নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ সরল শাদামাটা মন

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।

মোজাম্মেল প্রধান

নারায়ণগঞ্জের ছেলে।গ্রাফিক ডিজাইনার । স্বপ্নবাজ এক যোদ্ধা।অনেক কিছু করার স্বপ্ন দেখি কিন্তু অলসতার কারণে কিছুই করা হয় না।

মোজাম্মেল প্রধান › বিস্তারিত পোস্টঃ

সুনামি

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৬

যার হৃদয়ে ভালোবাসার
উথাল পাথাল সুনামি
তার কারণে হতে রাজি
খুন আমি।


(অনেক দিন পর প্রিয় সামুতে বেড়াতে এলাম। খালি হাতে আসি কী করে ? একটা পোস্ট দিয়ে গেলাম।)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৮

মীর সজিব বলেছেন: স্বাগত হে ভাই আমাদের সামুতে। প্রেমে পড়ে গেছি আমি সামুর।

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৪

মোজাম্মেল প্রধান বলেছেন: আমি ভাই প্রেম বিরহে জ্বলছি! একসময় হাচি আসলেও সামুতে এসে দিতাম। এখন বছরে এক দুইবার হাচি আসে।

২| ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১১

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কাব্য।আপনাদের কাছ থেকে শেখার আছে অনেককিছু

৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১২

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কাব্য।আপনাদের কাছ থেকে শেখার আছে অনেককিছু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.