নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ সরল শাদামাটা মন

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।

মোজাম্মেল প্রধান

নারায়ণগঞ্জের ছেলে।গ্রাফিক ডিজাইনার । স্বপ্নবাজ এক যোদ্ধা।অনেক কিছু করার স্বপ্ন দেখি কিন্তু অলসতার কারণে কিছুই করা হয় না।

মোজাম্মেল প্রধান › বিস্তারিত পোস্টঃ

দলের চেয়ে যে দেশ বড়- এটা তাদের বোঝাবে কে?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

‍‍

দেশ আবার অশান্ত হয়ে পড়ছে। এভাবে চলতে দেয়া যায় না। অন্তত দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের দুই নেত্রী কি আলোচনায় বসতে পারেন না? দলের চেয়ে যে দেশ বড়- এটা তাদের বোঝাবে কে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: তাদের বুঝানোর মত এতো ক্ষমতা এই দেশে কারো নেই । তবে অ্যামেরিকা , ইন্ডিয়া ইচ্ছা করলে বুঝাইতে পারে :প

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

মোজাম্মেল প্রধান বলেছেন: আমার নিজের দেশ নিয়ে অন্যরা মাথা চুলকাক, এটা আমার পছন্দ না। আমাদের দেশ আমাদেরই রক্ষা করতে হবে।
ধন্যবাদ লিঙ্কন, অনেক দিন পর ব্লগে এসে আপনার কমেন্ট পেলাম।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

এ এক অন্য আই বলেছেন: খালেডা আপার দয়ার শরীর। তাই উনি ৭১এর চেতনার বিরোধীদের ছাড়তে পারছেন না। ৭১এর চেতনার পক্ষের কিছু লোক আবার এই দয়ার জন্যই তাকে ছাড়তে পারছেন না।! দেশের সাথে বেঈমানকারীদের নিয়ে বেশিদিন বাচা যায় না। এটা বিএনপি ভূলে গেছে কেমনে তা একটা মিলিওন ডলার প্রশ্ন। ক্ষমতার জন্য ইনারা সবই! করতে পারেন। আদর্শ বা দেশপ্রেম কিছুই না।

হাসিনা আপার দল ৭১এর চেতনাকে করেছেন কসমেটিক!! তাই তার আমলেই প্রকাশ্যে পতাকা ছেরা হয়। তার অনুমতি নিয়ে শাপলা চত্বরে দেশে গৃহযুদ্ধের হুমকি দেয়া হয়, যেখানে এই হুমকি দাতাদের পুলিশ পাহাড়া দেয়।!!

কেন কেন কেন ক্যান?????????????????

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

মোজাম্মেল প্রধান বলেছেন: এখন সময় হয়েছে অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসা। বাংলাদেশের মানুষ এখনো ঘুরে ফিরে এই প্রধান দুই দলকেই চায়। দেশের সংখ্যাগরিষ্ট মানুষের চোখের মনি এই দুই নেত্রী। তাই দেশের যে কোন সমস্যা লাঘব করতে আলিঙ্গনে আসতে হবে দুই নেত্রীকেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.