![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল নেতা ও সরকারি লোক ও নিরাপত্তা বাহিনীরা বলেন - সকল খমতার উতশ হলো জনগন। এবং সরকারি সকল কাগজে লেখা আছে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তার মানে দাড়ায় - সরকারি সকল লোক ও সরকারি সুবিধা ভোগ কারীরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। এখন বর্তমান আমলে প্রজা নেই কোথাও, সবাই এখন জনগন।
জনগণ আসলে কারা এটা কেও সঠিক ভাবে জানেনা বা বলতে পারেনা বা কেও চিনেও না। যেমন পুলিশের পোশাক দেখলেই তাদের কে বলা যায় তারা পুলিশ, তারা যে পুলিশ পোশাক টা তার প্রমান। কিন্তু জনগণের তো তেমন কোন দৃশ্যমান প্রমান বা পোশাক বা সংখা নেই যে - তাদের কে দেখামাএই বুঝে ফেলা যায় বা চিনা যায় যে, এই মানুষটাই সকল খমতার উতশো, তারথেকে বেশী খমতা নাই কারো। কে জনগণ, এটা খোলামেলা ভাবে চিনা বা জানার উপায় নাই কেনো? কে মন্ত্রী কে পুলিশ এটা যদি কেও না জানতো, শুধু জানতো যে আছে, তাহলে বিষয়গুলা কেমন হতো? ঠিক এমনি একটা বিষয় হয়ে আছে জনগন নামের মানুষ ইশুটা। সবাই জানি সবাই জনগন, কিন্তু কেও জনগন না।
জনগন তাহলে কারা? নেতারা লেকচার বা ভাষন দেওয়ার সময় যারা পাখীর ঝাকের মতো একহয়ে বসে বা দাড়িয়ে থাকে তারাই কি কেবল জনগন! তাহলে যারা আসেনা মিটিং এ তারা জনগন না! বেশীরভাগ ইতো আসেনা।
জনগন তাহলে কারা? এইটা প্রমান করা খুব কঠিন, যতোদিননা এক কালারের পোশাক তৈরী করা হবে বা জনগণ নামের আলাদা আইডি না হবে।
বর্তমানে আসলে কোন জনগণ নাই এই দেশে, থাকলে তো সবাই দেখতেন পএিকায় - একজন জনগণ খুন হয়েছে - এমন নিউজ হতো।
জনগন এখন অন্যকিছু হয়ে গিয়েছে ঃ-
রিকশাচালক, ভেন চালক, দারোয়ান, পথচারী, ভাড়াটিয়া, বাড়িওয়ালা, নির্মান স্রমিক, দোকানদার, খরিদদার, বিকাশ এজেন্ট, জিপি গ্রাহক, এফবি ইউজার, সাংবাদিক, ব্লগার, ব্যাবসায়ী, কর্মচারী, পিয়ন, এস আর, লীগ, দল, জামাত, জাতীয়, আলোচক, কর্মী, চা দোকানদার, বেকার, ইমাম, মুসুল্লি, পুরোহিত, মাদকসেবী, ইস্মোকার, ছাএ, সন্ত্রাসী, উকিল, দিনমজুর, চাকরিজীবী, হাউজ ওয়াইফ, অভিনেতা, চিএ শিল্পী, হকার, বৃদ্ধা, তরুন, যুবক, জংগী, নাগরিক, হুজুর, শেফ, মিস্তিরি, মডেল, আইকন, আন্দোলন কারী, প্রতিবাদকারী, পিকেটার, পরিকল্পাবিদ, তথ্যদাতা, ঠিকাদার, হামলাকারী, দালাল, ভারাটে, অপরাধী, নেতা, বাম, ডান, আম, ঘাতক।
এরাতো সবাই জনগণ নাকি যার যেটা উপাধী সে সেইটাই। আগে কোনটা? জনগন উপাধী নাকি নতুন পরিচয় উপাধী ? কোন পরিচয় দেওয়া বেশী দরকার আমাদের? সব কথার এক কথা আমার - একরকম পোশাক টা কেমন হলে সবচেয়ে ভালো হবে! এনি আইডিয়া? ??
©somewhere in net ltd.