| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
   
 
    সংখালঘূ দোয়েলপাখি।
৯০ এর দশকে দোয়েলপাখি নিয়মিত দেখেননি এমন মানুষ খুজে পাওয়া দায়, তবে এই ২০১৭ তে এসে মনে চাইলে ও বেশীরভাগ বাংলাদেশী বছরে ১বার হলেও তায়দের জাতীয় পাখি দোয়েল কে  দেখতে পায়না।দোয়েলের রং কেবল সাদা ও কালো হওয়ার কারনেই কি কেও দেখতে পায়না বা চায়না!  নাকি মানব
জাতীর মিনিংলেস উন্নয়নের নামে শহরকে বৃক্ষশুন্য করার উপর রাগ করে মানুষের সামনে আসতে চায়না দোয়েলপাখিরা নিজেই?  
কারো বউ রাগ করে বাপের বাড়ি চলে গেলে - কয়দিন পর জামাই বাবু নিজে গিয়েই রাগ ভাঙিয়ে প্রিয়তমা কে নিয়ে আসে নিজ বাড়িতে। আর এতো এতো দোয়েল পাখি চলে গেলো অজানায়, তবুও ফিরিয়ে আনার সখ নাই ব্যাস্ত মানুষের। কিছু মানুষের কারনে সব মানুষ কে দোষ দেওয়াও ঠিক না, তবুও বললাম।  No Tree, No Rain, No Oxygen,  No Bird. 
কাক দেখতে চাইনা তবুও দেখতে হয় কাকের মেলা, ১টা দোয়েল দেখতে চাই তাও দেখতে পাই গাড়ির কালো ধূয়া, কল কারখানার ধূয়া, কালো নদী,শুনি হর্ন, দেখি জানজট গাছ দেখিনা, আর বনশাইয়ে তো পাখি বসেনা।  কি আর বলবো ভাই, যেই মানুষের ভীতরে মানবতা ও মনুষ্যত্ব নাই তাদের কাছ থেকে কি পাখিবতা আশা করা যায়!
 
২৪ শে ডিসেম্বর, ২০১৭  রাত ২:১৮
আমি তনুর ভাই বলেছেন: ধন্যবাদ, আমার ছোট লেখা লিখতেই ভালো লাগে।
২| 
২৪ শে ডিসেম্বর, ২০১৭  রাত ২:৪৪
টেকনাফ টু তেতুলিয়া বলেছেন: খুব ভালো লিখেছেন।
 
২৪ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৪১
আমি তনুর ভাই বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৩১
বাংলাদেশের ভবিষ্যৎ বলেছেন: অসাধারণ এক কথায়, আরো বড় হলে ভালো হতো শুভ কামনা।