![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই একটা প্রশ্ন :- রাজনীতি ও রাজবন্দী মানে কি?
উওর লেখার নিচে।
আমাদের কে নেতারা ধোকাবাজির রাজনীতি তে ডুবিয়ে রেখেছে কি কারনে জানেন! কারন, আমরা বাংলাদেশীরা সহজ-সরল, সিধা-সাধা মানুষ তাই। এই সহজ সরলরা খেপলে যে আরেকটা ৭১ হয়ে যেতে পারে এটা নেতারা ভুলেই গিয়েছে হয়তো। এমন অনেক নেতাকে আমাদের চেনা আছে, যারা গভীর জলের মাছ। টকশোতে তারা চির শত্রু, টকশো শেষে তারা বেয়াই,আর বেয়াই মানে মশকারা, মশকারা দেখে ছোট নেতারা পায় আশকারা।
এবার আসি পাঠকের সাথে মেন্টাল গেমে।
বর্তমানে মানুষের মিলামেশা কেবল নিজ ধর্মের মধ্যে আবদ্ধ নয়। মুসলিম ছেলে যদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করে তাহলে ঐ ঘড়ে কি আসবে! বেশীরভাগি বলবে নন বিলিভার হবে।
আমি বলি - শিশুটাকে শিশুকাল থেকে যেই উপায়ে বড় করা হবে সে তাই হবে।
লীগ নেতার ছেলে যদি জামাত নেতার মেয়েকে বিয়ে করে তাহলে ঐ ঘড়ে কি হবে! লীগমাত? নাকি আর দশটা নবজাতকের মতো নবজাতকি আসবে বাংলাদেশে। অনুরুপ জামাত নেতার ছেলে যদি আওয়ামীলীগ নেতার মেয়ে বা বিএনপি নেতার মেয়ে বা জাতীয় পার্টির নেতার মেয়েকে বিয়ে করে তাহলে ঐ ঘড়ে কি হবে! জামলীগ- বিএনমাত, জাতীমাত? কি রুপে আসবে শিশুটা?
বহুদলীয় নেতাদের এমন কমবেশী পেচানো আত্তীকরণের নজির বাস্তবে সবাই জানি, আর এই বাস্তবতাটাকেই অবাস্তব করে প্রচার করে মিডিয়া নামক একটা চক্রের দেখানো ফরমেটে মাএ, সৃজনশীল কোন নিউজ দেখানো হয়না মিডিয়াতে, ১২ মাসি একি হেডলাইনের খবর দেখানো হয়, সব দেশের মিডিয়াই ঐ দেশের মানুষের সামনে এই ফরমেট দিয়েই প্রচার করে তার দেশ পৃথিবীর সেরা সবদিক থেকে, যাতে মানুষরা ঐ দেশের সরকার কে ভালোবাসে, কিন্তু বাস্তবে কোন দেশ অন্য দেশের থেকে ছোট সাজতে চায়না কোন ভাবেই। এটাও এক ধরনের ব্রেইন ওয়াশ। যাতে মানুষ মিডিয়ায় দেখানো বিষয় নিয়েই মাতামাতি করে, সিরিয়াস হয়ে পরে সবখানে। পরিচালকের কাছে নায়ক-নায়িকা যেমন বিষয়, ঠিক সকল দেশের সরকারের কাছে ও মিডিয়া ও প্রিন্ট মিডিয়া একি বিষয়।
ডেমোক্রেসির উপর হাত বুলিয়ে রাজনীতি নামক সাপের ছোবল সবচেয়ে বেশী খতি করেছে বাংলাদেশীদের, ধর্মের মিলকে করেছে প্রতিদন্দি, শত্রু। ধর্মের মিলের কথা সকল ধর্মের ধর্মগ্রন্থে বলা আছে, রাজনীতিগত দন্দ তৈরী করার কথা কোন ধর্মগ্রন্থে বলা নাই। তবুও যে কি কারনে, কিশের আশায় সকল ধর্মের কিছু কিছু লোকে ধর্মের মিল ত্যাগ করে রাজনীতিক দন্দে জরায় আমার বুঝে আসেনা তাদের ছলন-বলন দেখে। মানুষের মন scan করা যতোদিন বাহির না হবে ততোদিন হয়তো এ সমস্যা সমাধানো হবার নয়।
৭১ সালের যুদ্ধ দেখেছি, এখনো লীগ,দল, জামাত,জাতীয় পার্টির খাবলা খাবলি দেখতেছি,শেষ দেখবো কবে? একা রাজ্য দখল করে রাখাও ভালো না। রাজনীতিগত দন্দই যদি রাজনীতিবিদদের খমতা টিকিয়ে রাখার ফরমেট হয়ে থাকে, তাহলে তো সবচেয়ে বেশী দন্দ হবার কথা ছিলো মালয়েশিয়াতে, কারন ঐ দেশে ৪/৫ টা জাতী, তাদের জীবন-যাপন টা দেখেন ও আমাদের জীবন যাপন টা দেখেন, আমরা তো এক জাতী, আমাদেরিতো আরো উপরে থাকার কথা ছিলো।
উওর :- রাজনীতি মানে - রাজার নীতি। আমরা যেটাকে গণতন্ত্র ভাবি। আর রাজবন্দী মানে - রাজার লোক আটক.
©somewhere in net ltd.