিকিয়ে রাখা হয়েছে। আরো কিছুটা সহায়তা পেলে, আমরা আরো ভালো করতে পারতাম।

উল্লেখ্য, এই ফেইসবুকের এই পেইজটি বেশ পুরানো। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি চেষ্টা করছি, একে আরো প্রাণবন্ত এবং কার্যকরী করে গড়ে তোলার জন্য। এইজন্য আপনাদের সাহায্য, পরামর্শ খুবই প্রয়োজন।

শুভেচ্ছা জানবেন আখেনাটেন।
অটঃ আপনি কিন্তু চাইলে আপনার নামের ভদ্রলোককে নিয়ে একটা দুর্দান্ত ফিচার লিখে ফেলতে পারেন। বিশেষ করে, উনার গুপ্তধন নিয়ে তো অনেক গুজব রয়েছে।

২৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: যে কোন ম্যাটাফোরকে ব্যাখ্যা করা খুবই কঠিন একটি কাজ
একমত :)

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

২৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: অতিথি ব্লগার সম্পর্কে কিছু জানানো যাবে কাভা ভা??

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটা কি রকম ভাইয়া??

২৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: আগে সামুতে অতিথি ব্লগার (Guest Blogger) হিসেবে লেখা যেত ।
তাদের সবার ব্লগ লিংক এমন দেখায় এখনঃ
Somewhereinblog.net/blog/
স্ল্যাশ এরপর কিছু নেই।
এ সম্পর্কিত তথ্য জানতে চাচ্ছিলাম :)

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না, এই সুবিধা এখন বর্তমান নেই।

২৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: বিস্তারিত বলা যাবেনা ??
মানে ঐ একাউন্টগুলো কি বাদ নাকি ব্যানড??
আগেতো সামু AWS এ ছিলো না।

২৯| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

আখেনাটেন বলেছেন: অটঃ আপনি কিন্তু চাইলে আপনার নামের ভদ্রলোককে নিয়ে একটা দুর্দান্ত ফিচার লিখে ফেলতে পারেন। বিশেষ করে, উনার গুপ্তধন নিয়ে তো অনেক গুজব রয়েছে। -- আপনার এই মন্তব্য দেখে গুগলে অাখেনাতেন/অাখেনাটেন লিখে সার্চ দিলাম। দেখি ইমন জুবায়ের ভাইয়ের কিছু লেখা নিজস্ব ব্লগে। সামুতে মনে করেছিলাম অনেকেই হয়ত এ নিয়ে লিখে ফেলেছে। আপনার কমেন্ট দেখে মনে হচ্ছে এখন একটি ফিচার লেখা যেতেই পারে। :D

সামনের ডিসেম্বর মাসে অাখেনাটেনের দেশে যাওয়ার প্লান চলছে। যদি ম্যানেজ হয়, তাহলে ফিরেই হয়তবা...

ধন্যবাদ কাভা ভাই জিনিসটি স্মরণ করে দেওয়ার জন্য।

৩০| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, আমার জানা ছিল না,
ভিজিট করে আসলাম,
ধন্যবাদ কাভা ভাই স্মরণ করে দেওয়ার জন্য।
.........................................................................................

৩১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: টেস্ট সাকসেসফুল :)

পোস্টটা সরিয়ে ফেলেছি...

৩২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫১

জাহিদ হাসান বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.