নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে বসবাসরত সম্মানিত ব্লগারদের সাহায্য চাইছি।

২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৪

সম্মানিত ব্লগারবৃন্দ,
শুভেচ্ছা জানবেন। বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ব্লগে প্রবেশের ক্ষেত্রে আমাদের কিছু সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন। আমাদের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বিভিন্ন মোবাইল অপারেটরা জানিয়েছেন - সামহোয়্যারইন ব্লগের প্রবেশে কোন আনুষ্ঠানিক বিধি নিষেধ নেই।



কিন্তু তা স্বত্তেও আমাদের ব্লগার এবং পাঠকগন নানা সময়ে ব্লগে প্রবেশ করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই আমরা বিষয়টি নিয়ে ব্লগারদের সমস্যার বিষয়ে আরো সুনির্দিষ্ট তথ্য জানার চেষ্টা করছি। অনুগ্রহ করে আমাদেরকে সাহায্য করুন। যদি কেউ গোপনীয়তা রক্ষার জন্য এখানে জবাব দিতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে অনুগ্রহ করে তিনি নিচের মেইলে আমাদেরকে নিচের তথ্যগুলো সম্পর্কে জানাতে পারেন।

[email protected]

প্রশ্ন সমুহঃ
১। আপনি কোন মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছেন?
২। মোবাইল ইন্টারনেট দিয়ে কি ব্লগের ফুল ভার্সনে প্রবেশ করতে পারেন নাকি শুধু মোবাইল ভার্সনে প্রবেশ করতে পারেন?
ডেস্কটপ ভার্সনঃ https://www.somewhereinblog.net
মোবাইল ভার্সনঃ https://m.somewhereinblog.net
৩। ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে না পারলে কি ম্যাসেজ স্ক্রীনে প্রদর্শন করে?
৪। কোন ব্রডব্যান্ড আইএসপি দিয়ে কি ব্লগে প্রবেশে সমস্যা পাচ্ছেন?
৫। যদি কেউ মোবাইল দিয়ে ব্লগের ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে পারেন সেই ক্ষেত্রে অনুগ্রহ করে ব্লগ টিমের সাথে দ্রুত যোগাযোগ করুন অথবা আপনি কোন এলাকা থেকে এক্সেস পাচ্ছেন তা অনুগ্রহ করে আমাদেরকে জানান।

আমরা জানতে পেরেছি টেলিটক ব্যবহার করে ব্লগের দুটো ভার্সনই ব্যবহার করা যায়। যদি কেউ ব্লগে টেলিটক ব্যবহার করে থাকেন, তাহলে অনুগ্রহ করে বিষয়টি চেক করে আমাদেরকে জানাবেন।





আমাদেরকে সময় দেয়ার জন্য ধন্যবাদ।


শুভ ব্লগিং।
সামহোয়্যারইন ব্লগ টিম।

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৯

গেঁয়ো ভূত বলেছেন: উত্তর সমুহঃ
১. গ্রামীণফোন।
২. মোবাইল ইন্টারনেট দিয়ে ব্লগের ফুল ভার্সন এবং মোবাইল ভার্সন কোনোটাতেই প্রবেশ করতে পারা যায়না।
৩. This site can't be reached
Check if there is a typo in
www.somewhereinblog.net

DNS_PROBE_FINISHED_NXDOMAIN
৪. কোন ব্রডব্যান্ড আইএসপি দিয়ে কি ব্লগে প্রবেশে সমস্যা নাই।
৫. প্রযোজ্য নয়।

২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনার পরিচিত যদি কেউ টেলিটক ব্যবহার করে, তাহলে সম্ভব হলে একটু দেখে জানাবেন যে টেলিটক ইন্টারনেট থেকে ব্লগের ডেস্কটপ ভার্সনে প্রবেশে কোন সমস্যা আছে কি না।

২| ২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৭

নাহল তরকারি বলেছেন: প্রিয় Somewhereinblog,
আমি মোঃ নাহল ইমরোজ। আমি একজন ব্লগার। আমার ইউজার আইডি imroz74. আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি।

০১। আপনি কোন মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছেন?
উত্তর: আমি গ্রামিন ফোন এর নেটওয়ার্টক ব্যাবহার করি। আর ইন্টারনেট চালাই ব্যডবেন্ড এর।

২। মোবাইল ইন্টারনেট দিয়ে কি ব্লগের ফুল ভার্সনে প্রবেশ করতে পারেন নাকি শুধু মোবাইল ভার্সনে প্রবেশ করতে পারেন?
উত্তর: আমি ল্যাপটপে ব্লগ লিখি। মোবাইলে ব্লগ লিখতে বিরক্ত লাগে। এত কথা মোবাইলে লিখা যায় না। ল্যাপটপে কী-বোর্ড দিয়ে লিখতে বেশী সাছন্দবোধ করি।

0৩। ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে না পারলে কি ম্যাসেজ স্ক্রীনে প্রদর্শন করে?
উত্তর: গ্রামিনফোন দিয়ে প্রবেশ করলে এমন আসে।
This site can’t be reached. Try:

Checking the connection
Checking the proxy and the firewall
ERR_CONNECTION_TIMED_OUT

৪। কোন ব্রডব্যান্ড আইএসপি দিয়ে কি ব্লগে প্রবেশে সমস্যা পাচ্ছেন?
উত্তর: আমার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ এর গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে। সেখানে আমি স্কাই লিংক এর ইন্টারনেট এর লাইন ব্যাবহার করি। সেখানে কোন ব্লগে প্রবেশ করতে কোন সমস্যা হয় না। শুধু তাই না আমি গাইবান্ধা, ঢাকা, সিরাজগঞ্জ যত ব্রডব্যান্ড আছে সব ট্রাই করেছি; কোনটাতে সমস্যায় পড়ি নাই। শুধু মাত্র গ্রামিণফোন সিম দিয়ে ব্লগে প্রবেশ করা যায় না। বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক এর নেটওয়ার্ক খারাপ। তাই বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক দিয়ে ইন্টারনেট চালানো যায় না। তাই বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক দিয়ে Somewhereinblog এ প্রবেশ করা যায় কি না তা জানি না।

৩| ২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৯

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আমি বাসায় গেলে জিপি নেট ব্যবহার করি। তখন কোন ভাবেই সামুতে ঢোকা যায় না। টর ব্যবহার করতে হয়। ঢাকায় বাইরে বের হলে সব সময় টেলিটক নেট ব্যবহার করি। টেলিটক দিয়ে সামুতে ঢুকতে কোন সমস্যা হয় না আমার। মোবাইল, ফুল ভার্শন সবটাতেই প্রবেশ করতে পারি।
বাসায় ব্রডব্যান্ড চলে। সেখানেও কোন সমস্যা হয় না।

৪| ২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: ১। গ্রামীণফোন
২। দুই পারি।
৩। দেখি নাই কারণ ফোন ব্যবহার করি না কম্পিউটার ব্যবহার করি।
৪। তেমন একটা সমস্যা হয় না
৫। প্রযোজন নয়

৫| ২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২০

পিট পলাশ বলেছেন: টেলিটকে মোবাইল ডাটা ব্যবহার করি। ডেস্কটপ ও ল্যাপটপ দুটো ভার্সনেই এক্সেস করতে পারি।

৬| ২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩১

ইসিয়াক বলেছেন: ১। বাংলা লিংক
২। ফুল ভার্সন ও মোবাইল ভার্সন দুটোতে প্রবেশ করতে পারি। উল্লেখ গত এক বছর আমি মোবাইল দিয়ে ব্লগিং করছি।
৩।সামহোয়্যারইন ব্লগ লিখে সার্চ দিলে প্রথমে মোবাইল ভার্সন আসে তারপর নিচে ফুল ভার্সনে ক্লিক করলে ডেস্কটপ ভার্সন আসে।
৪।সমস্যা নেই।
৫।মোবাইল নেটওয়ার্কঃ যশোর সদর। আর এন রোড।

৭| ২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: টেলিটকে কোন সমস্যা পাইনা।
মোবাইল ভার্সনে থেকে প্রতিত্তুররে ব্যবস্থা থাকলে ভালো হতো। রিপ্লাই দিতে ফুল ভার্সনে যেতে হয়।

৮| ২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১। বাংলালিংক
২। দুটিই পারি।
৩।সামহোয়্যারইন ব্লগ লিখে সার্চ দিলে প্রথমে মোবাইল ভার্সন আসে তারপর নিচে ফুল ভার্সনে ক্লিক করলে ডেস্কটপ ভার্সন আসে।
৪।সমস্যা নেই।
৫। ঢাকা।

৯| ২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রশ্ন সমুহঃ

১। আপনি কোন মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছেন?
উত্তর : গ্রামীনফোন

২। মোবাইল ইন্টারনেট দিয়ে কি ব্লগের ফুল ভার্সনে প্রবেশ করতে পারেন নাকি শুধু মোবাইল ভার্সনে প্রবেশ করতে পারেন?
মোবাইল ইন্টারনেট দিয়ে মোবাইল বা ডেস্কটপ/পিসি, কোনোটাতেই ব্লগে অ্যাক্সেস করা যায় না।

ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি এইমাত্র দেখলাম, গ্রামীনফোন ইন্টারনেট দিয়ে পিসি কানেকশন দিয়ে ভিপিএন অন করলে ব্লগে ঢোকা যায়। এ দ্বারা বোঝা যায়, আমাদের দেশে গ্রামীন ফোনের ট্রান্সমিশনে কোনো সমস্যা থাকতে পারে (টেরেস্ট্রিয়াল জাতীয় কিছু), যেহেতু অন্যান্য অপারেটর দিয়ে ব্লগে আসা যায় বলে জানা যাচ্ছে।

৩। ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে না পারলে কি ম্যাসেজ স্ক্রীনে প্রদর্শন করে? This site can’t be reached

m.somewhereinblog.net’s DNS address could not be found. Diagnosing the problem.


৪। কোন ব্রডব্যান্ড আইএসপি দিয়ে কি ব্লগে প্রবেশে সমস্যা পাচ্ছেন? জি না

৫। যদি কেউ মোবাইল দিয়ে ব্লগের ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে পারেন সেই ক্ষেত্রে অনুগ্রহ করে ব্লগ টিমের সাথে দ্রুত যোগাযোগ করুন অথবা আপনি কোন এলাকা থেকে এক্সেস পাচ্ছেন তা অনুগ্রহ করে আমাদেরকে জানান। শীঘ্র কবি আলমগীর সরকার লিটন ভাইয়ের সাথে বরং আপনিই যোগাযোগ করুন। তার মোবাইলে ভিপিএন অন করা কিনা, এটা অবশ্য চেক করা উচিত।

১০| ২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পিসিতে মোবাইল কানেকশন দিলে এই মেসেজ আসে :

Hmm. We’re having trouble finding that site.

We can’t connect to the server at http://www.somewhereinblog.net.

If you entered the right address, you can:

Try again later
Check your network connection
Check that Firefox has permission to access the web (you might be connected but behind a firewall)

১১| ২৩ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৮

ভুয়া মফিজ বলেছেন: দেখা যাচ্ছে, সব সমস্যার মূলে প্রধানতঃ গ্রামীন ফোন। এরা কি ইচ্ছা করেই বদমায়েশী করছে নাকি এদের সিস্টেমের কোন সমস্যার জন্য এমনটা হচ্ছে, সেটাই দেখার বিষয়। গ্রামীন ফোনের অফিসে গিয়ে ওদের সীম ব্যবহার করে ওদেরকে দেখানো উচিত আর সরাসরি জিজ্ঞেস করা উচিত, এই বদমায়েশীর কারন কি? X(

১২| ২৩ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: একটা গুগল ফর্ম তৈরী করে সেটার লিংক দিয়ে দিলে কি ভালো হয় না? তাহলে মনে হয় আপনাদের ডাটা এনালাইজ করতে সুবিধা হতো.... যাষ্ট এ্যা থট!

১৩| ২৩ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

মোগল সম্রাট বলেছেন:
আমি মোবাইল দিয়ে “গুগল ক্রোম” ব্রাউজার দিয়ে ফুল ভার্সন দেখতে পারি। তবে ব্রাউজারের সেটিংএ গিয়ে ডেস্কটপ ভার্সনে টিক মার্ক দিয়ে আসতে হয় । এবং অপেরা ব্রাউজার দিয়ে প্রবেশ করলে মোবাইল ভার্সন আসে তবে ফুল ভার্সন লিংকে ট্যাপ করলে ফুল ভার্সন চলে আসে।

১৪| ২৩ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি ব্রডব্যান্ড দিয়ে ব্লগে প্রবেশ করি কিন্তু মাঝে মাঝৈ লগ ইন থাকলেও লগ আউট হয়ে যায় । এবং নোটিফিকেশনে নোটিফিকেশন নাম্বার একটা বা দুটা দেখালেও আসলে কোন নোটিফকেশন আমি দেখতে পাই না । এই বাদে আমার এখানে কোন ঝামেলা হয় না । আমি ডেক্সটপ থেকেই লগ ইন করি ।

১৫| ২৩ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

গেঁয়ো ভূত বলেছেন: ১১ নং কমেন্ট এ ভূম ভাই এর সাথে একমত। জিপি নেট থেকে সামুতে যাওয়া যায় না, কিন্তু সেই একই জিপি নেট থেকেই ভিপিএন ব্যবহার করে সামুতে যেতে কোনোই অসুবিধা নাই।

আর উনারা কি সুন্দর বলেই যাচ্ছেন "সামহোয়্যারইন ব্লগের প্রবেশে কোন আনুষ্ঠানিক বিধি নিষেধ নেই।"

১৬| ২৩ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:



১. গ্রামীণফোন।
২. মোবাইল ইন্টারনেট দিয়ে ব্লগের ফুল ভার্সন এবং মোবাইল ভার্সন কোনোটাতেই প্রবেশ করতে পারা যায়না।
৩. This site can't be reached
Check if there is a typo in
www.somewhereinblog.net

DNS_PROBE_FINISHED_NXDOMAIN
৪. কোন ব্রডব্যান্ড আইএসপি দিয়ে কি ব্লগে প্রবেশে সমস্যা নাই।
৫. প্রযোজ্য নয়।

গেঁয়ো ভূত ভাইয়ের মন্তব্য থেকে কপি-পেস্ট।
কক্সবাজার এবং ঢাকার বাড্ডা থেকে চেষ্টা করেছি।

১৭| ২৩ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

জুল ভার্ন বলেছেন: গ্রামীণ ফোনের নেটওয়ার্ক থেকে মোবাইলে ফুল ভার্সন ওপেন হয়না।

১৮| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১০:০৬

মস্টার মাইন্ড বলেছেন: বাংলালিং এবং জিপি। কোন অপারেটর এর মোবাইল ডেটা দিয়ে মোবাইল এবং ডেক্সটপ ভার্শন উইজ করতে পারি না। ভিপিএন দিয়ে ঢুকতে হচ্ছে। ব্রডব্যান্ড আইএসপি দিয়ে কি ব্লগে প্রবেশে সমস্যা নাই।

১৯| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। আমার গ্রামীণ সিম দিয়ে মোবাইল ভার্শন কিংবা ডেস্কটপ ভার্শন কোনটাতেই ঢোকা যায় না । রবি সিম দিয়ে মোবাইল ভার্শনে ঢোকা যায় কিন্তু ডেস্কটপ ভার্শনে ঢোকা যায় না।
২। ফুল ভার্শনে কোন সিম দিয়েই প্রবেশ করতে পারি না।
৩। ডেক্সটপ ভার্শনে প্রবেশ না করতে পারলে দেখায় 'This site cannot be reached'।
৪। ব্রডব্যান্ড আইএসপি থেকে সমস্যা হয় না।

২০| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১২:১০

নেওয়াজ আলি বলেছেন: রবি এবং গ্রামীণ দুইটাই দেখেছি ফুলভার্সনে ওপেন হয়না।

২১| ২৪ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:২৫

রানার ব্লগ বলেছেন: আমি এয়ারটেল সিমের মাধ্যমে ডাটা ব্যাবহার করি । এছাড়া ব্রডব্যান্ড । তবে যখন মোবাইলে ডাটা ব্যাবহার করি তখন গুগল ক্রমে মূল ভার্শনে প্রবেশ করতে পারি কিন্তু মোবাইলের ডিফল্ট ব্রাউজারের মাধ্যমে করলে মোবাইল ভার্সান আসে ওখান থেকে নিচের ফুল ভার্সানের লিংকে ক্লিক করলে বেশিরভাগ সময় This site cannot be reached দেখায় কিন্তু অনেক বার চেষ্টা করলে মূল ভার্ষানে ঢোকা যায় । তাও সব সময়ের জন্য না । তাই আমি গুগল ক্রম ব্যাবহার করি ফুল ভার্সানে যাবার জন্য ।

২২| ২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: ১। মোবাইল দিয়ে গ্রামীন নাম্বার থেকে সামুতে প্রবেশ করতে পারি না।
২। ওয়াইফাই থেকে সামুতে প্রবেশ করা যায়। কিন্তু লগইন করতে হয় বারবার। উদাহরণ- একদিনে যদি ৫ বার মোবাইল থেকে সামুতে যেতে চাই তাহলে ৫ বার লগিন করতে হয়।

২৩| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৩০

আহসানের ব্লগ বলেছেন: রবি এবং গ্রামীণ দুটোতেই ঢুকতে পারিনা মোবাইলে। তবে ব্রডব্যান্ডে অসুবিধা নাই।

২৪| ২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১২:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
যতবার ঢাকা আসি গ্রামিন সিমে সমস্যা হয় না,
কিছু সীমাবদ্ধতা থাকলেও মোবাইল ভার্শন খুবই ফাস্ট, ইউজার ফ্রেন্ডলি, অন্তত আমার কাছে। বেশি সমস্যা মনে হলে ফুল ভার্সন তো আছেই। ক্লিক করলেই ডেস্কটপের ন্যায় ব্লগের সকল সুবিধা পাওয়া যায়। তবে বাসার বাইরে মোবাইল ভার্শনেই থাকি।
রেজিস্ট্রেশন করে অবস্য দেখা হয় নি। এখন পর্যন্ত মোবাইল ভার্শনে বড় কোন সমস্যা দেখিনি।

আমার পুরাতন সিম টি চালু করতে না পেরে, একটি গ্রামিন স্কিটো সিম কিনে ব্যাবহার করছিলাম।
মোবাইলে গুগল ক্রমের মাধ্যমে সামু লগইন করতাম, পাসওয়ার্ড সেভ করা, গ্রামিন স্কিটো ডাটা খুবই সস্তা। সব যাগাতেই প্রায় প্রতিদিন নাহলেও দুএকদিন পর একবার হলেও লনইন করতাম।
বেশীরভাগ সময় থাকা হয় জিগাতলা, কিছুদিন মহম্মদপুরেও মাঝে মাঝে চট্টগ্রামে ২০২১ এ চট্টগ্রামে ৪ দিন কাটিয়েছি, সেখানে এক ফ্যামিলির অনুরোধে সেন্টমার্টিনেও ২ দিন ছিলাম। ডিসেম্বরের ১৮, ১৯ এছাড়াও নোয়াখালীর মাইজদি কোর্টেও ১ দিন ছিলাম। সামু লগইন করতে ব্রডব্যান্ড ওয়াইফাই জিপি কোথাও কোন সমস্যা দেখিনি।

২৫| ২৫ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৬

ANIKAT KAMAL বলেছেন: ১। আপনি কোন মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছেন?
উত্তর : বাংলা‌লিংক

২। মোবাইল ইন্টারনেট দিয়ে কি ব্লগের ফুল ভার্সনে প্রবেশ করতে পারেন নাকি শুধু মোবাইল ভার্সনে প্রবেশ করতে পারেন?
মোবাইল ইন্টারনেট দিয়ে মোবাইল বা ডেস্কটপ প্র‌বেশ কর‌তে পা‌রি সমস্যা হয় না।

৩। ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে না পারলে কি ম্যাসেজ স্ক্রীনে প্রদর্শন করে? না ক‌রে না

৪। কোন ব্রডব্যান্ড আইএসপি দিয়ে কি ব্লগে প্রবেশে সমস্যা পাচ্ছেন? না

৫। যদি কেউ মোবাইল দিয়ে ব্লগের ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে পারেন সেই ক্ষেত্রে অনুগ্রহ করে ব্লগ টিমের সাথে দ্রুত যোগাযোগ করুন অথবা আপনি কোন এলাকা থেকে এক্সেস পাচ্ছেন তা অনুগ্রহ করে আমাদেরকে জানান। শীঘ্র কবি আলমগীর সরকার লিটন ভাইয়ের সাথে বরং আপনিই যোগাযোগ করুন। তার মোবাইলে ভিপিএন অন করা কিনা, এটা অবশ্য চেক করা উচিত।

[email protected]

বরাবর,
ব্যবস্থাপনা প‌রিচালক
সাম‌হ্যোয়ার ইন ব্লগ
ঢাকা বাংলা‌দেশ

‌বিষয়ঃ জেনা‌রেল হ‌তে সেফ ব্লগা‌রে ফি‌রি‌য়ে অানার অা‌বেদন

জনাব,
স‌বি‌নয় নি‌বেদন এই‌ যে,অা‌মি সাম‌হোয়্যার ইন ব্ল‌গের একজন সাধারণ ব্লগার। ব্লগ ভুব‌নে অামার প‌রিসংখ্যান পোস্ট করেছি: ১৫২টি মন্তব্য করেছি: ৬৯৩টি মন্তব্য পেয়েছি: ১০২০টি ব্লগ লিখেছি: ৪ বছর ৫ মাস অনুসরণ করছি: ০ জন অনুসরণ করছে: ১৮ জন। কিন্তু প‌রিতা‌পের বিষয় ব্লক কর্তৃপক্ষ অামার ভু‌লের কার‌ণে সেফ থে‌কে জেনা‌রে‌লে নি‌য়ে এ‌সে‌ছেন। সামু ব্ল‌গের এই মহান প্লাটফর্মই অামার বেঁ‌চে থাকার একমাত্র অবলম্বন। অ‌নিচ্ছাকৃত ভু‌লের কার‌ণে অা‌মি ব্লগ কর্তৃপক্ষ সহ সবার কা‌ছে ক্ষমা প্রার্থনা কর‌ছি।

অতএব , ম‌হোদয় সমী‌পে অামার বিনম্র শ্রদ্ধায় প্রা‌ণের একান্ত করুণ ফ‌রিয়াদ অামার অপরাধ মার্জনা ক‌রে অামার লেখা প্রথম পাতায় প্রকা‌শের যাবতীয় ব্যবস্থা গ্রহ‌ণে অাপনার সহৃদয় অাজ্ঞা হয়।

‌বিনীত নি‌বেদক
অ‌নি‌কেত কামাল
‌জেনা‌রেল ব্লগার
বাংলা‌দেশ

২৬| ২৫ শে নভেম্বর, ২০২২ রাত ৮:১৮

মেহবুবা বলেছেন: Grameen দিয়ে সাইনে ঢুকতে পারিনা অনেকদিন হোল, কোন ভার্সন এ পারিনা।
টেলিটক দিয়ে পারি; মোবাইল ভার্সন প্রথমে আসে তো desktop site click করে তখন ফুল ভার্সন দেখতে পাই। আসলে আমার এক সেট এ দুটো সীম আছে বলে অসুবিধা হয় না, ভেবেছিলাম আমার একার সমস্যা।

তাইতো, গ্রামীন দিয়ে কেন ঢুকতে পারবো না? সবই তো রেজিস্ট্রার্ড সীম !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.