নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ সরল শাদামাটা মন

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।

মোজাম্মেল প্রধান

নারায়ণগঞ্জের ছেলে।গ্রাফিক ডিজাইনার । স্বপ্নবাজ এক যোদ্ধা।অনেক কিছু করার স্বপ্ন দেখি কিন্তু অলসতার কারণে কিছুই করা হয় না।

মোজাম্মেল প্রধান › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৪-এর জন্য লেখা আহবান

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪









প্রায় প্রতিটি লেখকেরই জীবনের প্রথম লেখাটি থেকে যায় অপ্রকাশিত।

অথচ আবেগ অনুভূতি সবচেয়ে বেশি প্রথম লেখাটি নিয়েই।



আপনাদের লেখক জীবনের প্রথম কবিতা/ছড়া নিয়ে একুশের বই মেলা ২০১৪ উপলক্ষে বের হতে যাচ্ছে সংকলন গ্রন্থ

“তুমি আমার প্রথম কবিতা”



আপনার লেখা প্রথম কবিতা/ছড়াটি পাঠিয়ে দিন ২০ ডিসেম্বর ২০১৩ এর মধ্যে। সাথে সংক্ষিপ্ত বায়োগ্রাফি ( পিতা, মাতা, জন্মস্থান, জন্মতারিখ, মোবাইল নম্বর, প্রথম লেখার সময়কাল প্রভৃতি)।



লেখা পাঠানোর ঠিকানা

[email protected]



বিস্তারিত: ০১৯৩৮৬৭৩০১৬

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

নাহিদ রুদ্রনীল বলেছেন: প্রথম কবিতা না দিয়ে অন্য লেখা কবিতা দিলে হবে?

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

মোজাম্মেল প্রধান বলেছেন: ভাই, আমরা চাচ্ছিই “জীবনের প্রথম কবিতা”। অন্য লেখা দিলে কিভাবে হবে?

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

অদিব বলেছেন: প্রথম লেখা তো খুঁজে পাওয়া কঠিন! প্রথম দিকের লেখা কবিতা দেয়া যেতে পারে! /:) /:) /:)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

মোজাম্মেল প্রধান বলেছেন: আমরা প্রথম কবিতাটিই চাচ্ছি। আপনি যদি পরবর্তী সময়ে লেখা কোন কবিতা দিয়ে বলেন-এটাই প্রথম কবিতা, আমাদের তাও মেনে নিতে হবে। কারণ আমরা সত্যিটা জানবো না।
আপনি চেষ্টা করুন প্রথম কবিতাটিই দিতে।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

নাহিদ রুদ্রনীল বলেছেন: প্রথম কবিতা তো খুজে পাওয়া মুশকিল। আচ্ছা খুঁজে দেখতে হবে

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মোজাম্মেল প্রধান বলেছেন: প্লিজ, দ্রুত মেইল করুন। ভাল থাকবেন ভাই।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

নষ্ট কাক বলেছেন: B:-) B:-) জীবনের প্রথম কবিতাতে শুধু হেডফোন,কি-বোর্ড আর এক ঠোঙা বাদামের কথা লিখা =p~ =p~
ক্যামনে কী 8-|

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

মোজাম্মেল প্রধান বলেছেন: হেড ফোন আর কীবোর্ডের সাথে বাদামের ঠোঙ্গা! চমৎকার চিত্রকল্প! ভাই এক্ষুণি পাঠিয়ে দিন।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

বাংলাদেশ-ফয়সাল বলেছেন: কেমন আছেন ?? অনেক দিন পর ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

মোজাম্মেল প্রধান বলেছেন: আলহামদুলিল্লাহ। খুব মিস করি ভাই আপনাদের। হ্যা, অনেকদিনপর এলাম। আপনি ভালো তো?

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

ইষ্টিকুটুম বলেছেন: চমৎকার উদ্দ্যোগ! প্রথম লেখা কবিতা ছড়া আছে। দেয়া যাবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

মোজাম্মেল প্রধান বলেছেন: দ্রুত পাঠিয়ে দিন। সাথে বায়োগ্রাফি সহ।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

ইষ্টিকুটুম বলেছেন: জন্মতারিখ কি সার্টিফিকেট অনুযায়ী নাকি প্রকৃত??

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

মোজাম্মেল প্রধান বলেছেন: B:-) B:-)

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

মোঃআসমাউল বিশ্বাস বলেছেন: ভাইয়া, ইমেইল কি একটু চেক করবেন প্লিয। আমার লেখাটা পেয়েছেন কি না? প্লিয।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

মোজাম্মেল প্রধান বলেছেন: হ্যা। আপনার লেখা পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

ইষ্টিকুটুম বলেছেন: প্রথম কবিতা লিখেছিলাম ১৯৯৫ সালে। আর প্রথম ছড়া লিখেছিলাম ১৯৯৭ সালে।

লেখার বিচারে কেমন মানের তা জানিনা। কিন্তু দুটোই আমার কাছে প্রিয়। তাই দুটোই পাঠাচ্ছি। :-B :-B

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

ইষ্টিকুটুম বলেছেন: লেখা পাঠিয়েছি। প্রথমবার ইমেইল করার পরে 'ফেইলিউর' জানিয়েছিলো। পরের বার জানিয়েছে, 'ইমেইল সেন্ট'।

তবু, একটু কনফার্ম করবেন, প্লিইইইজ- লেখা পেলেন কিনা। 8-|

ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

মোজাম্মেল প্রধান বলেছেন: হ্যা। আপনার লেখা পেয়েছি। অনেক ধন্যবাদ আপু লেখা পাঠানোর জন্য।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০

ইষ্টিকুটুম বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া, আপনাদের আয়োজনের জন্য। :#>

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

অদিব বলেছেন: দিলাম লেখা পাঠিয়ে! দেখা যাক কি আছে কপালে! /:) /:) /:)

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

ইষ্টিকুটুম বলেছেন: কবিতা ইমেইল না করে যদি ব্লগ লিংক দেই, তাহলে হবে কি?? জানাবেন প্লিইইজ...

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

আরজু পনি বলেছেন:

আমার জীবনের প্রথম ছড়া ক্লাস ফোরে অথবা সিক্সে পড়া অবস্থায় লিখেছিলাম, বিশেষ কারণে স্মৃতিতে রয়ে গেছে :#>

ভাবছি পাঠিয়ে দিব ...
ধন্যবাদ এরকম দারুণ একটা উদ্যোগ নেবার জন্যে ।।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮

ইষ্টিকুটুম বলেছেন: লেখা সিলেক্টেড হবে কি হবেনা, কিভাবে জানবো?? আগেই জানিয়ে দিলে ভালো হতো না?? জানায়েন কিন্তু।

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৬

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ব্যাপার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.