নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুদ্ধচারী হৃদয়ের বিশুদ্ধ মানুষ হতে চাই। স্বপ্ন দেখি একটি সুন্দর আগামীর। কল্পনায় আঁকি সমৃদ্ধ ও সুখী বাংলাদেশের চিত্র।

আশাবাদী মানব

জ্ঞান চর্চায় হতে চাই অগ্রগামী। শুদ্ধতার ফুলে সাজাতে চাই জীবনের পুষ্প কানন।

আশাবাদী মানব › বিস্তারিত পোস্টঃ

মাহে রমজানঃ কিছু স্মৃতি কিছু উপলব্ধি

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৫৯


বিশ্বাসী মানুষের জন্য রমজান হল আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত। কৃত কর্মের সংশোধন ও নিজেকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে রমজানই হল শ্রেষ্ঠ মাধ্যম। ছোটবেলায় রমজানের চাঁদ দেখার পর থেকেই দিন গণনা শুরু করতাম ঈদের দিনের জন্য। নতুন কাপড় পরিধান করে দিনভর ঘোরাঘুরির জন্য মনটা সারাক্ষণ আকুপাকু করত। মনে হত রোযার দিনগুলো যেন চোখের পলকেই শেষ হয়ে যায়।

সময়ের পরিক্রমায় চিন্তার নিজের বাচ্চামি চিন্তা পরিপক্কতা পেয়েছে। এখন মনে হয় রমজানের দিনগুলো দীর্ঘায়িত হলেই ভাল হত। পরকালীন মুক্তির জন্য অনেক বেশি কিছু সঞ্চয় করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামীনের অসীম করুণা তিনি তাঁর বান্দার জন্য প্রতি বছরে একটা সুযোগ করে দিয়েছেন জীবন চলার পথের ভুলগুলো শুধরিয়ে নেয়ার জন্য। এটা যে কত বড় নেয়ামত ভাবলেই মস্তক অবনত হয়ে পড়ে শুকরিয়া আদায়ের জন্য।

আমরা মানব জাতি এতটাই অকৃতজ্ঞ যে, যাপিত জীবনের নিত্য কর্মকাণ্ডের মাঝে নিজের স্রষ্টাকেই ভুলে যাই। কাজের পরিধি , ব্যস্ততার তীব্রতা সময়ের সাথে সাথে এতই বেড়ে যায় যে আল্লাহর স্মরণে আমাদের হৃদয় ব্যাকুল হতেই ভুলে যায়। ব্যাকুল হিয়ার আকুল আর্তি শুধু দুনিয়াবী সফলতাকেই রোজ নিমন্ত্রণ পত্র পাঠায়। ভুলো মনের এই মানব জাতিকে স্রষ্টার কথা স্মরণ করিয়ে দিতে রমজান মাস অনুপম আর্শীবাদ রূপে প্রতিবছর হাজির হয়।

পুরো বছর স্রষ্টাকে ভুলে থাকলেও রমজান মাস যেন মানব জাতির ঘুমন্ত হৃদয়কে একটা জোরেশোরে ঝাঁকুনি দেয়। কেননা রমজানের আবির্ভাবে চারিদিকে একটা আমেজের বন্যা বয়ে যায়। সাহেরী, ইফতারি, তারাবীর রমরমা আয়োজন কিছুটা হলেও মানব জাতিকে স্রষ্টার সান্নিধ্যে নিয়ে আসে। নিজের কৃত কর্মের ভুল স্বীকার করে আল্লাহর দরবারে তওবা করার একটা মোক্ষম সুযোগ দরজার দোরগড়ায় সর্বদা উপস্থিত থাকে। এর পরেও যারা নিজেকে স্রষ্টার সমীপে সঁপে না দেয় তার মত হতভাগা আর কেউ নেই? আল্লাহর রাসূল (সা) বলেছেন, “যে ব্যক্তি রমজান পেল। কিন্তু রমজান বিদায় হয়ে গেল এই অবস্থায় যে, সে ক্ষমা লাভ করতে পারল না, তার প্রতিও আল্লাহর অভিশাপ”।

পরম করুণাময় আল্লাহ তাঁর কোন বান্দার প্রতি অভিশাপ দিতে চানা না বলেই মানব জাতিকে বারবার সুযোগ প্রদান করেন। এই সুযোগকে কাজে লাগানোর মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। পরকালের কঠিন আযাব থেকে মুক্তি পেতে রোযা ঢাল স্বরূপ কাজ করবে ও এই একটি মাত্র আমল যার পুরষ্কার আল্লাহ রাব্বুল আলামীন নিজ হাতেই দিবেন১। একজন মানুষের জন্য এর চেয়ে বড় পুরষ্কার আর কিছু হতে পারে না।

রমজান মাসে রোযা নিয়ে আলোচনা হলেই একটি কথা বেশ শোনা যায় তা হল রোযার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বয়ান শুনলেও হৃদয়ে ধারণ করতে পারার মত মানুষ নিতান্তই অল্প। অল্প বলেই হয়ত আমাদের সমাজে অসৎ মানুষের আধিক্যই বেশি। ইসলামী নৈতিকতার তৃতীয় স্তর হচ্ছে তাকওয়া। সাধারণ অর্থে তাকওয়া হল আল্লাহভীতি। তবে তাকওয়া অর্থ শুধু ভয়ভীতি নয়। ভয়ভীতির আরবি প্রতিশব্দ হল খাওফুন ও খাশিয়াতুন। তাকওয়া শব্দের উৎপত্তি হল ওয়াকিইয়া ও ইয়েকেয়ী থেকে । এর অর্থ হল বাঁচা, আত্নরক্ষা বা নিষ্কৃতি ইত্যাদি হয়ে থাকে ( তথ্যসূত্রঃ মাহে রমজানঃ তাকওয়ার পিরামিড)

সামগ্রিক অর্থে- আল্লাহর ভয় ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যাবতীয় অন্যায় অপরাধ ও অপছন্দনীয় চিন্তা, কথা ও কাজ থেকে আত্নরক্ষার মনোভাবকে তাকওয়া বলা হয়। তাকওয়া একটি মাত্র শব্দ কিন্তু এর আহবান কত বিশাল চিন্তা করলেই হৃদয়ের কু-প্রবৃত্তি মাথা চাড়া দেয়ার সুযোগই পাবে না। স্বপ্ন দেখি আশায় কালাতিপাত করি একদিন হয়ত আমরা সবাই উপলব্ধি করতে পারব। পবিত্রতম অনুভূতির শুদ্ধতম কর্মে নিজেকে আলোকিত করব।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:২২

নেওয়াজ আলি বলেছেন: রোজা মুসলিমদের জন্য আল্লাহর প্রদত্ত নেইমা।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৭

আশাবাদী মানব বলেছেন: এক বিশাল নেয়ামত.।।

২| ২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: লোকজন আল্লাহর দেখানো পথে চলছে না বলেওই আজকের বিশ্বের এই অবস্থা।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৮

আশাবাদী মানব বলেছেন: চললে কতই না ভাল হত.।.।

৩| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩৬

ওমেরা বলেছেন: খুব ভালো লাগলো লিখাটা । রহমতের এই মাসে আমরা যেন আল্লাহর সর্বাচ্চ রহমত আদায় করে নিতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।

০৪ ঠা মে, ২০২০ রাত ১০:১৭

আশাবাদী মানব বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন

৪| ২২ শে জুন, ২০২০ রাত ৮:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: রমজান হলও মুসলমানদের জন্য বছরের বিশেষ ছাড়ের মাস। এর গুরুত্ব না বোঝা বোকামি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.