![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারায়ণগঞ্জের ছেলে।গ্রাফিক ডিজাইনার । স্বপ্নবাজ এক যোদ্ধা।অনেক কিছু করার স্বপ্ন দেখি কিন্তু অলসতার কারণে কিছুই করা হয় না।
প্রায় প্রতিটি লেখকেরই জীবনের প্রথম লেখাটি থেকে যায় অপ্রকাশিত।
অথচ আবেগ অনুভূতি সবচেয়ে বেশি প্রথম লেখাটি নিয়েই।
আপনাদের লেখক জীবনের প্রথম কবিতা/ছড়া নিয়ে একুশের বই মেলা ২০১৪ উপলক্ষে বের হতে যাচ্ছে সংকলন গ্রন্থ
“তুমি আমার প্রথম কবিতা”
আপনার লেখা প্রথম কবিতা/ছড়াটি পাঠিয়ে দিন ২০ ডিসেম্বর ২০১৩ এর মধ্যে। সাথে সংক্ষিপ্ত বায়োগ্রাফি ( পিতা, মাতা, জন্মস্থান, জন্মতারিখ, মোবাইল নম্বর, প্রথম লেখার সময়কাল প্রভৃতি)।
লেখা পাঠানোর ঠিকানা
[email protected]
বিস্তারিত: ০১৯৩৮৬৭৩০১৬
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
মোজাম্মেল প্রধান বলেছেন: ভাই, আমরা চাচ্ছিই “জীবনের প্রথম কবিতা”। অন্য লেখা দিলে কিভাবে হবে?
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
অদিব বলেছেন: প্রথম লেখা তো খুঁজে পাওয়া কঠিন! প্রথম দিকের লেখা কবিতা দেয়া যেতে পারে!
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
মোজাম্মেল প্রধান বলেছেন: আমরা প্রথম কবিতাটিই চাচ্ছি। আপনি যদি পরবর্তী সময়ে লেখা কোন কবিতা দিয়ে বলেন-এটাই প্রথম কবিতা, আমাদের তাও মেনে নিতে হবে। কারণ আমরা সত্যিটা জানবো না।
আপনি চেষ্টা করুন প্রথম কবিতাটিই দিতে।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪
নাহিদ রুদ্রনীল বলেছেন: প্রথম কবিতা তো খুজে পাওয়া মুশকিল। আচ্ছা খুঁজে দেখতে হবে
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
মোজাম্মেল প্রধান বলেছেন: প্লিজ, দ্রুত মেইল করুন। ভাল থাকবেন ভাই।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
নষ্ট কাক বলেছেন:
জীবনের প্রথম কবিতাতে শুধু হেডফোন,কি-বোর্ড আর এক ঠোঙা বাদামের কথা লিখা
ক্যামনে কী
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
মোজাম্মেল প্রধান বলেছেন: হেড ফোন আর কীবোর্ডের সাথে বাদামের ঠোঙ্গা! চমৎকার চিত্রকল্প! ভাই এক্ষুণি পাঠিয়ে দিন।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: কেমন আছেন ?? অনেক দিন পর ।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
মোজাম্মেল প্রধান বলেছেন: আলহামদুলিল্লাহ। খুব মিস করি ভাই আপনাদের। হ্যা, অনেকদিনপর এলাম। আপনি ভালো তো?
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১
ইষ্টিকুটুম বলেছেন: চমৎকার উদ্দ্যোগ! প্রথম লেখা কবিতা ছড়া আছে। দেয়া যাবে।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
মোজাম্মেল প্রধান বলেছেন: দ্রুত পাঠিয়ে দিন। সাথে বায়োগ্রাফি সহ।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩
ইষ্টিকুটুম বলেছেন: জন্মতারিখ কি সার্টিফিকেট অনুযায়ী নাকি প্রকৃত??
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০
মোজাম্মেল প্রধান বলেছেন:
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
মোঃআসমাউল বিশ্বাস বলেছেন: ভাইয়া, ইমেইল কি একটু চেক করবেন প্লিয। আমার লেখাটা পেয়েছেন কি না? প্লিয।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
মোজাম্মেল প্রধান বলেছেন: হ্যা। আপনার লেখা পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে।
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১
ইষ্টিকুটুম বলেছেন: প্রথম কবিতা লিখেছিলাম ১৯৯৫ সালে। আর প্রথম ছড়া লিখেছিলাম ১৯৯৭ সালে।
লেখার বিচারে কেমন মানের তা জানিনা। কিন্তু দুটোই আমার কাছে প্রিয়। তাই দুটোই পাঠাচ্ছি।
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
ইষ্টিকুটুম বলেছেন: লেখা পাঠিয়েছি। প্রথমবার ইমেইল করার পরে 'ফেইলিউর' জানিয়েছিলো। পরের বার জানিয়েছে, 'ইমেইল সেন্ট'।
তবু, একটু কনফার্ম করবেন, প্লিইইইজ- লেখা পেলেন কিনা।
ধন্যবাদ।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
মোজাম্মেল প্রধান বলেছেন: হ্যা। আপনার লেখা পেয়েছি। অনেক ধন্যবাদ আপু লেখা পাঠানোর জন্য।
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০
ইষ্টিকুটুম বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া, আপনাদের আয়োজনের জন্য। :#>
১২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
অদিব বলেছেন: দিলাম লেখা পাঠিয়ে! দেখা যাক কি আছে কপালে!
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
ইষ্টিকুটুম বলেছেন: কবিতা ইমেইল না করে যদি ব্লগ লিংক দেই, তাহলে হবে কি?? জানাবেন প্লিইইজ...
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
আরজু পনি বলেছেন:
আমার জীবনের প্রথম ছড়া ক্লাস ফোরে অথবা সিক্সে পড়া অবস্থায় লিখেছিলাম, বিশেষ কারণে স্মৃতিতে রয়ে গেছে :#>
ভাবছি পাঠিয়ে দিব ...
ধন্যবাদ এরকম দারুণ একটা উদ্যোগ নেবার জন্যে ।।
১৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮
ইষ্টিকুটুম বলেছেন: লেখা সিলেক্টেড হবে কি হবেনা, কিভাবে জানবো?? আগেই জানিয়ে দিলে ভালো হতো না?? জানায়েন কিন্তু।
১৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৬
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ব্যাপার
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
নাহিদ রুদ্রনীল বলেছেন: প্রথম কবিতা না দিয়ে অন্য লেখা কবিতা দিলে হবে?