নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিন দশক যাবত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাসী। \nতবুও আমি বাংলায় গান গাই

মোঃমোজাম হক

ভাল লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে।

মোঃমোজাম হক › বিস্তারিত পোস্টঃ

কার এক্সিডেন্ট সৌদি স্টাইল!!!!!!

২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩২

এই রকম ভয়াবহ কার এক্সিডেন্ট এখানে প্রায়ই ঘটে।আজ এই ছবিগুলো এক বন্ধু মেইল করেছিল।আমার স্বচক্ষে দেখা এরকম এক্সিডেন্ট দেখলেও তখন ছবি উঠানোর কথা মনেই পড়েনা !





















হে আল্লাহ তুমি মহান,আমরা এখনো বেচে আছি।





মন্তব্য ৩৫ টি রেটিং +২/-১

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪১

অনার্য তাপস বলেছেন: একটা হত মনে লয়। আর কোন ব্রেকিং নিউজ নাই?

২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৮

মোঃমোজাম হক বলেছেন: আছে , ফ্যামিলি ভিসা ইস্যু হচ্ছে।

২| ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

নীড় ~ বলেছেন: ভুই পাইসি ছবি দেইখা

২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৯

মোঃমোজাম হক বলেছেন: ধীরে চলুন

৩| ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭

লাল নীল দীপাবলী বলেছেন: হে আল্লাহ তুমি মহান,আমরা এখনো বেচে আছি।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০০

মোঃমোজাম হক বলেছেন: আমীন

৪| ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৮

এস বাসার বলেছেন: নীড় ~ বলেছেন: ভুই পাইসি ছবি দেইখা

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০১

মোঃমোজাম হক বলেছেন: ধীরে গাড়ি চালাবেন

৫| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২০

ইচ্ছে ঘুড়ী বলেছেন: এক্সিডেন্টটা খুবই মারাত্বক । আসলেই মর্মান্তিক ।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২২

মোঃমোজাম হক বলেছেন: ধীরে গাড়ি চালাবেন

৬| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩০

দ্যা ডক্টর বলেছেন: রিয়াদ বা জেদ্দা সিটিতেও আমি রেডার ক্যাম দেখিনি, হাইওয়েতে তো নাই ই। সত্যি বলতে আমি সৌদিয়াতেই সবচেয়ে স্পিডে গাড়ি চালিয়েছি ১৭৪/ঘন্টা। আর সেসব রাস্তায় এমন দুর্ঘটনা অস্বাভাবিক কিছু নয়। কাতারিরা নটুন গাড়ি কিনলে কেন সেটা হাতের গ্যাজা মিটিয়ে চালাতে সৌদিয়া যায় আমি বুঝেছি সেখানকার রাস্তায় চালিয়ে(কোন ক্যাম নাই, ফাইনও নাই)। এসইউভি তে সহজেই ১৮০ তোলা যায় তবে সমস্যা হয় সৌদি স্ক্র্যাপগুলা যখন ঐ স্পিডে চলে.....

৭| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩২

দ্যা ডক্টর বলেছেন: রিয়াদ বা জেদ্দা সিটিতেও আমি রেডার ক্যাম দেখিনি, হাইওয়েতে তো নাই ই। সত্যি বলতে আমি সৌদিয়াতেই সবচেয়ে স্পিডে গাড়ি চালিয়েছি ১৭৪/ঘন্টা। আর সেসব রাস্তায় এমন দুর্ঘটনা অস্বাভাবিক কিছু নয়। কাতারিরা নটুন গাড়ি কিনলে কেন সেটা হাতের গ্যাজা মিটিয়ে চালাতে সৌদিয়া যায় আমি বুঝেছি সেখানকার রাস্তায় চালিয়ে(কোন ক্যাম নাই, ফাইনও নাই)। এসইউভি তে সহজেই ১৮০ তোলা যায় তবে সমস্যা হয় সৌদি স্ক্র্যাপগুলা যখন ঐ স্পিডে চলে.....

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১০

মোঃমোজাম হক বলেছেন: ভুল সবই ভুল।আপনি যে হাই ওয়ে দিয়ে কাতার থেকে মক্কা গিয়েছেন সেই রাস্তায় হয়তো রাডার ক্যাম তখন ছিলনা,কিন্তু এখন এসে দেখুন ;) ;)
ফাক বুঝে ১৮০কি,মি স্পিডে হাইওয়েতে আমরাও চালাই। :!> :!>
কিন্তু এক্সিডেন্ট ঘটে অন্য ড্রাইভারের বোকামীতে তাছারা ড্রাইভারের অন্যমনস্কতা,মোবাইলে কথা বলা আর ভাগ্যের পরিহাসতো আছেই।এই গাড়ীটা মিনিমাম ২২০কিমি স্পীডে ছিল বলে মনে করছি!

৮| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৫

চাঙ্কু বলেছেন: মারাত্বক এক্সিডেন্ট !!!!!

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৬

মোঃমোজাম হক বলেছেন: দেখুন আরেকটি একসিডেন্ট

৯| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৩

জািফর বলেছেন: সবই পেট্রো ডলারের তেলেসমাতি :P

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৫৬

মোঃমোজাম হক বলেছেন: হাইস্পীড ড্রাইব কিন্তু হাবিব সাহেবও করেন =p~

১০| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:২২

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: লেখক বলেছেন: আছে , ফ্যামিলি ভিসা ইস্যু হচ্ছে।

...ভাই,খবরটা কি খাটিঁ? সহজেই সব পেশার জন্যই হচ্ছে নাকি সেই আগের মতো ১০-১৫ হাজার রিয়াল দিতে হবে?

> 'তানাযুল' এর কি অবস্থা?. চালু হয়েছে কি আবার?

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৮

মোঃমোজাম হক বলেছেন:

১১| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩১

নাজিরুল হক বলেছেন: তার পরেও শালারা মানুষ হয় না।

ঐ দিন রিয়াদে এক পুলা মাথার তার ছিরা ড্রাইভ করায় নিয়ন্ত্রন হারিয়ে খেজুর গাছকে গুতা দিয়ে রাস্তায় অপর পাশে এসে পরেছে। এই দিক থেকে এক ইন্ডিয়ান ফ্যামিলি ড্রাইভার তার ম্যাডামরে নিয়া যাচ্ছিল, ঐ পুলার গাড়িটা ছিটকে এসে সরাসরি এই ড্রাইভারের সামনে পড়লো।

পুলাটা ঐ খানেই মারা গেল। আর অপর প্রান্তের সেই গাড়ীর ড্রাইভাররের বাচার হার ৫ %। ম্যাডাম আর ১০ বছরের মেয়েটা হাসপাতালে অক্সিজেন লাগিয়ে বেচে আছে।

ঘটনা দেখে সেদিন খুবই খারাপ লেগেছিল।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৩

মোঃমোজাম হক বলেছেন: #:-S 8-| :(

১২| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৩১

কাওছার৯৯ বলেছেন: আল হাছা
ভাই আমি আজ একটি গাড়ির ভিতরে মানুষ পুতে দেখেছি ভাই?

৩০ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৪৬

মোঃমোজাম হক বলেছেন: তাই? গতকালই আল-হাসা থেকে ঘুড়ে এলাম!

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৪

জেড ইসলাম বলেছেন: এটাতো খুবই ভয়াবহ এক্সিডেন্ট !!! আল্লাহ্‌ মাবুদ !!!
আমার তো ছবি দেখেই বুকের কাপুনি আসলো। গাড়িটা দুইভাগ হয়ে গেছে।
কতটা বেশী স্পিডের উপর থাকলে এরকম একটা গাড়ি দুই ভাগ হয়ে যেতে পারে ।
আচ্ছা গাড়িতে যেই মানুষগুলি ছিল তাদেরকে কি খুজে পাওয়া যায় পরে ?

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫

মোঃমোজাম হক বলেছেন: প্রথম ও সর্বশেষ ছবীট ভাল করে দেখুন নীচে কাপড় মুড়িয়ে ডেডবডি রেখে দিয়েছেন।এছারা চাঙ্কুর মন্তব্যে যে ছবিটা দিয়েছি তাতে চালক আসনে বসেই মরে আছে!

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭

পুরাতন বলেছেন: ভয়ংকর :|

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬

মোঃমোজাম হক বলেছেন: সত্যিই তাই।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪০

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: @ লেখকঃ -- আরব নিউজ এর রিপোর্টটি যদিও আশাব্যাঞ্জক, তবে দীর্ঘ সময় এই জাতির সাথে সম্পৃক্ত থেকে নিজের ক্ষুদ্র যে অভিজ্ঞতা হয়েছে তার ফলে খুব একটা আশাবাদী হতে পারছিনা। কাগজে-কলমে এমন অনেক আইন এদের আছে বাস্তবে যার কোন প্রতিফলন নাই। পয়েন্ট সিস্টেম এর দ্বারা নাগরিকত্ব প্রদানের যে প্রহসন করেছিল সে ঘটনা মনে আছে?!..

যাই হোক, আশা করবো এবার এদের বোধদয় ঘটবে... এদের দ্বৈত নীতির ভুক্তভোগী তো আমি নিজেই!

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮

মোঃমোজাম হক বলেছেন: আমি আশা বাদি।কারন এখন শুধু বাংলাদেশী নয় ইন্ডিয়ানরাও জরীত।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭

যাযাবর শফিক বলেছেন: .
.
.
.....গতির দুর্গতি....

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮

মোঃমোজাম হক বলেছেন: ঠিক তাই।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভয়াবহ অবস্থা দেখি। ভাইজান কি সৌদীতে থাকেন ?

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৯

মোঃমোজাম হক বলেছেন: জ্বি ভাই এই ভয়াবহ অবস্থাতেই দিন কাটাচ্ছি

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪

কাজী দিদার বলেছেন: হ ভাই আমারও এক ভাই থাকে ওখানে ,গারি চালায়
একবার এক্সিডেন্ট ও করছিলো তবে আল্লা বাচাইছে

৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫

মোঃমোজাম হক বলেছেন: আল্লা বাচাইছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.