![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
SHOW ME -HOW DEMOCRACY LOOKS LIKE!
THIS IS NOT DEMOCRACY LOOKS LIKE. ...
একজনের পিছনে সবসময় এম্বুলেন্স থাকে, তবুও তাকে বছেরে হসপিটালে যাওয়ার জন্য এম্বুলেন্সে বসতে হয়না,
অথচ একি দেশের কোটি লোকে মৃত্যুর আগ মূহুর্তে এম্বুলেন্স ডেকে পায়না, সরকারি এম্বুলেন্স তো দূরের কথা, প্রাইভেট পেলেও পজিশন হয় হসপিটালের বারান্দায়।
রাজ কর্তাদের বাড়ির সামনে সারাদিন পুলিশ প্রোটেকশন থাকে, তাই তাদের কারো যূবতী মেয়েদের দিকে কেও তাকাতেও পারেনা, অথচ - জনগনের ঘরের ৬ বছরের মেয়েকে ও ধর্ষন হতে হয়, পুলিশ আসেনা তবুও, বরং তাদের কাছেই যেতে হয়।
এরপরে ও বলে বেরায় - গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মানে- প্রজাদের দারা নিয়ন্ত্রিত সরকার।
SHOW ME- HOW DEMOCRACY LOOKS LIKE
THIS IS NOT DEMOCRACY LOOKS LIKE.
প্রজার বডিতে বিনা কারনে পুলিশ হাত তুললেও প্রজা নিরুপায়, অথচ - পুলিশ ভুল করলেও তাকে কিছু বলতে পারবেনা।
প্রজা থানায় গেলে দাম পায়না, আমতা আমতা করে, অথচ - উপরের কেও ফোন দিলে স্যার স্যার বলে। এরপরে ও তারা বলে বড়ায় - সকল খমতার অধীকারী নাকি গরীব প্রজারাই।
SHOW ME - HOW DEMOCRATIC GOVERNMENT.
THIS IS NOT DEMOCRATIC MANAGEMENT.
সেকশন ৩৬/৩৭/৩৮ এ যা বলা আছে আবার ১৪৪ ধারায় তাই মানা করা আছে।
আইনের দৃস্টিতে নাকি সবাই সমান, অথচ - আইন প্রয়োগকারীর চোখে এমপি/ মন্ত্রী ও প্রজাতন্ত্রের রিকশাওয়ালা / পথচারী নামের প্রজারা চাকর/ বাকরের থেকেও নগণ্য এমন ভেবে ধূর ধূর করে। তবুও সরকারী সকল জায়গায় লেখা আছে - প্রজারাই এই দেশের আসল মালিক, সরকার কেবলি তাদের সেবক, তারা আজ আছে তো কাল নেই।
THIS IS HIPPOCRACY LOOKS LIKE.
SHOW ME - HOW DEMOCRACY LOOKS LIKE.
সরকারি লোকদের কালো গ্লাসের গাড়িতে ৩/৪ হাজার টাকার ডিজেল রিজার্ভ না থাকলে গাড়ি স্টার্ট নেয়না, অথচ দিনমজুর নামের প্রজারা ৪/৫শ টাকার কাজের জন্য পাগলের মতো ছুটাছুটি করে।
সরকারি লোকে ঘুরতে গেলে পেয়ে যায় সার্কিট হাউজ, অথচ - দেশের প্রজা নামের বেশীরভাগ শ্রেণীর মানুষ হিমশিম খায় সংসার চালাতে, ঘুরতে যাওয়ার কথাতো পরে। তবুও ওরা বলে - সকল সরকারি কিছুর আসল মালিক হলো প্রজাতন্ত্রের বাংলাদেশী নাগরিক নামের প্রজারাই।
SHOW ME -HOW DEMOCRACY LOOKS LIKE
THIS IS NOT DEMOCRACY LOOKS
©somewhere in net ltd.