![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে চেনাবার উপযুক্ত কোনো ভাষা জানা নাই।
আজ ছুটি নিলাম পৃথিবী ছেড়ে, আজ শুধু বৃষ্টি দেখব অন্যভাবে,
হয়ত তোমার চোখে।
শরৎ এর মেঘ মেঘ আকাশটাতে আমি এক টুকরো ডানাহীন মেঘ,
আমায় ছোবে?
কলমিলতা, বুনো ঘাস আর ঝাক ঝাক কাশফুল দেব নেবে?
আজ সব চাওয়াদের বিকিয়ে দিলাম খুব সস্তা দামে, তোমার জন্য একপাতা নিল টিপ কিনব।
আর কিছু লাগবে? একটি হৃদপিন্ড?
আসবে শুধু একটিবার আসবে? তোমাদের কদম তলায় দাড়িয়ে আছি।
অনেকদিন পর ছুটি পেলাম লাগবে, কিছু লাগবে?।
০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
বর্নচোরা বলেছেন: ২ বছর পর আজ ব্লগ এ এলাম। আপনার মন্তব্যে অসম্ভব ভালোলাগা।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আজ সব চাওয়াদের বিকিয়ে দিলাম খুব সস্তা দামে, তোমার জন্য একপাতা নিল টিপ কিনব।//
অসাধারণ একটি লাইন।