নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ সরল শাদামাটা মন

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।

মোজাম্মেল প্রধান

নারায়ণগঞ্জের ছেলে।গ্রাফিক ডিজাইনার । স্বপ্নবাজ এক যোদ্ধা।অনেক কিছু করার স্বপ্ন দেখি কিন্তু অলসতার কারণে কিছুই করা হয় না।

মোজাম্মেল প্রধান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

স্বপ্ন দেখি- মুজিব আমায় ডাকছে

ডাক সেতো নয় চোখ রাঙ্গিয়ে হাঁকছে

বললো, কিসের প্রধানরে তুই ? কিসের ?

নৌকা নাকি জিয়ার ধানের শীষের ?



: না না মহান নেতা, আমি তা না

নামেই আমি প্রধান সেটা

বেবাক লোকের জানা।



মুজিব বলেন, দেশ নিয়ে কী ভাবিস ?

জবাব দিলাম, আমরা গরীব

আমরা হলাম রাবিশ !

আমরা কী আর ভাবতে পারি

বিজ্ঞ জনের মতো ?

মুজিব বলেন, তোর কথাতে

পেলাম বুকের ক্ষত।

ওরে,

ওই চেয়ে দেখ পাখ পাখালী স্বপ্ন নিয়ে উড়ে

নীল আকাশে ঘুরে!

ওদের আছে স্বাধীনতার জন্য ভীষণ টান

একাত্তরে তাই গেয়েছে স্বাধীনতার গান।

দেশকে ওরা ভালবাসে, তুই কি বাসিস বল ?

তুই অভাগা, তোর কারণে আসছে চোখে জল।



নেতার কথা শুনে আমার কান্না আসে খুব

এ মুখ আমি কই লুকাবো, তাইতো আছি চুপ।



মুজিব বলেন, প্রধানরে তোর

নাম দিয়ে কী হবে?

নাম কি বেঁচে রবে ?

মানুষ বাঁচে কাজের মাঝে,

দেশ গড়াটাই কাজ

দেশকে নিয়ে ভাবিস ওরে

নিচ্ছি বিদায় আজ।



স্বপ্ন ভেঙ্গে, স্বপ্ন দেখি নতুন আলোর ভোর

চোখে আমার রঙ্গিন আলোর অবাক করা ঘোর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮

ল্যাপটপ কম্পিউটার বলেছেন: দারুন হয়েছে।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১২

মোজাম্মেল প্রধান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.