নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃদুল

আমার আমিকে খুঁজি

টি_মৃদুল

মৃদূল

টি_মৃদুল › বিস্তারিত পোস্টঃ

এক বোকা মানুষ, আশ্রয় ভিক্ষা করছি

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

আমার বড় ভালবাসার আর পরম মমতার একটা দেশ ছিল। যাকে আজ হারিয়ে ফেলেছি; মরে গেছে আমার প্রিয় স্বদেশ, তার আত্মাহীন ভুমিটা কেড়ে নিয়ে গেছে হায়েনারা। যেভাবে সর্বনাশা নদী কেড়ে নেয় অসহায়ের একমাত্র আশ্রয় আজন্ম আবাস ভুমি- তেমনি বর্বর দুরবৃত্ত রা কেড়ে নিয়ে হত্যা করেছে আমার দেশ মা কে। আমি ভালবাসা দিয়ে পারিনি বাচাতে, সত্য আর সুন্দর হেরে গেছে অসুন্দর,বর্বরতা আর কুটকৌশল এর কাছে। আমার ভুমি ছিল যা , আজ তা হায়েনার রাজত্ব। এই অবরুদ্ধ হায়েনার রাজত্বে মাতৃহত্যাদৃশ্য দেখা আমি বড় অসহায় - কেবল বুকে রক্তক্ষভণ, কেবল কান্না, কেবল একটু নিঃশ্বাসের জন্য হাসফাস।



কেবল দেখি , এই হায়েনাদের রাজত্ব এক দিন আমার দেশ ছিল। ছিল কি? আসলে আমি বোকা। বোকা বলেই দেশের জন্য কি গভীর মমতা , কি বিপুল টান বুকে ধারন করেছিলাম! দিতে চেয়েছিলাম সর্বস্ব। দেশ ছেড়ে কখনো কোথাও যেতে পারব ভাবিনি।



এই সব মিথ্যা! এতো আমার দেশ না, এটা হায়েনাদের দেশ। আমার দেশ নাই কোনো, যার মাটি দুহাতে নিয়ে বুলতে পারি 'ভালোবাসি' । আমি দেশ বঞ্চিত এক বোকা মানুষ, আশ্রয় ভিক্ষা করছি, এই অবরুদ্ধ হায়নাদের দেশ এর বাইরে , দুনিয়ার কথাও কোনো ভুমী তে তৃতীয় শ্রেনির কোনো আশ্রিত হয়ে আশ্রয় ভিক্ষা করছি।



আরো যারা বোকা মানুষ আছেন, দেশ এর জন্য বুক ভরা মমতা আর বেদনা নিয়ে ঘুরছেন, শোনেন। প্লিজ পালান! দেশ কে ভালবাসে করা কাজ এর অপরাধে আপনাকে ডন্ডিত করা হবে , আপনার হত্যায় বাজবে করতালি।পালান , আমরা দেশ বঞ্চিত বোকা মানুষ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৬

বোকামন বলেছেন: দেশ এর জন্য বুক ভরা মমতা আর বেদনা নিয়ে কিভাবে দেশ ছেড়ে পালাবো ভাই.....

২| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:২৩

আমি বিভীষণ বলেছেন: দেশের জন্য কিছু করতে হলে দেশে থেকেই করতে হবে। সকল ভাল কাজেই বাধা আসে, তাই বলে পিছপা হওয়া চলবে না। পলায়ন কাপুরুষের লক্ষন। ফেস ইট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.